Image
MCQ
304. লুপ টেস্টের সময় ত্রুটিযুক্ত ক্যাবলের পাশাপাশি কাট সুস্থ বা ভালো ক্যাবল থাকা প্রয়োজন?
শুধুমাত্র একটি
কমপক্ষে তিনটি
অন্ততপক্ষে দুটি
একটিও না
305. ট্রান্সমিশন লাইনের ভেলোসিটি ফ্যাক্টর-
সর্বদাই একের চেয়ে বেশি হয়
চারদিকের মাধ্যমের পারনিটিভিটির উপর নির্ভর করে
বায়ু সাধনের জন্য কম হয়
স্কিন-ইফেক্ট দ্বারা পরিচালিত হয়
306. যদি conductor এর ব্যাস বাড়ানো হয়, তবে লাইনের ইন্ডাকট্যান্স-
বাড়বে
বেশি বাড়বে
কমবে
অপরিবর্তিত থাকবে
307. লুপ টেস্ট করা হয়-
শুধুমাত্র গ্রাউন্ড ফন্ট নির্ণয়ের জন্য
শুধুমাত্র শর্টসার্কিট ফল্ট নির্ণয়ের জন্য
শুধুমাত্র ওপেন সার্কিট ফল্ট নির্ণয়ের জন্য
গ্রাউন্ড এবং শর্টসার্কিট ফল্ট নির্ণয়ের জন্য
308. ৫০০/২০০ ভোল্ট, ৫ কে.ভি.এ একটি ট্রান্সফরমারের দ্বিতীয়াতে ৮০ টার্ন আছে। প্রথমটিতে টার্নের সংখ্যা-
১০০
২০০
১৫০
২৫০
310. ব্ল‍্যাভিয়ার টেস্টের সাহায্যে ক্যাবলের কোন ফল্ট নির্ণয় করা হয়?
আর্থ ফল্ট
ওপেন সার্কিট ফন্ট
ক্রস-কানেকশন ফল্ট
শর্টসার্কিট ফল্ট
311. যদি ইন্ডাকশন মোটরের সিনক্রোনাস গতি এর প্রকৃত গতির সমান হয়, তবে উৎপন্ন টর্ক হবে-
ইউনিটি
অসীম
শূন্য
কোনোটিই নয়
313. ৩ ফেজ ৬ পোল বিশিষ্ট একটি অল্টারনেটর ১০০০ আর.পি.এম গতিতে ঘুরে ৩ ফেজ, ৮ পোল বিশিষ্ট একটি ইন্ডাকশন মোটরের সরবরাহ দিচ্ছে। কারেন্টের ফ্রিকুয়েন্সি-
১.৫ হার্টজ
৫০ হার্টজ
১৫ হার্টজ
২৫ হার্টজ
315. যদি শান্ট ক্যাপাসিট্যান্স কমানো হয় তবে স্ট্রিং ইফিসিয়েন্সি-
বাড়বে
বেশি বাড়বে
কমবে
অপরিবর্তিত থাকবে
317. ট্রান্সফরমার অয়েলের থাকা প্রয়োজন-
লো-ভিসকোসিটি
উচ্চ ভিসকোসিটি
কিছু পরিমাণ জলকণা
কিছু পরিমাণ মালঞ্চ