EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
801. 'ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ'- গানটির রচয়িতা-
কাজী নজরুল ইসলাম
গোলাম মোস্তফা
জসীমউদ্দীন
আব্বাস উদ্দীন আহমদ
802. বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয়?
IDA credit-এর মাধ্যমে
IMF-এর bailout package-এর মাধ্যমে
প্রবাসীদের পাঠানো remittance-এর মাধ্যমে
বিশ্বব্যাংকের budgetary support-এর মাধ্যমে
ব্যাখ্যা: বাংলাদেশের রপ্তানির তুলনায় আমদানি বেশি হওয়ায় বৈদেশিক বাণিজ্যের লেনদেন ভারসাম্য দেশের বিপক্ষে থাকে। এক্ষেত্রে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স বাণিজ্য ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০২০-২১ অর্থবছরে সাময়িক হিসাবে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্যে ১৭,২২৭ মিলিয়ন মার্কিন ডলার ঘাটতি ছিল এবং এ সময় রেমিট্যান্স প্রাপ্তির পরিমাণ ছিল ২০,৪৬৩ মিলিয়ন মার্কিন ডলার। ফলে দেশের বৈদেশিক লেনদেনের সার্বিক ভারসাম্যে ৭,৪৯৮ মিলিয়ন মার্কিন ডলার উদ্বৃত্ত সৃষ্টি হয়।
803. আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?
খাগড়াছড়ি জেলায়
রাঙামাটি জেলায়
বান্দরবান জেলায়
কক্সবাজার জেলায়
ব্যাখ্যা: পার্বত্য জেলা খাগড়াছড়ির দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- আলুটিলা গুহা, রিছাং ঝরনা, হর্টিকালচার পার্ক, মায়াবিনী লেক, শান্তিপুর অরণ্য কুটির ইত্যাদি। খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় সমুদ্র সমতল থেকে ৩০০০ ফুট উচ্চতাবিশিষ্ট আলুটিলা বা আরবারী পাহাড়ে আলুটিলা গুহা অবস্থিত। এ গুহাটি খুবই অন্ধকার ও শীতল, যার তলদেশে রয়েছে প্রবহমান ঝরনা।
804. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
রাঙামাটি
খাগড়াছড়ি
বান্দরবান
সিলেট
ব্যাখ্যা: পাহাড়, নদী ও ঝরনার মিলনে অপরূপ সুন্দর একটি জেলা বান্দরবান। বান্দরবান- কেরানীহাট সড়কের পাশে হলুদিয়া নামক স্থানে ২৫ একর জায়গা জুড়ে সৃষ্ট কৃত্রিম জলাশয়ের নাম 'প্রান্তিক হ্রদ'। নানা প্রজাতির গাছগাছালিতে ভরপুর অপূর্ব সুন্দর এ হ্রদটিতে রয়েছে উন্মুক্ত মাটির মঞ্চ, বিশ্রামাগার, পিকনিক স্পট, উঁচু গোল ঘর ইত্যাদি।
805. 'পৃথক পালঙ্ক' কাব্যগ্রন্থের কবি-
রফিক আজাদ
আবুল হোসেন
আল মাহমুদ
আবুল হাসান
806. স্বর্ণকুমারী দেবীর পিতার নাম-
দ্বারকানাথ ঠাকুর
রথীন্দ্রনাথ ঠাকুর
দেবেন্দ্রনাথ ঠাকুর
প্রমথ চৌধুরী
807. কোন উপজাতিটির আবাসস্থল 'বিরিশিরি' নেত্রকোনায়?
সাঁওতাল
গারো
খাসিয়া
মুরং
ব্যাখ্যা: বাংলাদেশের অন্যতম উপজাতি গারো। ময়মনসিংহ জেলার গারো পাহাড়ি এলাকায় এদের মূল ঘাঁটি। তাছাড়া শেরপুর, নেত্রকোনা, রংপুর, জামালপুর, সিলেট ও মৌলভীবাজার জেলায়ও গারোরা বাস করে। বিরিশিরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি রয়েছে।
808. কোন বাংলা গানকে ইউনেস্কো Heritage of Humanity অভিধায় ভূষিত করেছে?
রবীন্দ্র সংগীত
ভাটিয়ালি গান
নজরুল সংগীত
বাউল গান
809. সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব-
অস্তিত্ববাদ
অভিকব্যক্তিবাদ
পরাবাস্তববাদ
দ্বৈতাদ্বৈতবাদ
810. চণ্ডীচরণ মুন্সী কে?
শ্রীরামপুর মিশনের লিপিকার
সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক
কেরী সাহেবের মুন্সী গ্রন্থের রচয়িতা
ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত
811. দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদক-
জশুয়া মার্শম্যান
ডেভিড হেয়ার
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মাইকেল মধুসূদন দত্ত
812. কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে?
জ্যোতিপ্রকাশ দত্ত
রিজিয়া রহমান
শহীদুল জহির
দিলারা হাশেম
813. ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র?
কমলাকান্ত
লোকরহস্য
মুচিরাম গুড়ের জীবনচরিত
যুগলাঙ্গুরীয়
814. 'নাম রেখেছি কোমল গান্ধার' কাব্যের রচয়িতা-
রবীন্দ্রনাথ ঠাকুর
অমিয় চক্রবর্তী
বিষ্ণু দে
প্রেমেন্দ্র মিত্র
815. 'রত্নপরীক্ষা' গ্রন্থের রচয়িতা-
রামমোহন রায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
অক্ষয়কুমার দত্ত
রাধানাথ শিকদার
816. ACI কোড অনুসারে Beam-এ Minimum bending ty reinforcement কত?
fy/200
200/fy
fy/100
100/fy
ব্যাখ্যা: [fy = yield strength of steel in Psi]
817. স্টিভ চেন ও চাড হারলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব (You Tube) প্রতিষ্ঠা করেন?
জাবেদ করিম
ফজলুল করিম
জাওয়াদুল করিম
মঞ্জুরুল করিম
ব্যাখ্যা: জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। বাংলাদেশি বংশোদ্ভূত জাবেদ করিম, স্টিভ চেন ও চাড হার্লি যৌথভাবে ইউটিউব প্রতিষ্ঠা করেন।
818. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
৩টি
৪টি
৫টি
৬টি
ব্যাখ্যা: বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য ৫টি। যথা- পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয়। বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্তবর্তী রাজ্য ২টি। যথা- রাখাইন (আরাকান) ও চিন।
819. 'রঞ্জন' চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের?
বিসর্জন
মুক্তধারা
রক্তকরবী
ডাকঘর
820. শামসুর রাহমানের রচিত উপন্যাস-
রৌদ্র করোটিতে
প্রেম একটি লাল গোলাপ
পতঙ্গ পিঞ্জর
অদ্ভুত আঁধার এক