MCQ
3341. স্থির তরলে খাড়াভাবে ডুবন্ত একটি তলের উপর Centre of pressure-এর অবস্থান- [BPSC-20]
ডুবন্ত তলের Centroid-এ
সর্বদাই তলের Centroid-এর উপরে
সর্বদাই তলের Centroid-এর নিচে
উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো একটি বস্তুকে স্থির তরলের মধ্যে ডুবালে তরলে চাপ সবসময় বস্তুর তলের কেন্দ্রে নিচে হবে।
3342. Contouring-এর ডাইরেক্ট মেথডটি-
দ্রুত সম্পন্ন হয়
ধীরে সম্পন্ন হয়
অতি নির্ভুল প্রক্রিয়া
পাহাড়ি এলাকায় ব্যবহৃত হয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: Contouring-এর ডাইরেক্ট পদ্ধতিটি ছোট এলাকার কন্টুর নকশা তৈরীকরণের জন্য উপযোগী। এ
পদ্ধতিতে কন্টুর রেখার সঠিক অবস্থান নির্ণয় করা যায়। তবে এটা ধীরগতির বিরক্তিকর পদ্ধতি। এতে
প্রথমে লেভেল যন্ত্রের সাহায্যে একই আরএল বিশিষ্ট বিন্দুগুলো চিহ্নিত করতে হয় এবং পরে প্লেন টেবিল,
থিওডোলাইট পদ্ধতিতে চিহ্নিত বিন্দুগুলো নকশায় উঠাতে হয়। এজন্য সময় বেশি লাগে।
3343. তরল পদার্থকে-
বৃদ্ধি করা যায় না
সংকোচন করা যায় না
সংকোচন করা যায়
কোনোটিই নয়
ব্যাখ্যা: তরল পদার্থের মধ্যে তাপ বৃদ্ধি করলে এর আয়তন বৃদ্ধি পায়। একইভাবে তাপ হ্রাস করলেও এর আয়তন বৃদ্ধি পায়। এটি তরলের একটি বিশেষ গুণ, যার ফলে তরলকে সংকুচিত করা যায় না। তরলের এ ধর্ম ব্যবহার করেই বিভিন্ন হাইড্রোলিক মেশিন পরিচালিত হয়।
3344. Pitot tube দিয়ে কী মাপা হয়? [BPSC-20]
Stagnation point-এর বেগ
Stagnation pressure
Static pressure
Dynamic pressure
ব্যাখ্যা: ব্যাখ্যা: Pitot tube দিয়ে দুই ধরনের চাপ পরিমাপ করা হয়, যথা- (i) Static pressure এবং (ii) Total impact pressure.
3345. পানির কতটুকু উচ্চতার জন্য ২ কেজি/বর্গসেমি চাপ পাওয়া যাবে? [BWDB-20]
২০ মি
১৮ মি
২২ মি
১৫ মি
ব্যাখ্যা: ব্যাখ্যা: We know,
P = wash
2 = 0.001 x 1 x h
.: h = 2000 cm = 20 m
3346. কোন যন্ত্রে বার্নোলির সূত্র ব্যবহার করা হয়? [DWASA-20]
ভেনচুরিমিটার
পিটটটিউব
অরিফিস
সবগুলো
ব্যাখ্যা: ব্যাখ্যা: তরল পদার্থবিদ্যাতে বার্নোলি-এর নীতিটি বলেছে যে, তরলের সম্ভাব্য শক্তিগুলোর চাপে হ্রাস বা হ্রাসের সাথে সাথে তরলের গতি বৃদ্ধি পায়, এই নীতিটি ড্যানিয়েল বার্নোলি নামেও পরিচিত।
3347. পানির গভীরতা বাড়ার সাথে সাথে চাপ- [BPSC-20]
কমে
স্থির থাকে
বাড়ে
উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: পানির গভীরতা বাড়ার সাথে সাথে চাপ বাড়ে। কারণ- তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ বিন্দুর গভীরতা x তরলের ঘনত্ব ঐ স্থানের অভিকর্ষজ ত্বরণ।
অর্থাৎ, P = hpg.
3348. একটি ৪০ মিমি ব্যাসের পাইপের মধ্য দিয়ে ৩.৫ কিলো প্যাসকেল চাপে ১.৫ মি/সে. বেগে পানি প্রবাহিত হয়। যদি পাইপের ডেটাম হেড ৭.০ মিটার হয়, তবে প্রবাহের মোট শক্তি বা হেড কত মিটার? [BWDB-20]
৬.৫৬ মি
৫.২৩ মি
৭.৪৭ মি
৮.৩৩ মি
ব্যাখ্যা: ব্যাখ্যা: মোট শক্তি, H = Z+ V^2/2g + P/W
= 7 + (1.5^2)/2x9.81 + 3.5/(9.81 ) = 7.47 m
3349. আণবিক আকর্ষণের ওপর ভিত্তি করে কী নির্ণয় করা হয়?
কৈশিকতা
পৃষ্ঠটান
সান্দ্রতা
সংকোচনশীলতা
ব্যাখ্যা: পৃষ্ঠটান: ভিন্ন ঘনত্বের দুটি তরল পদার্থ পরস্পরের সংস্পর্শে থাকলে স্পর্শ তলটি একটি বক্ররেখা সৃষ্টি করে। সাধারণত আণবিক আকর্ষণের ফলে উক্ত বক্ররেখা বা তলের সৃষ্টি হয়। তলটি একটি ইলাস্টিক স্কিনের ন্যায় কাজ করে এবং উভয় দিকে টান থাকে। এ টান বা টেনশনই পৃষ্ঠটান হিসেবে পরিচিত।
3350. প্রবহমান তরলে প্রত্যেকটি কণার থাকে? [BWDB-20]
গতিশক্তি
চাপশক্তি
বিভবশক্তি বা চাম
সবগুলো
ব্যাখ্যা: ব্যাখ্যা: সবগুলো। অর্থাৎ গতিশক্তি, চাপশক্তি এবং বিভবশক্তি।
3351. এক মাইক্রো বলা হয়-
107
108
109
10-6
ব্যাখ্যা: মাইক্রো =107 ন্যানো = 108
1 গিগা = -10-9 । মেগা = 106
3352. তরল পদার্থ পাইপের মধ্য দিয়ে প্রবাহের পথে কোনো বাধাপ্রাপ্ত হলে তা অতিক্রম করার পর পুনরায়- [DWASA-20]
বৃদ্ধি পায়
বাধাগ্রস্ত হয়
সংকুচিত হয়
ঘর্ষণপ্রাপ্ত হয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: তরল পদার্থ পাইপের মধ্য দিয়ে প্রবাহের পথে কোথাও বাধাপ্রাপ্ত হলে তরলের বেগ কমে যায়। ফলে বাধা অতিক্রম করার পর তরল পদার্থ সংকুচিত হয়ে আসে।
3353. পানির unit weight-
৫০ পাউন্ড/ঘনফুট
৬২.৫০ পাউন্ড/ঘনফুট
৯০.৫০ পাউন্ড/ঘনফুট
১০০.৫ পাউন্ড/ঘনফুট
3354. Capillary action সবচেয়ে বেশি হবে-
Coarse sand-এ
Silt-এ
Clay-তে
Find sand-এ
ব্যাখ্যা: কৈশিক নলের ভেতর দিয়ে তরল প্রবাহের ঘটনাকে কৈশিকতা বা Capillary action বলা হয়। কাদামাটি তরলের ন্যায় বিধায় clay-এর capillary action বেশি।
3355. ৬৬। Isometric projection-এ বেইস লাইনের সাথে যে কোণে কোনো বস্তু অঙ্কন করা হয়-(DM-19)
60° কোণে
45° কোণে
180° কোণে
120° কোণে
ব্যাখ্যা: ব্যাখ্যা: Isometric projection সাধারণত 30° কোণে বেস লাইনের সাথে থাকে এবং অভ্যন্তরীণ কোণ 120°
হয়ে থাকে। কোনো কোনো View-এ 45° এবং 60° ও থাকে, তবে প্রচলিত কোণ 30°। সেক্ষেত্রে (ক) ও (খ) এর
মধ্যে যে-কোনো একটি উত্তর হতে পারে।
3356. সূক্ষভাবে পানির হেড মাপতে কোন গেজ ব্যবহৃত হয়? [BGFCL-21]
ফ্লোট গেজ
হুক গেজ
স্টাফ গেজ
টাইড গেজ
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফ্লোট গেজ হলো স্টোরেজ ট্যাঙ্কের জন্য একটি সাধারণ
অর্থনৈতিক লেভেল পরিমাপক যন্ত্র। হুক গেজ মাইক্রোমিটার যা হুক গেজ ইভাপরিমিটার নামেও পরিচিত, প্রতিদিন এটি বাষ্পীভবন প্যানগুলোতে পানির গভীরতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। স্টাফ গেজ একটি বড় স্কেলের মতো, যা পানির স্তর পরিমাপ করতে ব্যবহৃত হয়। টাইড গেজ যা একটি আধুনিক জল স্তর পর্যবেক্ষণ কেন্দ্রের একটি উপাদান, সেন্সর দিয়ে লাগানো হয়, যা ক্রমাগত জলের উচ্চতা রেকর্ড করে। সেন্সর ব্যবহৃত হয় বিধায় টাইড গেজ দিয়ে সূক্ষ্মভাবে পানির জাইয়ান্ডাল হেড মাপা সম্ভব হয়।
3357. পৃষ্ঠটান নির্ণয় করা হয় কীসের সাহায্যে?
কৈশিকতা
সান্দ্রতা
সংকোচনশীলতা
সংলগ্নতা
ব্যাখ্যা: কৈশিকতা: ছোট ব্যামের কোনো টিউবকে পানিতে খাড়াভাবে ডুবালে টিউবের ভিতরের পানি খানিকটা উপরে উঠে এবং অবতল আকৃতি ধারণ করে। Cohesion/অসঞ্চন-এর চাইতে Adhesion (সংযুক্তি) বেশি হওয়ায় এরূপ হয়। আবার একই টিউব পারদের ভেতরে ডুবালে উত্তল আকার ধারণ করে এবং তল কিছুটা নিচে চলে যায়। এক্ষেত্রে Cohesion-এর চেয়ে Adhesion কম হওয়ায় এমনটি হয়। ছোট ব্যাসের টিউবে পানির এরূপ উপরে উঠার ঘটনাকে কৈশিকতা বলে। কৈশিকতার সাহায্যে তরলের পৃষ্ঠটান নির্ণয় করা হয়।
3358. ৬৫। ধারাবাহিক বন্ধ কন্টুর রেখাগুলোর যদি বাইরের দিকে কন্টুর মান বেশি হয়, তবে তা নির্দেশ করে-(DM-19)
সমতল ভূমি
অধিত্যকা
জলাশয় বা পুকুর
পাহাড় বা টিলা
ব্যাখ্যা: ব্যাখ্যা: ধারাবাহিক বন্ধ কটুর রেখাগুলোর যদি ভিতরের দিকের কন্টুর মান অধিক হয় তবে পাহাড় বা টিলা
নির্দেশ করে। সমদূরত্বে কন্টুর রেখার অবস্থিতি সমতল নির্দেশ করে। সরল, সমান্তরাল ওসমদূরত্বে
অবস্থিত কন্টুর রেখা সমতল ভূমি নির্দেশ করে।
3359. কোনো প্রবাহের Reynolds নাম্বর ২১৫০ হলে, তা কী ধরনের প্রবাহ? [BWDB-20]
ক্রিটিক্যাল ফ্লো
ল্যামিনার
অবাধ্য/টার্বুলেন্ট
সুটিং
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাইপের মধ্য দিয়ে প্রবাহের উপর নির্ভর করে
ফ্লো প্রধানত তিন প্রকার, যথা-
(১) Laminar flow-Re < 2000
(২) Transition flow (or critical zone)- Re
> 2000 and R < 4000
(৩) Turbulent flow-Re > 4000.
3360. ১ মিটার চওড়া একটি আয়তকার Weir এর উপর দিয়ে প্রবাহিত পানির স্থির হেড ৫০ সেমি। প্রবাহের সহগ Cd = 0.60 হলে, লিটার/সেকেন্ড এককে প্রবাহ কত হবে? [BWDB-20]
৬১২
৬১৮
৬২৬
৬৩২
ব্যাখ্যা: ব্যাখ্যা: We know, Q = 2/3 c_d B √(2g ) H^(3/2)
= 2/3 x 0.60 x 1 x √(2 x 9.81) x 0.5^(3/2) x 1000
= 626.42 litre/ sec