রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং MCQ
141. 1টি 1 ton AC 1 ঘণ্টা চালু থাকলে কত বিদ্যুৎ খরচ হবে?
1 kWh
2 kWh
1.5 kWh
3 kWh
142. গরমকালে এয়ারকন্ডিশনিং-এর ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতার মান কমপক্ষে কত হওয়া উচিত?
40%
75%
60%
90%
143. সাইক্রোমেট্রিক্স চার্টে বক্ররেখা (Curved line) কী নির্দেশ করে?
ড্রাই বাল্ব তাপমাত্রা
ওয়েট বাথ তাপমাত্রা
আপেক্ষিক আর্দ্রতা
পরম আর্দ্রতা
144. পি-এইচ ভায়াগ্রামের সাহায্যে কোনো তাপীয় সাইকেলের কী জানা যায়?
এনথালপি ও চাপ
তাপ
এনট্রপি
চাপ
145. কোনো রেফ্রিজারেটরের COP 3.5 এবং ক্যাপাসিটি 7kW হলে, প্রয়োজনীয় বৈদ্যুতিক শক্তি কত? যদি বৈদ্যুতিক মোটরের দক্ষতা 90% হয়।
222kW
3.33kW
4kW
1.5 kw
146. এয়ারকন্ডিশনিং সিস্টেমে কুলিং টাওয়ার কেন ব্যবহৃত হয়?
কোনো জায়গাকে ঠান্ডা করার জন্য
কোনো জায়গাকে গরম করার জন্য
সিস্টেমের তাপ প্রকৃতিতে ছেড়ে দেয়ার জন্য
কোনোটিই নয়
147. কম্প্রেসরের প্রধান কাজ কী?
কম্প্রেশন করা
ফ্রিজিং করা
কন্ডেনসেশন করা
কোনোটিই নয়
148. ভ্যাকুয়াম পাম্প সাধারণত কেমন?
রেসিপ্রোকেটিং টাইপ
রোটারি টাইপ
সেন্ট্রিফিউগ্যাল টাইপ
একটিও না
149. সাইক্রোমেট্রিক চার্ট কীজন্য ব্যবহৃত হয়?
Air-condition desig
Wet bulb temperature temperature নির্ণয়ে dewpoint
রেফ্রিজারেন্ট-এর গুণাবলি নির্ণয়ে
আর্দ্র বাতাসের বিভিন্ন তথ্য সন্নিবেশন করে
150. পাইরোমিটার (Pyrometer) ব্যবহৃত হয় কেন?
চাপ পরিমাণে
তাপ পরিমাপে
তাপমাত্রা পরিমাপে
বিকিরণ ক্ষমতা (Emissivity) পরিমাণে
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
রেফ্রিজারেশন mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাইরোমিটার হলো একটি রিমোট সেন্সিং খার্মোমিটার, যার খারা কোনো পৃষ্ঠের (Surface) তাপমাত্রা পরিমাপ করা হয়। ফার্নেস (Furnace), ইটের চুল্লি(Kilis) ইত্যাদির উদ্ধ তাপমাত্রা পরিমাপে পাইরোমিটার (Pyrometer) ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
151. Pressure-enthalpy চার্টে, সম্পৃক্ত (Saturation) লাইনের বাঁ-দিকে-
Wet-vapor প্রবাহী
Superheated প্রবাহী
Saturated প্রবাহী
Subcooled প্রবাহী
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
রেফ্রিজারেশন mcq
ব্যাখ্যা: Pressure-enthalphy চার্টের বাঁ দিকে Subcooled region এ ambopoled প্রবাহী এবং ডান দিকে Superheated vapuur region এ Superheated প্রবাহী অবস্থান করে।
152. যে চার্টের মাধ্যমে জলীয় বাষ্পের বিভিন্ন গুণাগুণের বর্ণনা করা হয়, তাকে কী বলে?
ভেপার চার্ট
তাপমাত্রার চার্ট
সাইক্রোমেট্রিক চার্ট
রেফ্রিজারেশন চার্ট
153. নির্দিষ্ট আয়তনের ওয়াটার ভেপারের ভর এবং একই তাপমাত্রায় ও আয়তনের স্যাচুরেটেড ওয়াটার ভেপারের ভরের অনুপাতকে কী বলে?
রিলেটিভ হিউমিডিটি
ডিউ পয়েন্ট
রেফ্রিজারেশন
রেফ্রিজারেন্ট
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
রেফ্রিজারেশন mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো নির্দিষ্ট তাপমাত্রার নির্দিষ্ট আয়তনের বাতাসের যে পরিমাণ জলীয় বাষ্প থাকে এবং ঐ তাপমাত্রায় ঐ আয়তনের বাতাসকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয়, এই দুটির অনুপাতকে তুলনীয় বা আপেক্ষিক আর্দ্রতা বলে।
154. শীতকালে একটি এয়ারকন্ডিশনিং ইউনিট বাতাসকে গরম করতে যে পদ্ধতি অনুসরণ করে, তাকে কী বলা হয়?
আর্দ্রকরণ
শুষ্ককরণ
গরম ও আর্দ্রকরণ
ঠান্ডা ও শুদ্ধকরণ
155. ফ্রিকশন ফ্যাক্টর (Friction factor) কোন চার্ট থেকে পাওয়া যায়?
Psychrometric chart
Mollier diagram
Moody diagram
উপরের কোনোটিই নয়
156. ভ্যাকুয়াম পাম্প ব্যবহার করা হয় কী জন্য—
ইভাকুয়েশন করার জন্য
তৈল চার্জ করার জন্য
গ্যাস চার্জিং-এর জন্য
উপরিউক্ত সব কাজ করার জন্য
157. Psychrometric চার্টে বক্ররেখা (Curved ch line) কী নির্দেশ করে?
শুষ্ক বাল্ব (Dry bulb) তাপমাত্রা
ওয়েট বাল্ব (Wet hulb) তাপমাত্রা
আপেক্ষিক আর্দ্রতা (Relative humidity)
পরম আর্দ্রতা
158. শীতকালে এয়ারকন্ডিশনিং-এর ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতার মান সর্বোচ্চ কত হওয়া উচিত?
90%
70%
60%
40%
159. একক পরিমাণ তিজা সম্পৃক্ত বাষ্পে যে পরিমাণ শুদ্ধ বাষ্প থাকে, তাকে কী বলে?
ড্রাইনেস ফ্র্যাকশন
সম্পৃক্ত স্টিম
অতিপূক্ত সিস্টম
কোনোটিই নয়
160. অটোমোবাইল এয়ারকন্ডিশনিং-এ স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেসরকে চালু এবং বন্ধ করার প্রক্রিয়াকে কী বলে?
সাইক্লিং
থার্মোস্ট্যাটিক
এক্সপানশন
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
রেফ্রিজারেশন mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: অটোমোবাইল বা কার এয়ারকন্ডিশনিং-এ ব্যবহৃত কম্প্রেসর যা স্বয়ংক্রিনরভাবে ম্যাগনেটিক ক্লাচ দ্বারা কম্প্রেসরকে যুক্ত বা বিচ্ছিন্ন করে সিস্টেমকে সাম্যতায় রাখে, তাকে সাইক্লিং কম্প্রেসর বলে।