MCQ
2561. পাঠের বর্জনকৃত অংশ নির্দেশে ব্যবহৃত হয়-
'-চিহ্ন
... চিহ্ন
()-চিহ্ন
"" চিহ্ন
2562. জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের পরে বসে ?
দাঁড়ি
সেমিকোলন
কোলন
কমা
2563. বাংলা ভাষার আদিরূপ ?
সংস্কৃত
প্রাকৃত
চর্যাপদ
পালি
2564. বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য কোন বিরাম চিহ্ন বসে?
কোলন
হাইফেন
উদ্ধরণ চিহ্ন
সেমিকোলন
2565. 'হায় এ আমার কী হল' বাক্যটিতে পর্যায়ক্রমে বিরামচিহ্ন বসবে-
বিস্ময়সূচক, প্রশ্নবোধক
কমা, বিস্ময়সূচক
বিস্ময়সূচক, দাঁড়ি
বিস্ময়সূচক, বিস্ময়সূচক
2566. বাক্যের পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয় ?
কোলন
হাইফেন
দাঁড়ি
সেমিকোলন
2567. সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন বিরামচিহ্ন বসে ?
কোলন
কমা
সেমিকোলন
বিন্দু
2568. 'বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে'। এ মতের প্রবক্তা কে?
জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ড. সুকুমার সেন
2569. বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে?
সংস্কৃত
প্রাকৃত
পালি
অপভ্রংশ
2570. কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়?
দাঁড়ি
প্রশ্নচিহ্ন
কোলন
বিস্ময়চিহ্ন
2571. বাংলা ভাষার মূল উৎস কোনটি / বাংলা ভাষার পূববর্তী স্তরের নাম কী?
কানাড়ি ভাষা
হিন্দি ভাষা
বৈদিক ভাষা
প্রাকৃত ভাষা
2572. 'প্রাকৃত' শব্দটির অর্থ-
প্রকৃত
যা করা হয়েছে
যথার্থ
স্বাভাবিক
2573. বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যববহৃত হয়?
ধাতু বোঝাতে
ব্যাখ্যামূলক
অর্থমূলক
উৎপন্ন বোঝাতে
2574. ইন্দো-ইউরোপীয় ভাষার কয়টা শাখা?
১টি
৩টি
২টি
৪টি
2575. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে?
মাগধী প্রাকৃত
মহারাষ্ট্রী প্রাকৃত
গৌড়ীয় প্রাকৃত
অর্ধ মাগধী প্রাকৃত
2576. হাইফেন'কে বাংলায় কী বলে?
সংকোচ চিহ্ন
বিয়োজক চিহ্ন
সংক্ষেপণ চিহ্ন
সংযোগ চিহ্ন
2577. কোন যতিচিহ্নটি অল্প বিরতি বোঝাতে ব্যবহৃত হয়?
কমা
হাইফেন
কোলন
সেমিকোলন
2578. বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে?
সংস্কৃত
হিন্দি
গৌড়ীয় প্রাকৃত
আসামি
2579. শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরামচিহ্ন বসে?
সেমিকোলন
বিন্দু
কমা
কোলন
2580. বাংলা সাহিত্যে দাঁড়ি, কমা, কোলন ইত্যাদির ব্যবহার সর্বপ্রথম কে করেন?
প্যারীচাঁদ মিত্র
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মাইকেল মধুসূদন দত্ত
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়