Image
MCQ
381. পানি সরবরাহের জন্য ১.৫ ফিট ব্যাসের একটি স্টিল পাইপ ব্যবহার করা হয়েছে। যদি পানি প্রবাহের গতি ৫.৩৩ft/sec হয় তাহলে প্রবাহের পরিমাণ কিউবিক মিটার/ সেকেন্ড কত-
২৬৭m^3/sec
০.২৬৭m^3/ sec
২.৬৭m^3/sec
২৬.৭m^3/sec
382. প্রবাহিত একটি পানি কনার সর্বমোট শক্তি---
potential +preassure energy
kinetic+preassure energy
potential +preassure energy +kinetic energy
potential -preassure energy
383. নির্গমনের পরিমাণ নির্নয়ে ব্যবহৃত কি হয়?
ম্যানোমিটার
ব্যারোমিটার
ভেনচুরি মিটার
পিটট টিউব
385. বর্তমানে পানি সরবরাহের প্রধান পাইপের জন্য সব গুনাগুন বিবেচনায় উৎকৃষ্ট পাইপ হলো-
cast iron pipe
mild steel pipe
GI pipe
Ductile iron pipe
386. প্রবাহমান তরলে কি কি শক্তি বিদ্যমান থাকে?
Potential Energy
Kinetic Energy
Presure Energy
All
387. d ব্যাসবিশিষ্ট একটি বৃত্তাকার পাইপের hydrolic mean depth-
d
d/2
d/4
d/6
388. একটি তরলের পাইপে তরলের বেগ ৯.৮মি/সেকেন্ড হলে উচ্চতা কত?
১.২৭মি
২.২৭মি
৩.৪৮মি
৪.৯মি
389. বার্ণোলির সূত্র প্রয়োগ করা যায়-
ভেঞ্চুরী মিটার
পিটট টিউব
অরিফিস মিটার
সবগুলো
390. ফ্লোট কি কাজে ব্যাবহৃত হয়?
প্রবাহের গভীরতা
পানিতে গতি মাপতে
চাপ পরিমাপে
নির্গমনের পরিমাপ
391. নিচার কোনটি ফ্লুইড নয়-
পানি
তেল
আগুন
গ্যাস
392. পিটট টিউবের কাচ নলের নিম্ন অংশ কত ডিগ্রি বাকানো থাকে?
৪৫°
৬০°
৯০°
১৩৫°
393. হেডলসের হিসাব কোন প্রান্তে যোগ করা হয়-
প্রবেশের প্রান্তে
নির্গমন প্রান্তে
উভয় প্রান্তে
a+b
394. খোলা চ্যানেল দিয়ে প্রবাহের পরিমান নির্ণয়ে চ্যাজির সূত্র কোনটি?
Q=AC
Q=AV√MI
Q=AC√MI
Q=VC
395. ফ্লুইড কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৬ প্রকার
396. .তরল পদার্থ পাইপের মধ্য দিয়ে প্রবাহের পথে বাধাপ্রাপ্ত হলে তা অতিক্রম করার পর পুনরায়-
বৃদ্ধি পায়
বাধাপ্রাপ্ত হয়
ঘর্ষনপ্রাপ্ত হয়
সংকুচিত হয়
397. 10 cm ব্যাসের পাইপের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 8 মিটার বেগে পানি প্রবাহিত হচ্ছে।নির্গমনের পরিমান কত?
0.628 lit/sec
6.28 lit/sec
62.8 lit/sec
628lit/sec
398. অসংকোচনশীল তরল অবিচ্ছেদিতভাবে প্রবাহিত হলে উহার যেকোনো অবস্থানে প্রতিটি কনার মোট হেড-
বৃদ্ধি পায়
বাধাপ্রাপ্ত হয়
দ্বিগুন
সমান
399. পিটট টিউব দিয়ে প্রবাহের বেগ?
V=C.√mi
V=k.√2gh
V=√2gh
None
400. কারেন্ট মিটার কি নির্ণয়ে ব্যাবহার করা হয়?
প্রবাহের গতিবেগ
বেগ জনিত উচ্চতা
প্রবাহের পরিমান
চাপের পরিমান