MCQ
3121. বন্দর কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৬ প্রকার
3122. ট্রান্সপোর্টেশন পদ্ধতি কত প্রকার?
৫ প্রকার
৫ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
3123. ক্রসওভার দৈর্ঘ্য নির্ণয়ের জন্য কোন সূত্র ব্যবহার করা হয়?
L=B+GN
L=B+2GN
L=B+4GN
কোনোটিই নয়
3124. কোন পথে একক দৈর্ঘ্যের একক লোডকে টেনে নেয়ার জন্য শক্তির পরিমাণ সর্বনিম্ন?
জলপথে
স্থলপথে
আকাশপথে
কোনোটিই নয়
3125. দেশের অভ্যন্তরীণ সব ধরনের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ইত্যাদি মেরামত ও সংরক্ষণের কাজ করে-
গণপূর্ত বিভাগ
সড়ক ও জনপথ বিভাগ
জনস্বাস্থ্য বিভাগ
কোনোটিই নয়
3126. National Highway Free area কত মিটার?
৩০.৫-৬১ মিটার
১২.২-১৮.৩ মিটার
২৪.৪-৬১ মিটার
২৪.৫-৩০.৫ মিটার
3127. রেলওয়ে হুইসেল নির্দেশক সিগন্যালে কী লেখা থাকে?
0
X
Z
W
3128. এক দৈর্ঘ্যের একক লোডকে স্থানান্তর বা টেনে নেয়ার জন্য রেলপথে সড়কপথের কত শক্তির প্রয়োজন?
১৫%
১৬%
১৮%
২০%
3129. ক্রসিং-এ ক্লিয়ারেন্স ব্রডগেজে কত সেমি?
৩.২ সেমি
৪.৪ সেমি
৪ সেমি
৩.৬ সেমি
3130. রেলপথ সড়কপথের তুলনায় কতগুণ পর্যন্ত লোড নিতে পারে?
১ থেকে ২ গুণ
৩ থেকে ৪ গুণ
২ থেকে ৩ গুণ
৪ থেকে ৫ গুণ
3131. National Highway City area কত মিটার?
৩০.৫-৬১ মিটার
২৪.৪-৩০.৫ মিটার
২৪.৪-৬১ মিটার
১২.২-১৮.৩ মিটার
3132. ট্রেন চলাচলের সময় শব্দ কম উৎপন্ন হয় এবং ক্রিপ প্রতিরোধে সক্ষম কোন স্পাইক?
Round Spike
Elastic Spike
Coach Screw
কোনোটিই নয়
3133. ট্রান্সপোর্টেশন পদ্ধতিগুলোর মধ্যে কোন পথে পরিবহন গতিবেগ সর্বনিম্ন?
আকাশপথে
রেলপথে
জলপথে
সড়কপথে
3134. রেলওয়েতে কত ধরনের স্পাইক ব্যবহৃত হয়?
৩ প্রকার
৬ প্রকার
৫ প্রকার
৪ প্রকার
3135. রাস্তার সামনের অবস্থা, রাস্তার পৃষ্ঠতল থেকে চালকের দৃষ্টির উচ্চতা ও রাস্তার উপরে অবস্থিত বস্তুর উচ্চতার ওপর নির্ভর করে-
Passing sight distance
Horizontal curve
Vertical curvee
Stopping sight distance
3136. রেলসড়কের দুটি সমান্তরাল রেলের জোড়া যদি পরস্পর বিপরীতমুখী না হয়ে আগেপিছে হয়, তবে ঐ প্রকার জয়েন্টকে বলা হয়-
স্কয়ার জয়েন্ট
ব্রিজ জয়েন্ট
সাসপেন্ডেড জয়েন্ট
স্টে গার্ড জয়েন্ট
3137. Bitumen is generally obtained from- [BB-20]
organic material
synthetic material
petroleum product
coal
3138. হুইসেল নির্দেশক বোর্ডের উচ্চতা কত হয়?
৩০.৫ সেমি
২৮.৫ সেমি
৫০ সেমি
১মি
3139. ব্রডগেজের ব্যবহৃত কাঠের স্লিপারের স্ট্যান্ডার্ড সাইজ কত?
২৭৪ সেমি x ২৫৪ মিমি × ১২৭ মিমি
১৮৩ সেমি x ২০৩ মিমি × ১১৪ মিমি
১৫২ সেমি × ১৭৮ মিমি × ১১৪ মিমি
কোনোটিই নয়
3140. Village Highway Free area কত মিটার?
৯.২-১৫ মিটার
৯.২-১৫.৫ মিটার
১০.২-১৮.৩ মিটার
১২.২-১৮.৩ মিটার