Image
MCQ
161. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ কার লেখা?
এস. ওয়াজেদ আলী
জাবুল ছাসেম
আবুল মনসুর আহমদ
আবুল হুসেন
162. ‘সপ্তকাণ্ড রামায়ণ’ বাগধারার অর্থ কী?
রামায়ণের সাত পর্ব
রামায়ণে বর্ণিত বৃক্ষ
রামায়ণে বর্ণিত সাতটি সমুদ্র
বৃহৎ বিষয়
163. ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?
মওলানা ভাসানী
আবুল কজল
শহীদুল্লা কায়সার
শেখ মুজিবুর রহমান
164. বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিকের নাম কী?
বেগম রোকেরা
কাদম্বরী দেবী
স্বর্ণকুমারী দেবী
নূরন্নাহার ফয়জুন্নেসা
165. ‘গড্ডালিকা প্রবাহ’ বাগধারায় ‘গড্ডল’ শব্দের অর্থ কী?
স্রোত
ভেড়া
একত্র
ভাসা
166. বাগবন্ত্রের অংশ কোনটি?
স্বরযন্ত্র
ফুসফুস
দাত
উপরের সবকটি
168. কোনটি নামধাতুর উদাহরণ?
চল্
কর্
বেতা
পড়্
169. চিকিৎসাশাস্ত্র’ কোন সমাস?
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
তৎপুরুষ
171. বড়>বড্ড এটি কোন ধরনের পরিবর্তন?
বিষমীভবন
সমীভবন
ব্যঞ্জনদ্বিত্ব
ব্যঞ্জন-বিকৃতি
172. ‘ডেকে ডেকে হয়রান হচ্ছি।’-এ বাক্যে ‘ডেকে ডেকে’ কোন অর্থ প্রকাশ করে?
অসহায়ত্ব
বিরক্তি
কালের বিস্তার
পৌনঃপুনিকতা
173. ভুল বানান কোনটি?
ভূবন
অন্তঃসার
মুহূর্ত
অদ্ভুত
174. ‘জিজীবিষা’ শব্দটির অর্থ কী?
জীবননাশের ইচ্ছা
বেঁচে থাকার ইচ্ছা
জীবনকে জানার ইচ্ছা
জীবন-জীবিকার পথ
175. ‘তাতে সমাজজীবন চলে না।’-এ বাকাটির অস্তিবাচক রূপ কোনটি?
তাতে সমাজজীবন চলে ।
তাতে না সমাজজীবন চলে ।
তাতে সমাজনজীবন অচল হয়ে পড়ে।
তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে।
176. ‘A herd of cattle is passing’. The underlined word ‘herd’ is an/a-
adverb
adjective
collective noun
abstract noun
177. ‘আসমান’ কোন ভাষা থেকে আগত শব্দ?
পর্তুগিজ
ফরাসি
আরবি
ফারসি
178. ‘Attested’ শব্দের বাংলা পরিভাষা কী?
প্রত্যায়িত
সত্যায়িত
প্রতারিত
সত্যয়িত
179. ‘যিনি বিদ্বান, তিনি সর্ব আদরণীয়।’- এটি কোন ধরনের বাক্য?
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
খণ্ড বাক্য
180. রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?
করণ কারক
সম্প্রদান কারক
অপাদান কারক
অধিকরণ কারক