Image
MCQ
143. তাপমাত্রা বাড়লে জাংশন রেজিস্ট্যান্স-
বৃদ্ধি পায়
সমান থাকে
হ্রাস পায়
শূন্য হয়
144. অপারেটিং পয়েন্টQ নির্দেশিত হয়-
ডিসি লোড লাইনের উপর
এসি লোড লাইনের উপর
ডিসি এবং এসি উভয় লোড লাইনের উপর একটি সাধারণ বিন্দু
অন্য কোনো বিন্দু
145. সেন্টার ট্যাপড ফুল-ওয়েভ রেকটিফায়ারে কয়টি ডায়োড ব্যবহার করা হয়?
একটি
তিনটি
দুটি
চারটি
148. কোন ডায়োডে সর্বাপেক্ষা বেশি পরিমাণ ভেজাল মিশ্রিত করা হয়?
জেনার ডায়োড
লাইট ইমিটিং ডায়োড
টানেল ডায়োড
ফটোডায়োড
150. পাই ফিল্টারে থাকে-
দুটি ক্যাপাসিটর ও একটি রেজিস্টর
দুটি রেজিস্টর
একটি ইন্ডাক্টর ও দুটি ক্যাপাসিটর
শুধু ক্যাপাসিটর
152. সবচেয়ে ভালো মানের ফ্যাক্টর হলো-
অ্যালুমিনিয়াম
রুপা
তামা
সোনা
153. হাফ-ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে Transformer Utilization Factor (TUF) হলো-
0.287
0.121
0.693
0.842
154. একটি ট্রানজিস্টরের বেস কালেক্টর জাংশন সর্বদা-
ফরওয়ার্ড বায়াস পায়
আংশিক বায়াস পায়
রিভার্স বায়াস পায়
কোনো বায়াস প্রয়োজন হয় না
155. রেকটিফায়ারের কাজ কী?
এসিকে ডিসি করা
ডিসি ভোল্টেজের মান বৃদ্ধি করা
ভোল্টেজকে রেগুলেট করা
ডিসি-কে এসি করা
156. ফিন্টারের আউটপুট থেকে পাওয়া যায়-
পিউর ডিসি
পালসেটিং ডিসি
পিউর এসি
এসি
157. একটি বাইপোলার ট্রানজিস্টর মূলত দুটি PN জাংশন ডায়োডের-
সিরিজ সংযোগ
প্যারালাল সংযোগ
ব্যাক-টু-ব্যাক সংযোগ
অন্য একপ্রকার সংযোগ
158. পালসেটিং ডিসি হলো-
পিউর ডিসি
সর্বোচ্চ দক্ষতায় ডিসি
এসি মিশ্রিত ডিসি
নিম্ন মানের ডিসি
159. মাইকা হলো এক ধরনের-
ইনসুলেটর
অর্ধপরিবাহী
কন্ডাক্টর
কোনোটিই নয়