Image
MCQ
1021. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
শেষ প্রশ্ন
শেষ কথা
গীতাঞ্জলি
শেষের কবিতা
1022. বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শেষ প্রশ্ন'
রবীন্দ্রনাথ ঠাকুরের 'চোখের বালি'
কাজী নজরুল ইসলামের 'কুহেলিকা'
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কপালকুণ্ডলা'
1023. 'তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার / জনমে জনমে যুগে যুগে অনিবার।' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?
অনন্ত প্রেম
উপহার
ব্যক্ত প্রেম
শেষ উপহার
1024. যোগাযোগ' উপন্যাসের রচয়িতা কে?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঈশ্বরচন্দ্র গুপ্ত
বনফুল
রবীন্দ্রনাথ ঠাকুর
1025. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৃত্যনাট্য কোনটি?
তাসের দেশ
রক্তকরবী
চণ্ডালিকা
ডাকঘর
1026. রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্যকাব্য কোনটি?
পুনশ্চ
বলাকা
ক্ষণিকা
সোনারতরী
1027. 'মা আমার ছুটি হয়েছে, আমি বাড়ি যাচ্ছি'- কোন গল্পের উদ্ধৃতি?
শাস্তি
মহেশ
ছুটি
ফটিক
1028. নিচের কোন গ্রন্থটি অন্যদের থেকে আলাদা?
সোনার তরী
মানসী
দোলন চাঁপা
শেষের কবিতা
1029. 'ব্যক্ত প্রেম' ও 'গুপ্ত প্রেম' কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
খেয়া
কল্পনা
মানসী
সোনার তরী
1030. বাংলাদেশের জাতীয় সংগীত "আমার সোনার বাংলা আমি তোমায় ..." রচিত হয় বাংলা কোন সনে?
১৩১০
১৩১২
১৩১৫
১৩১৪
1031. 'চিত্রা' রবীন্দ্রনাথের একটি-
উপন্যাস
প্রবন্ধ
নাটক
কাব্যগ্রন্থ
1032. 'অভীক' রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক?
নষ্টনীড়
রবিবার
নামঞ্জুর গল্প
ল্যাবরেটরি
1033. 'ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু' গানটির রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
হাছন রাজা
লালন শাহ
1034. 'অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে'- এখানে 'ছায়া' বলতে কী বোঝানো হয়েছে?
জন্মভূমির আশ্রয়
মায়ের কোল
জন্মভূমির প্রকৃতি
গাছের ছায়া
1035. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
অগ্নিবীণা
চিত্রা
সোনার তরী
বলাকা
1036. ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রথম বক্তৃতা করেন-
১৯২৬ সালের ১০ ফেব্রুয়ারি
১৯২৮ সালের ১০ এপ্রিল
১৯৩০ সালের ১০ মে
১৯৩২ সালের ১০ আগস্ট
1037. 'মরণ রে তুই মম শ্যাম সমান।' পঙ্ক্তিটির রচয়িতা-
বিদ্যাপতি
রবীন্দ্রনাথ ঠাকুর
গোবিন্দদাস
কৃষ্ণদাস কবিরাজ
1038. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয়?
রক্তকরবী
ডাকঘর
পুনশ্চ
চিত্রাঙ্গদা
1039. বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতার নাম কী?
রবীন্দ্রনাথ ঠাকুর
শামসুর রাহমান
কাজী নজরুল ইসলাম
আল মাহমুদ
1040. 'মানসী' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
মাইকেল মধুসূদন দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
জীবনানন্দ দাশ