MCQ
121. একটি Common collector transistor amplifier- এর সর্বোচ্চ voltage gain হলো-
10
100
1
কোনোটাই সত্য নয়
122. এক ধরনের সেমিকন্ডাক্টর, যা এর base অথবা gate-এর দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং যা সাধারণত সুইচিং কিংবা অ্যামপ্লিফায়ার বর্তনীকে ব্যবহৃত হয়, তা হলো-
transistor
diode
resistor
varistor
123. ডায়াক (DIAC) ব্যবহার করা হয়-
TRIAC ট্রিগারিং
মোটরের গতি নিয়ন্ত্রণ,
লাইট ডিমিং
সবগুলো
124. ---ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
কমন ইমিটার
কমন বেস
কমন কালেক্টর
শূন্য
125. স্ট্যাবিলিটি ফ্যাক্টরের আদর্শ মান--
200
1
100
500
126. একটি ট্রানজিস্টরের দুটি জাংশন থাকে, সেগুলো হলো-
ইমিটার-বেস ও কালেক্টর-বেস জাংশন
বেস-কালেক্টর ও ইমিটার-কালেক্টর জাংশন
বেস-ইমিটার ও কালেক্টর ইমিটার জাংশন
ইমিটার-বেস ও কালেক্টর-ইমিটার জাংশন
127. পাওয়ার ইলেকট্রনিক্সের ভিত্তি কী?
কন্ডাক্টর ডিভাইসের সুইচিং গতি
সেমিকন্ডাক্টর ডিভাইসের সুইচিং গতি
ইন্সুলেটর ডিভাইসের সুইচিং গতি
কোনোটিই নয়
128. সোল্ডারিং আয়রনে সংকর ধাতু টিন ও সিসার অনুপাত হলো--
৮০: ২০
৭০:৩০
৬০:৪০
২৫:৭৫
129. ট্রানজিস্টরের ইমিটার অংশে ---অপদ্রব্য মেশানো হয়।
অনেক কম
বেসের সমান
অনেক বেশি
কালেক্টরের সমান
130. রেজিস্টরের তৃতীয় ব্যান্ড দ্বারা বুঝায়-
সংখ্যা মান
টলারেন্স
গুণক রাশি
একটিও না
131. Transistor তৈরি করতে প্রয়োজন হলো-
Conductor
Insulator
Semiconductог
Wood
132. ভ্যারিয়েবল ক্যাপাসিটর হিসাবে ব্যবহার করা হয়-
ভ্যারাক্টর ডায়োড
স্কটকি ডায়োড
ক্যাপাসিটর
পিআই ক্যাপাসিটর
133. --এ সূচনা বিন্দু (Operating point) সবচেয়ে বেশি স্থির থাকে।
ভোল্টেজ বিভাজিত (Divider) বায়াসিং
বেস-রোধ বায়াসিং
কালেক্টর-রোধ বায়াসিং
শূন্য বায়াসিং
134. নেগেটিভ রেজিস্ট্যান্স পাওয়া যায়-
লেজার ডায়োড
সাধারণ ডায়োড
ট্রানজিস্টর
টানেল ডায়োড
135. কমন বেস ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ারের কারেন্ট গেইন-
একের অধিক
দুইয়ের বেশি
একের চেয়ে কম
শূন্য
136. PCB-এর ফুল মিনিং-
Pakistan Cricket Board
Printed Circuit Board
Painted Crossed Board
কোনোটিই নয়
137. ইলেকট্রনিক্স কাজের জন্য আদর্শ সোল্ডারিং হলো-
25 watt
40 watt
30 watt
60 watt
138. মেটাল সেমিকন্ডাক্টর ডায়োড হলো-
ভ্যারাক্টর ডায়োড
টানেল ডায়োড
স্কটকি ডায়োড
পিএন জাংশন ডায়োড
139. ক্লাস 'ডি' অ্যামপ্লিফায়ারের কর্মদক্ষতা-
25%
50%
90%
60%
140. Resistance-এর কালার কোডে লাল রঙের সংখ্যা হলো-
8
২
৩
১