EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
41. প্রোটিন তৈরি হয়-
ফ্যাটি এসিড দিয়ে
সাইট্রিক এসিড দিয়ে
অ্যামিনো এসিড দিয়ে
অক্সালিক এসিড দিয়ে
42. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –
হাইড্রোজেন
নাইট্রোজেন
মিথেন
ইথেন
43. বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ?
সিলেট
কুমিল্লা
রাজশাহী
দিনাজপুর
45. কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়?
পার্বত্য বন
শালবন
মধুপুর বন
ম্যানগ্রোভ বন
46. একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?
শূন্য
অসীম
অতিক্ষুদ্র
যে কোনো মান
47. হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয়-
ডায়াস্টল
সিস্টল
ডায়াসিস্টল
উপরের কোনোটিই নয়
48. বাংলাদেশের কোন দ্বীপটি প্রবালদ্বীপ নামে খ্যাত?
নিঝুমদ্বীপ
সেন্ট মার্টিনস
হাতিয়া
কুতুবদিয়া
49. নিচের কোনটি anti-virus সফটওয়্যার নয়?
Oracle
McAfee
Norton
Kaspersky
50. বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়?
দক্ষিণ-পশ্চিমাঞ্চল
পশ্চিমাঞ্চল
উত্তর-পশ্চিমাঞ্চল
উত্তর-পূর্বাঞ্চল
51. ১৭৮ O আইসোটোপের নিউট্রন সংখ্যা কত?
১৭
২৫
52. পানির অণু একটি-
প্যারাচুম্বক
ডায়াচুম্বক
ফেরোচুম্বক
অ্যান্টিফেরোচুম্বক
ব্যাখ্যা: আরও কিছু ডায়াচুম্বক পদার্থ – দস্তা, পারদ, স্বর্ণ, সীসা, টিন ইত্যাদি।
53. নিচের কোন রোগটি DNA ভাইরাসঘটিত?
ডেঙ্গুজ্বর
স্মলপক্স
কোভিড-১৯
পোলিও
54. নিচের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙ্গন প্রবন?
বোয়ালমারী
নড়িয়া
আলমডাঙ্গা
নিকলি
55. ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের নূন্যতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন?
২৬.৫ ডিগ্রী সে.
৩৫ ডিগ্রী সে.
৩৭.৫ ডিগ্রী সে.
৪০.৫ ডিগ্রী সে.
56. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কী?
একটি দেশের নাম
ম্যানগ্রোভ বন
একটি দ্বীপ
সাবমেরিন ক্যানিয়ন
ব্যাখ্যা: এটি বঙ্গোপসাগরে অবস্থিত।
57. জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়-
অ্যানোডে
ক্যাথোডে
অ্যানোড ও ক্যাথোড উভয়টিতে
বর্ণেত কোনোটিতেই নয়
58. সালোকসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো –
০%
১০-১৫%
৩-৬%
১০০%
59. সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে?
ভূমিকম্প
ভূমিধম
টর্নেডো
খড়া
60. RFID বলতে বোঝায় –
Random Frequency Identification
Random Frequency Information
Radio Frequency Information
Radio Frequency Identification