Image
MCQ
1241. আদর্শ ভোল্টেজ উতসের অভ্যন্তরীণ রোধ কত?
অসীম
অনেক বড়
অতি ক্ষুদ্র
শূন্য
1242. ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় Hostname-কে IP Address-এ অনুবাদ করে –
FTP Server
Firewal
DNS Server
Gateway
1243. বাংলাদেশের ব্লু-ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি?
ঘন ঘন বন্যা
উপরের কোনটিই নয়
ত্রুটিপূর্ণ সমুদ্র শাসন
সমুদ্র দূষণ
1244. নিচের কোনটি Structured Query Language নয়?
Java
MySQL
Oracle
উপরের সবগুলো
1245. বাংলাদেশে জি-কে প্রকল্প একটি-
জলবিদ্যুৎ প্রকল্প
সেচ প্রকল্প
জল পরিবহন প্রকল্প
নদী নিয়ন্ত্রণ প্রকল্প
1246. ফলিক এসিডের অন্য নাম কোনটি?
ভিটামিন বি ১২
ভিটামিন বি ৯
ভিটামিন বি ১
ভিটামিন বি ৬
1247. আমাজনের ক্লাউড প্লাটফর্ম কোনটি?
Azure
AWS
Cloudera
উপরের সবগুলো
1248. ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে –
সিলভার ব্রোমাইডের
সিলভার ফ্লোরাইডের
অ্যামোনিয়াম ক্লোরাইডের
সিলভার ক্লোরাইডের
1249. এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোন-এর মৌলিক উপাদান –
প্রোটিন
লবণ
ভিটামিন
ক্যালসিয়াম
1250. সুপরিবাহী পদার্থে valance band এবং conduction band-
আলাদা থাকে
ওভারল্যাপ থাকে
অনেক দূরে থাকে
কোনটিই নয়
1251. ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার যে গঠন দায়ী তা হলো –
পিল্লি
ফ্ল্যাজেলা
শীথ
ক্যাপসুলস
1252. মকরক্রান্তি রেখা কোনটি?
২৩° ৩০’ দক্ষিণ অক্ষাংশ
২৩° ৩০’ পশ্চিম দ্রাঘিমাংশ
২৩° ৩০’ পূর্ব দ্রাঘিমাংশ
২৩° ৩০’ উত্তরের অক্ষাংশ
1253. বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?
নাইট্রোজেন
ফসফরাস
অক্সিজেন
পটাশিয়াম
1254. ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভাল পদ্ধতি –
বয়লিং
বেনজিন ওয়াশ
ফরমালিন ওয়াশ
কেমিক্যাল স্টেরিলাইজেশন
1255. নিচের কোন মডেলটি Cloud Computing সেবা প্রদানকারীগণ ব্যবহার করে না?
CaaS
SaaS
PaaS
IaaS
1256. ‘কেপলার-৪৫২বি’ কী?
একটি মহাকাশযান
পৃথিবীর মতো একটি গ্রহ
সূর্যের মতো একটি নক্ষত্র
এর অত্যাধুনিক টেলিস্কোপ
1257. COP-26 এ COP মানে কী?
কনফারেন্স অব প্যারিস
কনফারেন্স অব দ্য প্রটোকল
কনফারেন্স অব দ্য পার্টিস
কনফারেন্স অব দ্যা পাওয়ার
1258. সাবানের আয়নিক গ্রুপ হলো –
R_3NH+
COO-Na+
R_2NH_2+
SO3-Na+
1259. পরম শূন্য তাপমাত্রা কোনটি?
২৭৩° সেন্টিগ্রেড
০° কেলভিন
০° সেন্টিগ্রেড
-২৭৩° ফারেনহাইট
1260. ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে?
ব্রহ্মপুত্র নদী
মেঘনা নদী
কর্ণুফুলী নদী
পদ্মা নদী