EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
121. ম্যাগনেটিক ফ্লাক্সের একক-
ওয়েবার/মিটার
ওয়েবার
অ্যাম্পিয়ার-টার্ন
নিউটন/ওয়েবার
ব্যাখ্যা: We know, BA = Txm² = Wb Where, T = Tesla = N/Am
122. রিলাকট্যান্স নির্ণয় করা হয়-
μL/A
L/μΑ
μΑ /L
A/ μL
ব্যাখ্যা: রিলাকট্যান্স R = mmf/ꝕ = NI/ ꝕ = L / μΑ যেখানে, L= Length of the magnetic path (m) µ = Permeability of the magnetic material A = Cross section area (m²)
123. ওয়েবার/বর্গমিটার হলো-
ফ্লাক্স ডেনসিটির একক
ম্যাগনেটিক ফ্লাক্সের একক
ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটির একক
ম্যাগনেটোমোটিভ ফোর্সের একক
ব্যাখ্যা: ফ্লাক ডেনসিটি B =Ꝕ/A Wb/m²
124. প্লাটিনাম একটি- পদার্থ।
প্যারাম্যাগনেটিক
ডায়াম্যাগনেটিক
চৌম্বক
অচৌম্বক
ব্যাখ্যা: প্যারাম্যাগনেটিক পদার্থ: ammonium alum (66), Uranium (66), Platinum (26), tungsten (6.8), cesium (5.1), aluminum (2.2), Lithium (1.4)
125. একটি চৌম্বক উৎস কর্তৃক উৎপাদিত চৌম্বকক্ষেত্রের সমষ্টিকে বলা হয়-
চৌম্বকক্ষেত্র
চৌম্বক বলরেখা
ম্যাগনেটিক ইনটেনসিটি
ম্যাগনেটিক ফ্লাক্স
ব্যাখ্যা: একটি চুম্বক উৎস কর্তৃক উৎপাদিত চুম্বক ক্ষেত্রের সমষ্টিকে ম্যাগনেটিক ফ্লাক্স বলে। ম্যাগনেটিক ফ্লাক্সের একক ওয়েবার (weber)। গ্রিক অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। 1 weber = 10 lines.
126. একটি চৌম্বকক্ষেত্রের যে-কোনো স্থানে একটি বিচ্ছিন্ন উত্তর মেরু স্থাপন করলে যে বল অনুভূত হয়, তাকে বলা হয়-
ম্যাগনেটিক ইনটেনসিটি
ম্যাগনেটোমোটিভ ফোর্স
ম্যাগনেটিক ফ্লাক্স
ফ্লাক্স ডেনসিটি
127. প্রতি একক ম্যাগনেটোমোটিভ ফোর্সের জন্য উৎপাদিত ফ্লাক্সকে বলে চুম্বক পথের-
পারমিয়্যাবিলিটি
পারমিয়্যান্স
ফিল্ড ইনটেনসিটি
রিলেটিভ পারমিয়্যাবিলিটি
ব্যাখ্যা: পারমিয়্যান্স (P) = B/H যেখানে, B = Magnetic field H = Magnetic field intensity
128. ম্যাগনেটিক সার্কিটের মধ্য দিয়ে ফ্লাক্স চালিত করার ঝোঁক বা প্রবণতাকে বলে-
Emf
mmf
ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটি
পারমিয়্যাবিলিটি
ব্যাখ্যা: ইলেকট্রিক সার্কিটে ভোল্টেজের কারণে কারেন্ট প্রবাহিত হয়। তেমনি Magnetomotive force (mmf) কারণে ম্যাগনেটিক ফ্লাক্স চালিত হয়। mmf = NI.
129. কোনো কোনো পদার্থের নিকট শক্তিশালী চুম্বক আনলে সামান্য আকর্ষণ করে। সে ধরনের পদার্থকে বলা হয়-
চৌম্বক পদার্থ
অচৌম্বক পদার্থ
প্যারাম্যাগনেটিক পদার্থ
ডায়াম্যাগনেটিক পদার্থ
ব্যাখ্যা: যে পদার্থসমূহ চুম্বক ক্ষেত্র দ্বারা দুর্বলভাবে আকর্ষিত হয় তাকে প্যারাম্যাগনেটিক পদার্থ বলে।
130. ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটির একক-
ওয়েবার/মিটার
গজ
ম্যাক্সওয়েল
অ্যাম্পিয়ারটার্ন/মিটার
ব্যাখ্যা: ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটি ।।= NI/L = অ্যাম্পিয়ার টার্ন/মিটার যেখানে, N = No of turns I = কারেন্ট L = মিটার
131. ম্যাগনেটিক ফ্লাক্সের পথ বরাবর প্রতি একক দৈর্ঘ্যের ম্যাগনেটোমোটিভ ফোর্সকে বলে-
ফিল্ড ইনটেনসিটি
mmf
ফ্লাক্স ডেনসিটি
Emf
ব্যাখ্যা: ম্যাগনেটিক ফ্লিট ইনটেনসিটি = mmf/ L
132. ডায়াম্যাগনেটিক পদার্থসমূহ-
চুম্বক কর্তৃক দুর্বলভাবে বিকর্ষিত হয়
অত্যন্ত ভালো ইন্সুলেশন
চৌম্বক মনোপোল
চৌম্বক পদার্থ এবং সিসার সঙ্কর ধাতু
ব্যাখ্যা: যেসব পদার্থ খুব শক্তিশালী কোন চৌম্বকক্ষেত্রের মধ্যে স্থাপন করলে ঐ সকল পদার্থে ক্ষীণ চৌম্বকত্ব দেখা যেতে পারে, তাদের ডায়াম্যাগনেটিক বলে। যেমন- পানি, তামা, বিসমাথ, অ্যান্টিমনি।
133. প্রতি একক ক্ষেত্রফল ফ্লাক্সের পরিমাণকে বলে-
ফিল্ড ইনটেনসিটি
ফ্লাক্স ডেনসিটি
পারমিয়্যাবিলিটি
রিলেটিভ পারমিয়্যাবিলিটি
ব্যাখ্যা: ফ্লাক্স ডেনসিটি B = Ꝕ/A
134. ফ্লেমিং-এর বামহস্ত বিধি প্রয়োগ করা হয়-
জেনারেটরের ক্ষেত্রে
মোটরের ক্ষেত্রে
ট্র্যান্সফরমারের ক্ষেত্রে
কনভার্টারের ক্ষেত্রে
ব্যাখ্যা: জেনারেটরের ক্ষেত্রে ফ্লেমিং-এর ডানহস্ত বিধি প্রয়োগ করা হয়। মোটরের ক্ষেত্রে ফ্লেমিং-এর বামহন্ত বিধি প্রয়োগ করা হয়।
135. অনির্দিষ্টকালের জন্য চৌম্বক গুণাবলি ধরে রাখতে পারে যে পদার্থ, তা হলো-
নরম লোহা
কঠিন ইস্পাত
দস্তা
প্লাটিনাম
ব্যাখ্যা: যেসব পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যাদের চুম্বকে পরিণত করা যায় তাদের চৌম্বক পদার্থ বলে। যেমন- লোহা, লোহার যৌগ, নিকেল, কোবাল্ট, ইস্পাত লোহার তুলনায় দৃঢ়তর।
136. পারদ- একটি পদার্থ।
প্যারাম্যাগনেটিক
ডায়াম্যাগনেটিক
চৌম্বক
অচৌম্বক
ব্যাখ্যা: Diamagnetic Elements : Bismuth, Mercury, Silver, Carbon, Lead, Copper.
137. স্বর্ণ একটি-
প্যারাম্যাগনেটিক পদার্থ
ডায়াম্যাগনেটিক পদার্থ
ফেরো চৌম্বক পদাথ
অচৌম্বক পদার্থ
ব্যাখ্যা: যেসব পদার্থকে চৌম্বকক্ষেত্রে স্থাপন করা হলে চুম্বাকায়নকারী ক্ষেত্রের দিকে শক্তিশালী চুম্বকত্ব লাভ করে তাদেরকে ফেরোচৌম্বকীয় পদার্থ বলে। যেমন- লোহা, নিকেল, কোবাল্ট, গোল্ড।
138. কারেন্ট বহনকারী পরিবাহীর উপর ক্রিয়াশীল বল-
BVIL
VIL
BIL
BLV
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্রিয়াশীল F = BIL যেখানে, F = Force, I= Current B= Magnetic Field, L = Length of conductor
139. এমকেএস (MKS) পদ্ধতিতে অ্যাম্পিয়ার টার্ন/ওয়েবার-
mmf-এর একক
পারমিয়্যাবিলিটির একক
ফিল্ড ইনটেনসিটির একক
রিলাকট্যান্সের একক
ব্যাখ্যা: রিলাকট্যান্স = mmf/ꝕ = NI/ꝕ = ampere-turns/Weber
140. একটি চুম্বকের চারদিকে যতটুকু স্থান জুড়ে ঐ চুম্বকের প্রভাব বিদ্যমান থাকে, ঐ স্থানকে বলা হয়-
চৌম্বক বলরেখা
ম্যাগনেটিক ফ্লাক্স
চৌম্বকক্ষেত্র
ম্যাগনেটিক ইনটেনসিটি
ব্যাখ্যা: একটি চুম্বকের চারপাশে যে স্থান জুড়ে এর প্রভাব পরিলম্বিত হয় তাই চৌম্বকক্ষেত্র।