Image
MCQ
3181. জল সমতল থেকে তলদেশ পর্যন্ত খাড়া দূরত্ব মাপার পদ্ধতিকে বলে- [MOCA-19, BBA-19, DWASA-20, BBA-23)
সাউন্ডিং
লঘুকৃত সাউন্ডিং
এলিভেশন
লঘুকৃত এলিভেশন
3182. এক সিএফটি খোয়া তৈরিতে কয়টি ইটের প্রয়োজন? (SGCL-23)
৪টি
৬টি
১০টি
৮টি
3183. ক্যান্টিলিভার রিটেইনিং ওয়ালের খাড়া স্ল্যাবকে কী বলে?
Base
Gravity wall
Counter fort
Steam
3184. বর্তমানে কোনটির সাপেক্ষে বাংলাদেশের জিটিএস স্থাপন সুমীজী চকাণা করা হয়েছে?[BBA-23]
করাচি
কক্সবাজার গড় সমুদ্র সমতল
ভারত মহাসাগর
আরব সাগর
3185. নকশায় দাগ নম্বর বসানোর কাজ আরম্ভ করতে হয়- [BBA-23]
উত্তর-পূর্ব কোণ থেকে
উত্তর-পশ্চিম কোণ থেকে
দক্ষিণ-পূর্ব কোণ থেকে
দক্ষিণ-পশ্চিম কোণ থেকে
3186. পানি সরবরাহ ও পয়ঃপ্রণালির লাইন স্থাপনের জন্য করা হয়- [BBA-23]
শিকল জরিপ
প্রকৌশল জরিপ
থিওডোলাইট জরিপ
ভূতাত্ত্বিক জরিপ
3187. সড়কের কেন্দ্রীয় রেখার কতদূর পর পর আড়াআড়ি প্রোফাইল দেখানো হয়? [PPA-23]
৩০ মিটার
৪০ মিটার
৫০ মিটার
৬০ মিটার
3188. মাটির কাজের পরিমাণ নির্ণয়ে নিচের কোন সূত্রটি তুলনামূলকভাবে নির্ভরযোগ্য? [BBA-19; BSCIC-19, BB-21]
গড় প্রস্থচ্ছেদ সূত্র
মধ্য প্রস্থচ্ছেদ সূত্র
প্রিজময়েডাল সূত্র
কোনোটিই নয়
সবগুলোই
3189. If, Dry unit Weight of soil, gamma_{d} = 15 * kN / m ^ 2 & saturated unit weight of soil, Yout = 17.5 kN/m³ then Water Content, w =
15%
15.67%
16.67
None of the above
3190. বাস্তুসংস্থাপনের নিমিত্তে যে পদ্ধতিতে মাঠে সরজমিনে সমকোণ স্থাপন করা যায়- [BBA-23]
স্পিরিট লেভেল
লেভেল
কম্পাস
3-4-5 পদ্ধতি
3191. বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য রিটেইনিং ওয়ালের যে ফোকর রাখা হয় তা-
Back fill
Non-subcharge
Weep hole
কোনোটিই নয়
3192. কলিমেশন রেখার নিচের স্টেশনের জন্য আলোর প্রতিসরণে শুদ্ধির পরিমাণ কত?
-0.01121d2
+ 0.01121d2
0.01121d2
0.01221d²
3193. রেলপথের ক্ষেত্রে কেন্দ্রাতিগ অনুপাতের মান- [BBA-23]
1/2
1/4
1/8
1/10
3194. Soil sample-এর bulk density = 2.3 kg/ 〖cm〗^3, water content = 15% হলে dry density কত? [MOCA-19, MOLE-19, BB-21]
1 gm/〖cm〗^3
1.5 gm/〖cm〗^3
2 gm/〖cm〗^3
2.5 gm/〖cm〗^3
3195. The size of Clay particles as per AASHTO system is-
<0.075mm
<0.002mm
<0.15mm
None of the above
3196. The number of blows given in each soil layer as per Modified Proctor Test is-
15
20
25
30
3197. কন্টুর জরিপে প্রত্যক্ষ পদ্ধতি কোনটি?[PPA-23]
প্রস্থচ্ছেদ পদ্ধতি
টেকোমেট্রিক বিকিরণ পদ্ধতি
বিকিরণ রেখা পদ্ধতি
গ্রিড পদ্ধতি
3198. Stoke's law is used to detemine the-
grain size distribution of those soils whose grain size is finer than 0.075 mm
specific gravity of soil solids
density of soil suspension
all of the above
3199. রিটেইনিং ওয়ালের উচ্চতা ৬ মিটারের বেশি হলে কোন প্রকারের রিটেইনিং ওয়াল হিসেবে ডিজাইন করা হয়?
Cantilever retaining wall
Gravity retaining wall
Counter fort retaining wall
কোনোটিই নয়
3200. Angle of internal friction = 〖30〗^0, ঘনত্ব 1.8 t/m²; তাহলে ভূপৃষ্ঠ হতে 10m গভীরে Dry cohesionless sand- এর Active earth pressure কত হবে? [MOCA-19}
4t/m²
5t/m²
6t/m²
8t/m²