MCQ
321. আর্থিক সাশ্রয়ের জন্য ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ কেমন হওয়া উচিত?
High
Medium
Low
Very low
322. ট্রান্সমিশনের জন্য সবেচেয়ে ভালো পদ্ধতি কোনোটি?
AC
DC
উভয়টি
কোনোটিই নয়
323. লাইনের সার্জ ভোল্টেজ নিবারণে কী ব্যবহৃত হয়?
লাইটনিং অ্যারেস্টার
বুখলজ রিলে
কোনোটিই নয়
যে-কোনোটি
324. 4:1 এর SWR যদি একটি লাইনে থাকে, তবে এর পার্সেন্টেজ রিফ্লেকটেড পাওয়ার কত হবে?
36%
60%
40%
66.67%
325. করোনা লস কমানোর জন্য কী ধরনের কন্ডাক্টর ব্যবহার করা হয়?
ACSR
টুইন ক্যাবল
এরিয়াল
কো-এক্সিয়াল
326. সেফটি ফ্যাক্টরের সর্বনিম্ন মান কত?
2
3
5
7
327. স্বল্পদীর্ঘ Transmission line-এ কখন গ্রহণ প্রান্তের Voltage প্রেরণ প্রান্তের Voltage এর চেয়ে বেশি হয়?
রেজিস্টিভ
ইন্ডাক্টিভ
ক্যাপাসিটিভ
ফ্যান
328. কোন লুপ টেস্টে পরিবর্তনশীল রেজিস্টর লাগে?
মারি লুপ
ব্লাভিয়ার
ভারলি লুপ
ইন্ডাকশন
329. সাধারণত কোনো দূরত্বে পাওয়ার ট্রান্সমিশনের জন্য কী ধরনের হাই-ভোল্টেজ প্রয়োজন?
AC
career
DC
half-wave ractified
330. ক্যাপাসিট্যান্সের প্রভাব কোন লাইনে ধরতে হয়?
স্বল্পদৈর্ঘ্য
উচ্চ দৈর্ঘ্য
মধ্যম
মধ্যম ও উচ্চ দৈর্ঘ্য
331. HVDC ব্যবস্থায় ন্যূনতম কয়টি পজিটিভ পোল থাকে?
১টি
৩টি
২টি
৪টি
332. ফ্রিকুয়েন্সি উঠানামার হার কত?
1%
2.5%
2%
3%
333. পাওয়ার ফ্যাক্টর দারুণভাবে হ্রাস পেলে লাইনে কারেন্ট প্রবাহিত হয়--
ল্যাগিং
অপরিবর্তনীয়
লিডিং
যে-কোনোটি
334. ট্রান্সমিশন লাইনের চার্জিং কারেন্ট লাইন লস-
বৃদ্ধি করে
হ্রাস করে
স্থির রাখে
কোনোটিই নয়
335. HVDC ব্যবস্থায় নেগেটিভ পোলের পরিবর্তে কী ব্যবহার করা হয়?
আর্থ রিটার্ন
কেজ
আর্থ
নিউট্রন
336. ফেরান্টি ইফেক্ট লাইনের জন্য-
ভালো
কিছুই না
ক্ষতিকর
যে-কোনোটি
337. 4:1 এর SWR যদি একটি লাইনে থাকে, তবে লোড কর্তৃক গৃহীত পার্সেন্টেজ পাওয়ার কত হবে?
33.3%
60%
40%
64%
338. কোন ধরনের Test-এ ক্যাবলের দৈর্ঘ্য জানার প্রয়োজন হয় না?
ব্ল্যাভিয়ার টেস্টের ক্ষেত্রে
মারি লুপ
ভারলি লুপ
ইন্ডাকশন
339. DC পরিবহন ব্যবস্থায় থাইরেট্রনের কাজ কী?
AC
DC
AC to DC
DC to AC
340. করোনার ফলে লাইনে কী লস হয়?
পাওয়ার
ভোল্ট
কারেন্ট
এনার্জি