Image
MCQ
801. 'রঞ্জন' চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের?
বিসর্জন
মুক্তধারা
রক্তকরবী
ডাকঘর
802. আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?
খাগড়াছড়ি জেলায়
রাঙামাটি জেলায়
বান্দরবান জেলায়
কক্সবাজার জেলায়
803. ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র?
কমলাকান্ত
লোকরহস্য
মুচিরাম গুড়ের জীবনচরিত
যুগলাঙ্গুরীয়
804. কোন উপজাতিটির আবাসস্থল 'বিরিশিরি' নেত্রকোনায়?
সাঁওতাল
গারো
খাসিয়া
মুরং
805. ACI কোড অনুসারে Beam-এ Minimum bending ty reinforcement কত?
fy/200
200/fy
fy/100
100/fy
806. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
৩টি
৪টি
৫টি
৬টি
807. স্বর্ণকুমারী দেবীর পিতার নাম-
দ্বারকানাথ ঠাকুর
রথীন্দ্রনাথ ঠাকুর
দেবেন্দ্রনাথ ঠাকুর
প্রমথ চৌধুরী
808. বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয়?
IDA credit-এর মাধ্যমে
IMF-এর bailout package-এর মাধ্যমে
প্রবাসীদের পাঠানো remittance-এর মাধ্যমে
বিশ্বব্যাংকের budgetary support-এর মাধ্যমে
809. স্টিভ চেন ও চাড হারলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব (You Tube) প্রতিষ্ঠা করেন?
জাবেদ করিম
ফজলুল করিম
জাওয়াদুল করিম
মঞ্জুরুল করিম
810. সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব-
অস্তিত্ববাদ
অভিকব্যক্তিবাদ
পরাবাস্তববাদ
দ্বৈতাদ্বৈতবাদ
811. 'পৃথক পালঙ্ক' কাব্যগ্রন্থের কবি-
রফিক আজাদ
আবুল হোসেন
আল মাহমুদ
আবুল হাসান
812. 'নাম রেখেছি কোমল গান্ধার' কাব্যের রচয়িতা-
রবীন্দ্রনাথ ঠাকুর
অমিয় চক্রবর্তী
বিষ্ণু দে
প্রেমেন্দ্র মিত্র
813. দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদক-
জশুয়া মার্শম্যান
ডেভিড হেয়ার
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মাইকেল মধুসূদন দত্ত
814. কোন বাংলা গানকে ইউনেস্কো Heritage of Humanity অভিধায় ভূষিত করেছে?
রবীন্দ্র সংগীত
ভাটিয়ালি গান
নজরুল সংগীত
বাউল গান
815. 'ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ'- গানটির রচয়িতা-
কাজী নজরুল ইসলাম
গোলাম মোস্তফা
জসীমউদ্দীন
আব্বাস উদ্দীন আহমদ
816. শামসুর রাহমানের রচিত উপন্যাস-
রৌদ্র করোটিতে
প্রেম একটি লাল গোলাপ
পতঙ্গ পিঞ্জর
অদ্ভুত আঁধার এক
817. 'রত্নপরীক্ষা' গ্রন্থের রচয়িতা-
রামমোহন রায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
অক্ষয়কুমার দত্ত
রাধানাথ শিকদার
818. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
রাঙামাটি
খাগড়াছড়ি
বান্দরবান
সিলেট
819. কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে?
জ্যোতিপ্রকাশ দত্ত
রিজিয়া রহমান
শহীদুল জহির
দিলারা হাশেম
820. চণ্ডীচরণ মুন্সী কে?
শ্রীরামপুর মিশনের লিপিকার
সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক
কেরী সাহেবের মুন্সী গ্রন্থের রচয়িতা
ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত