Image
MCQ
1561. 'জয় বাংলা, বাংলার জয়' গানটির সুরকার কে?
গাজী মাজহারুল আনোয়ার
আলতাফ মাহমুদ
আনোয়ার পারভেজ
সমর দাস
1562. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির সুরকার কে?
আব্দুল গাফফার চৌধুরী
আলতাফ মাহমুদ
আব্দুল লতিফ
সমর দাস
1563. 'ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়' গানটির রচয়িতা ও সুরকার হলেন শিল্পী-
আব্দুল লতিফ
আবদুল করিম
লুৎফর রহমান
হাসান আলী
1564. 'নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়' গানটির গীতিকার কে?
সত্যব্রত বিশ্বাস
নচিকেতা ঘোষ
গৌরিপ্রসন্ন মজুমদার
হেমন্ত মুখোপাধ্যায়
1565. 'আমি কোথায় পাব তা'রে, আমার মনের মানুষ যে রে'- গানের রচয়িতা কে?
গগন হরকরা
আউল চাঁদ
হাসন রাজা
রামপ্রসাদ
1566. 'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা' গানটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
ডি.এল রায়
কাজী নজরুল ইসলাম
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
1567. সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কী?
গ্রামবার্তা
মাসিক পত্রিকা
বঙ্গদর্শন
সংবাদ প্রভাকর
1568. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি'- গানটি কে রচনা করেন?
মুনীর চৌধুরী
আবদুল গাফফার চৌধুরী
জহির রায়হান
কাজী নজরুল ইসলাম
1569. 'মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি' গানটির শিল্পী কে?
আব্দুল জব্বার
সৈয়দ আব্দুল হাদি
আপেল মাহমুদ
খুরশীদ আলম
1570. 'দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার' গানটির রচয়িতা কে?
সুকান্ত ভট্টাচার্য
কাজী নজরুল ইসলাম
জসীমউদ্দীন
নির্মলেন্দু গুণ
1571. 'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' গানটির গীতিকার কে?
গোবিন্দ হালদার
নজরুল ইসলাম বাবু
রমজান আলী
মোঃ মনিরুজ্জামান
1572. 'একুশে ফেব্রুয়ারি'র বিখ্যাত গানটির সুরকার কে?
সুবীর সাহা
সুধীর দাস
আলতাফ মামুন
আলতাফ মাহমুদ
1573. 'বঙ্গদর্শন' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
প্যারীচাঁদ মিত্র
রবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রমথ চৌধুরী
1574. 'আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই..... গানের সুরকার ও গীতিকার কে?
নচিকেতা ঘোষ
মাহমুদুর রহমান
প্রতুল মুখোপাধ্যায়
গৌরিপ্রসন্ন মজুমদার
1575. 'এক নদী রক্ত পেরিয়ে' গানটির গীতিকার কে?
আব্দুল গাফফার চৌধুরী
মনিরুজ্জামান মনির
নজরুল ইসলাম বাবু
খান আতাউর রহমান
1576. 'মাগো ভাবনা কেন, / আমরা তোমার শান্তিপ্রিয়'- মুক্তিযুদ্ধ বিষয়ক গানটির রচয়িতা / গীতিকার কে?
গৌরিপ্রসন্ন মজুমদার
খলিল চৌধুরী
রজনীকান্ত সেন
দ্বিজেন্দ্রলাল রায়
1577. 'কালপুরুষ' কোন লেখকের ছদ্মনাম?
সমরেশ বসু
জীবনানন্দ দাশ
রাজশেখর বসু
আলী আহসান
1578. 'মোদের গরব মোদের আশা / আ'মরি বাঙলা ভাষা' রচয়িতা কে?
দ্বিজেন্দ্রলাল রায়
রজনীকান্ত সেন
অতুল প্রসাদ
সজনী কান্ত
1579. 'শোন একটি মুজিবরের থেকে' গানটির গীতিকার কে?
অংশুমান রায়
আপেল মাহমুদ
আলতাফ মাহমুদ
গৌরীপ্রসন্ন মজুমদার
1580. 'সংবাদ প্রভাকর' পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
নজরুল ইসলাম
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র গুপ্ত