Synonym and Antonyms MCQ
521. What would be the right antonym for 'annihilate-
destroy
obliterate
establish
extinguish
ব্যাখ্যা: Hints: Annihilate (সম্পূর্ণরূপে ধ্বংস করা)-এর বিপরীত শব্দ হলো establish (প্রতিষ্ঠা করা)। অন্যদিকে destroy অর্থ ধধ্বংস করা, obliterate অর্থ নিশ্চিহ্ন করা আর extinguish অর্থ নেভানো।
522. The synonym of the word 'scanty' is-
Ample
meagre
copious
abundant
ব্যাখ্যা: Hints: Scanty (অপ্রতুল, অপর্যাপ্ত)-এর সমার্থক শব্দ হলো meagre (নগন্য, অপ্রচুর)। তাছাড়া option- এর ample, copious এবং abundant শব্দগুলোর অর্থ প্রচুর এবং এগুলো scanty-এর বিপরীত শব্দ।
523. The opposite word of 'Delete' is
Injure
Delay
Insert
Trap
ব্যাখ্যা: Hints: Delete (মুছেফেলা)-এর বিপরীত শব্দ insert (প্রবেশ করানো; ঢুকানো)। অন্যদিকে (injure অর্থ আঘাত করা, delay অর্থ বিলম্ব করা আর trap অর্থ ফাঁদে ফেলা।
524. The word 'Camouflage' means-
difficult
heavy
dangerous
disguise
ব্যাখ্যা: Hints: Camouflage (কূটবেশ ধারণ করা) অর্থ disguise (ছদ্মবেশ ধারণ করা)। তাছাড়া difficult অর্থ কঠিন, heavy অর্থ ভারী আর dangerous অর্থ বিপজ্জনক।
525. What would be the right synonym for 'initiative'?
apathy
enterprise
indolence
activity
ব্যাখ্যা: Hints: Initiative এবং enterprise শব্দের অর্থ নতুন কিছু করার জন্য উদ্যম। অন্যদিকে apathy অর্থ অনীহা, indolence অর্থ অলসতা আর activity অর্থ সক্রিয়তা।
526. The synonym of 'Stringent is
Rigorous
Shrill
Dry
Strained
ব্যাখ্যা: Hints: 'Stringent' (কঠোর)-এর সমার্থক শব্দ rigorous (কঠোর)। অন্যদিকে shrill অর্থ তীক্ষ্ম; কর্কশ, dry অর্থ শুকনো আর strained অর্থ আন্তরিকতাশূন্য।
527. What is the synonym of 'remarkable?
Noteworthy
Praiseworthy
Memorable
Remark
ব্যাখ্যা: Hints: Remarkable (লক্ষণীয়)-এর সমার্থক শব্দ হলো noteworthy (লক্ষণীয়)। তাছাড়া remark অর্থ মন্তব্য করা, praiseworthy অর্থ প্রসংশাযোগ্য আর memorable অর্থ স্মরণীয়।
528. That synonym of 'Sanguine' is
Sparkle
Cheerful
Careful
Scared
ব্যাখ্যা: Hints: Sanguine (আশাবাদী)-এর সমার্থক শব্দ হলো cherful (উদ্দীপনাপূর্ণ)। Sparkle অর্থ আলোর ঝলক, careful অর্থ সতর্ক আর soared অর্থ ভীত।
529. The synonym of Pinnacle is -
adroit
absurd
valiant
acme
ব্যাখ্যা: Hints: Pinnacle/acme অর্থ সর্বোচ্চ চূড়া। Adroit-দক্ষ, absurd-অযৌক্তিক, valiant-সাহসী।
530. Ambiguous means-
Unclear
Eager
Large
Increase
ব্যাখ্যা: Hints: Ambiguous (দ্ব্যর্থক)-এর সমার্থক শব্দ unclear (অস্বচ্ছ, পরিষ্কার নয় এমন)। অন্যদিকে cager অর্থ আগ্রহী, large অর্থ বিশাল আর increase অর্থ বৃদ্ধি করা।
531. What is the antonym of the word 'unwitting'?
stupid
intentional
Unintentional
clever
ব্যাখ্যা: Hints: Unwitting (অনভিপ্রায়িক; অনিচ্ছাকৃত)-এর বিপরীত শব্দ হলো Intentional (ইচ্ছাকৃত)। এছাড়া stupid অর্থ নির্বোধ, unintentional অর্থ অনিচ্ছাকৃত আর clever অর্থ চালাক।
532. 'Obese' means:
Obnoxious
Very fat
Ugly
Tardy
ব্যাখ্যা: Hints: 'Obese' এবং 'very fal' অর্থ খুব মোটা। সুতরাং শব্দ দুটি একটি অপরটির সমার্থক অর্থ প্রকাশ ধাপ) করে। অন্যদিকে obnoxious অর্থ আপত্তিকর, ugly অর্থ কুৎসিত এবং tundy অর্থ মন্থরগতিসম্পন্ন।
533. Academic is similar to
scholared
scholar
scholastic
scholastics
ব্যাখ্যা: Hints: Academic (পাণ্ডিত্যপূর্ণ, সাহিত্যিক বা ধ্রুপদী) শব্দটি scholastic (বিশ্ববিদ্যালয় ও শিক্ষাসংক্রান্ত)-এর সমার্থক।
534. 'Frequency' is-
Noun
Adverb
Verb
Adjective
ব্যাখ্যা: Hints: 'Frequency' (পুনঃপুন সংঘটন) শব্দটি অর্থের দিক হতে noun এবং word টির শেষে cy suffix দ্বারাও word টি যে noun তা নির্দেশ
535. Synonym for 'Mouth watering?
Delicious
Hot
Wet
Sour
ব্যাখ্যা: Hints: Mouth watering' (মুখে পানি নিয়ে আসে এমন)-এর সমার্থক শব্দ হলো delicious (রসনারোচক)।
536. The word 'permissive' means-
law-abiding
liberal
submissive
polite
ব্যাখ্যা: Hints: Permissive অর্থ লোকজন যা করতে চায় তা করার স্বাধীনতা দেয়া আর liberal অর্থ স্বাধীনচেতা। সুতরাং শব্দ দুটি সমার্থক। অন্যদিকে polite অর্থ ভদ্র, law-abiding অর্থ আইন মান্যকারী আর submissive অর্থ মান্য করতে ইচ্ছুক।
537. The Synonym of 'Crime' is-
Mistake
Thief
Offence
Trial
ব্যাখ্যা: Hints: Crime এবং offence শব্দদ্বয়ের অর্থ অপরাধ। Mistake অর্থ ভ্রান্তি, thief অর্থ চোর আর trial অর্থ বিচার।
538. An antonym for 'rigid' is-
flexible
fixed
adamant
hard
ব্যাখ্যা: Hints: Rigid (অনমনীয়)-এর বিপরীত শব্দ হলো flexible (নমনীয়)। Fixed অর্থ অনড়, adamant অর্থ নাছোড়বান্দা আর hard অর্থ কঠিন।
539. Counsel means-
Cabinet
Meeting
Advice
Trade
ব্যাখ্যা: Hints: Counsel (উপদেশ, মন্ত্রণা)-এর সমার্থক শব্দ হলো advice (উপদেশ)। অন্যদিকে cabinet অর্থ মন্ত্রিপরিষদ, meeting অর্থ সভা আর trade অর্থ বাণিজ্য।
540. The room is untidy. Here untidy means-
messy
mess
loose
tight
ব্যাখ্যা: Hints: Untidy (অপরিপাটি, অগোছালো)-এর অর্থ messy (নোংরা; বিশৃঙ্খল) untidy এবং messy পরম্পর সমার্থক কারণ word দুটি adjective এবং একই অর্থবোধক। Mess শব্দটি noun, যার অর্থ বিশৃঙ্খলা, loose অর্থ বন্ধনহীন আর tighit অর্থ ঠাসা।