EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1481. মিলিং কাটার যে দিকে ঘুরে জব ফিড করে সে দিকে ঘুরলে তাকে-- বলে।
আপ মিলিং
প্লেইন মিলিং
ডাউন মিলিং
কোনটিই নয়
ব্যাখ্যা: আপ মিলিং বা কনভেনশনাল মিলিং (Up or Conventional milling) : ওয়ার্কপিস কাটার ঘূর্ণনের বিপরীতে অগ্রসর হয়। যে মিলিং পদ্ধতিতে কার্যবস্তুকে ঘূর্ণায়মান কাটারের গতির বিপরীত দিকে এগিয়ে দেয়া হয় বা ফিড দেয়া হয়, তাকে আপ মিলিং বা কনভেনশনাল মিলিং বলা হয়। আপ মিলিং-এ কাটারের উর্ধ্বগতিতে মাল কাটা হয়। ডাউন মিলিং বা ক্লাইম্ব মিলিং (Down or Climb milling) ওয়ার্কপিস কাটার ঘূর্ণনের অনুকূলে অগ্রসর হয়। যে মিলিং পদ্ধতিতে কার্যবস্তুকে কাটারের গতির দিকে আগিয়ে ফিড দেয়া হয়, তাকে ডাউন বা ক্লাইখ মিলিং বলা হয়। ডাউন মিলিং-এ কাটারের নিম্ন গতিতে মাল কাটা হয়। প্লেইন/প্ল্যাব মিলিং (Plaisirlah milling)ঃকার্যবস্তুতে হবিজন্টাল মিলিং মেশিনে ঘূর্ণায়মান স্ল্যাব বা সিলিন্ড্রিক্যাল কাটার অথবা সাইড অ্যান্ড ফেস মিলিং কাটারের অক্ষের সমান্তরালে সমতল তল মিলিংকরণ প্রক্রিয়াকে প্লেইন বা স্ল্যাব মিলিং বলে।
1482. ধাতু কর্তনের সময় কত ধরনের চিপ উৎপন্ন হয়।
২ ধরনের
৩ ধরনের
৪ ধরনের
৫ ধরনের
ব্যাখ্যা: চিপস (Chips) : মেশিনিং প্রক্রিয়ায় কার্যবস্তুকে সঠিক অকৃতিতে আনার জন্য কার্যবস্তু থেকে যে অতিরিক্ত ধাতু অপসারণ করা হয়, তাকে চিপস বলে।
1483. মিলিং মেশিনে কাটিং টুল আটকানো হয় নিম্নের কোনটি দ্বারা?
স্পিন্ডেল (Spindle)
কলাম (Column)
আরবার (Arbor)
নী (Knee)
1484. ব্যাক র‍্যাক অ্যাঙ্গেলের উদ্দেশ্য কী?
টুলের আয়ুষ্কাল বৃদ্ধি করা
কাটিং পয়েন্টকে রক্ষা করা
ভালো মসৃণতা আনা
তাপ বিস্তৃত করে দেয়া
1485. নেগেটিত র‍্যাক অ্যাঙ্গেল ব্যবহৃত হয় –
সিমেন্টেড কার্বাইড টুলসে
উচ্চ গতির কাটিং অপারেশনে
কঠিন এবং ভঙ্গুর ধাতুর অপারেশনে
সবগুলো
1486. মিলিং মেশিনে অপারেশন করার সময় যদি কাটিং টুলের ফেসকে জবের সারফেস বরাবর ধরা হয়, তাকে --বলে।
আপ মিলিং
ডাউন মিলিং
প্লেইন মিলিং
ফেস মিলিং
ব্যাখ্যা: ফেস মিলিং (Face milling)? ফেস মিলিং কাটার বা প্রান্তে দাঁতবিশিষ্ট কাটারের অক্ষের সাথে সমকোণে কার্যবস্তুতে ভার্টিক্যাল মিলিং মেশিনে ফেস মিলিং করা হয়। সমতল তল মিলিং করাকে ফেস মিলিং বলে।
1487. ডাউন মিলিংকে আরো বলা হয়-
কনভেনশনাল মিলিং (Conventional milling)
ক্লাইম্ব মিলিং (Climb milling)
ফেস মিলিং (Face miling)
এন্ড মিলিং (End milling)
1488. লেদ মেশিনের 40m/min কাটিং স্পিড, জবটির ঘূর্ণন সংখ্যা 1000rpm হলে জবটির ব্যাস কত?
25mm
12.83mm
12.73mm
8 x 10 mm
1489. কোনটি কন্টিনিউয়াস চিপস তৈরির কারণ নয়?
কম পুরুত্বের কাট
উচ্চ কাটিং স্পিড
অধিক ঘনত্ব
বেশি র‍্যাঙ্কে অ্যাজেল
1491. মিলিং কাটার যে দিকে ঘুরে তার বিপরীত দিকে জব ফিড দিলে তাকে-- বলে।
আপ মিলিং
এন্ড মিলিং
ডাউন মিলিং
ফেস মিলিং
1493. জবের উপর মেশিনিং করার জন্য একে 'নির্দিষ্ট পরিমাণে ঘুরানোর পদ্ধতিকে --বলে।
ইনডেক্সিং
টার্নিং
ফেসিং
নার্সিং
1495. ফেস অ্যাঙ্গেল এবং ফ্ল্যাঙ্ক-এর মাঝে থাকে--
ব‍্যাক অ্যাঙ্গেল
ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল
লিপ অ্যাঙ্গেল
পয়েন্ট অ্যাঙ্গেল
1496. ইলেকট্রিক চাকের ব্যবহার ক্ষেত্রে হলো-
বিদ্যুৎ পরিবাহী ম্যাটেরিয়াল আটকানো
অধাতব
প্লাস্টিক
মোম
1497. মিলিং মেশিনে অপারেশন করার সময় যদি কাটিং টুলের পরিধিকে জবের সারফেস বরাবর ধরা হয়, তাকে --বলে।
আপ মিলিং
এন্ড মিলিং
ডাউন মিলিং
ফেস মিলিং
1498. কোন ধরনের ধাতু কাটার সময় Continuous chip তৈরি হয়?
ভঙ্গুর (Brittle)
নমনীয় (Ductile)
কঠিন (Hard)
সব করাটি
1499. সারফেস গ্রাইন্ডারে জবকে ধরার জন্য ব্যবহৃত হয়—
ম্যাগনেটিক চাক
ফোর 'জ' চাক
ইউনিভার্সাল চাক
কলেট 'জ' চাক
1500. একটি ছিদ্রের মধ্য দিয়ে থ্রেড (Thread) কাটিয়ে ব্যবহৃত হয়-
ডাই (Die)
থ্রেডেড ইনসার্ট (Threaded insert)
ট্যাপ (Tap)
লেদ ( Lathe)