MCQ
561. স্টেশন বিন্দু নির্বাচন করতে হবে-
চৌহদ্দির ভিতরে
চৌহদ্দির বাইরে
চৌহদ্দির ভিতরে অথবা বাইরে
জরিপ এলাকার কেন্দ্রে
562. মধ্যাহ্নে সূর্য অবস্থান করে-
ভৌগোলিক মধ্যরেখার ওপর
চুম্বকীয় মধ্যরেখা ওপর
ধার্যকৃত মধ্যরেখার ওপর
কোনটিই নয়
563. অপটিক্যাল স্কয়ারে দুটি আয়না পরস্পরের সাথে কত কোণ উলম্ব তলে স্থাপিত থাকে?
45°
105°
180°
35°
564. এক রেখা জরিপ লিপি ব্যবহৃত হয় কোন ধরনের নকশার জন্য?
ছোট স্কেল
বড় স্কেল
মাঝারি স্কেল
কোনটি নয়
565. 15 m এর কম দৈর্ঘ্যের অফসেটকে বলে-
শর্ট অফসেট
লং অফসেট
অতি শর্ট অফসেট
কোনটি নয়
566. জরিপ এলাকার সমতল ভূমির ওপর নির্বাচিত দীর্ঘ রেখার নাম --
ভিত্তি রেখা
গ্রন্থি রেখা
শিকল রেখা
যাচাই রেখা
567. ঢালু ভূমিতে শিকল রেখা পঙক্তিকরণে ব্যবহৃত হয়-
প্রত্যক্ষ পদ্ধতি
ধাপ পদ্ধতি
পরোক্ষ পদ্ধতি
কোনটি নয়
568. অপটিক্যাল স্কয়ার ব্যবহৃত হয়?
লম্ব স্থাপনে
রেখা পঙত্তিকরণে
কোণ মাপনে
কোনটি নয়
569. যখন উভয় স্টেশন পরিদৃশ্য হয়, তখন শিকল রেখা পঙক্তিকরণে ব্যভহৃত হয়-
প্রত্যক্ষ পদ্ধতি
পরোক্ষ পদ্ধতি
ধাপ পদ্ধতি
কোনটি নয়
570. অপটিকাল স্কয়ারের সাহায্যে নেয়া হয়-
তীর্যক অফসেট
সাধারণত অফসেট
লম্বিক অফসেট
কোনটি নয়
571. কোন অফসেটে দুটি চেইনের উল্লেখ করতে হয়?
তির্যক অফসেট
লম্বিক অফসেট
সাধারণত অফসেট
কোনটি নয়
572. ঋণাত্মক পুঞ্জিভূত ভ্রান্তির কারণে পরিমাপকৃত ক্ষেত্রফল প্রকৃত ক্ষেত্রফলের-
কম হয়
বেশি হয়
সমান হয়
কোনটি নয়
573. ঢালের কোণ পরিমাপে ব্যবহৃত হয়-
ক্লিনোমিটার
ক্রস স্টাফ
অপটিক্যাল স্কয়ার
লাথসু
574. কোন বস্তুর মধ্যাহ্নের পূর্বের ও পরের ছায়া উৎপন্ন কোণর সমদ্বিখন্ডক রেখা-
ধার্যকৃত মধ্যরেখা
প্রকৃত মধ্যরেখা
চুম্বকীয় মধ্যরেখা
কৌণিক রেখা
575. স্টেশন বিন্দু নির্বাচনে প্রাধান্য দিতে হয়-
সীমানা
গ্রন্থিরেখা
পরিদৃশ্যতা
আবহাওয়া
576. চরণভূমিতে স্টেশন বিন্দু চিহ্নিত করার জন্য খুঁটি বসানোর পর ঘাসের চাপড়া উঠিয়ে দিতে হয়-
আয়তাকারে
বর্গাকারে
ত্রিভুজাকারে
কোনটি নয়
577. জরিপ লিপির আকার-
180 x 200 mm²
120 x 200 mm²
300 x 200 mm²
180 x 300 mm²
578. সূচক আয়নাটি সূচক রেখার সাথে কত কোণে আটকানো থাকে?
95°
115°
105°
125°
579. জরিপের প্রারম্ভেই করতে হয়-
স্টেশন বিন্দু নির্বাচন
স্টেশন চিহ্নিতকরণ
পর্যবেক্ষণ জরিপ
পরিমাপ গ্রহণ
580. শিকল জরিপে ভুল ভ্রান্তি যদি ধনাত্মক হয়, তবে সংশোধনী হবে-
ধনাত্মক
সব সময়ই ধনাত্মক
ঋনাত্মক
কোনটি নয়