Image
MCQ
5161. ‘হরতাল’ কোন ভাষা থেকে আগত শব্দ?
পর্তুগিজ
হিন্দি
গুজরাট
ফরাসি
5162. 'জগদ্দল পাথর' বাগধারাটির অর্থ কী?
অমূল্য বস্তু
গুরুভার
জটিল অবস্থা
নিন্দিত
কোনোটিই না
5163. 'ভূষণ্ডির কাক' কথাটির অর্থ কি?
ষড়যন্ত্রকারী
দীর্ঘ প্রতিক্ষামাণ
দীর্ঘায়ু ব্যক্তি
অপ্রয়োজনীয় ব্যক্তি
5164. অভিপ্রেত
জটিল
অভিযুক্ত
ভয়ঙ্কর
আকাংক্ষিত
কোনোটিই নয়
5165. কুহেলী-
কুয়াশা
রাত্রি
ঢেউ
চাদর
5166. ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ-বিপর্যয়-এর দৃষ্টান্ত?
রতন
কবাট
পিচাশ
মুলুক
5167. বর্তমান বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
কামরুল হাসান
শিব নারায়ন দাস
এ এন সাহা
খুরশেদ আলী খান
5168. নিচের কোনটি যৌগিক বাক্য?
দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেওয়া হবে না
তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন
মহৎ মানুষ বলে সবাই তাকে সম্মান করেন
ছেলেটি চঞ্চল তবে মেধাবী
5169. শব্দের সঠিক বানান নির্ণয় করুন:
দুরাবস্থা
দূরাবস্থা
দুরবস্থা
দূরবস্থা
5170. ব্যত্যয়
ব্যতিক্রম
বন্ধুত্ব
অপ্রয়োজনীয়
অন্ধকার
5171. শকট
গাড়ী
মাছ
ময়ূর
গরু
কোনোটিই নয়
5172. লেফাফা
বালতি
মোড়ক
চিঠি
শাবল
5173. শব্দের সঠিক বানান নির্ণয় করুন:
পীড়াপিড়ি
পিড়াপিড়ি
পীড়াপীড়ি
পীড়াপিড়ী
কোনোটিই নয়
5174. কোনটি ‘জিগীষা’র সম্প্রসারিত প্রকাশ?
জানিবার ইচ্ছা
জয় করিবার ইচ্ছা
হনন করিবার ইচ্ছা
যুদ্ধ করিবার ইচ্ছা
5175. নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?
আমি কারও সাতেও নেই, সতেরোতেও নেই
আপনি স্বপরিবারে আমন্ত্রিত
তার দু’চোখ অশ্রুতে ভেসে গেল
সারা জীবন ভূতের মজুরি খেটে মরলা,
5176. এক কথায় প্রকাশ করুন: "যার কোনো কিছু থেকেই ভয় নেই"
অকুতোভয়
অতুলনীয়
অপ্রতর্ক
নৈয়ায়িক
5177. নৃপতি-
রাজা
স্বামী
নাপিত
মাতবর
কোনোটিই নয়
5178. মন্থর
ঢেউ
আকাশ
ধীর
স্বাপদ
কোনোটিই নয়
5179. ‘অর্ধচন্দ্র’ কথাটির অর্থ –
অমাবস্যা
গলাধাক্কা দেওয়া
কাছে টানা
কাস্তে
5180. বদান্যতা-
ঔদার্য্য
ব্যথা
বদ মতলব
বাজে কাজ