MCQ
3401. ইটের গাঁথুনির কাজে কত বর্গমিটার ফাঁকা স্থান বাদ দেওয়া হয় না?
০.৫ বর্গমিটার
০.৩ বর্গমিটার
০.১ বর্গমিটার
০.৪ বর্গমিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইটের গাঁথুনির কাজে-
i 0.1m² পরিমাণ ফাঁকার জন্য কোনো বিয়োগ হয়
ii) 0.05m² প্রস্থচ্ছেদবিশিষ্ট বিম, লিন্টেল ইত্যাদি বিয়োগ হয় না।
3402. প্রভারিত সংস্থার ব্যয় দালান খরচের-
১.৫%
৪.৫%
২.৫%
৩.৫%
3403. রংকরণে সম্পূর্ণ কাঠের পাল্লায় উভয় পৃষ্ঠের জন্য এক পৃষ্ঠের ক্ষেত্রফলের -
১ গুণ
১ ১/২ গুণ
২ গুণ
২ ১/২ গুণ
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাল্লার উভয়পৃষ্ঠের রডের জন্য এক পৃষ্ঠের ক্ষেত্রফলের গুণ।
(i) সম্পূর্ণ কাচের শুণ
(ii) আংশিক প্যানেল/আংশিক কাচ ২ গুণ
(iii) সম্পূর্ণ কাঠের = 2 গুণ
(iv) ফ্লাশ দরজা= 2 গুণ
(৩) প্যানেল দরজা = 2.25 গুণ
(vi) ভেনিশিয়ান / লুভার্ড দরজা = 3 গুণ
3404. একটি পাত্রে 1m পানির উপর 50cm তেলের (sp. gravity 0.8) স্তর আছে। পাত্রের তলদেশে চাপ কত?
4kN/m^2
10 kN/m^2
12 kN/m^2 4kN/m^2
14 kN/m^2 4kN/m^2
ব্যাখ্যা: P=w_(1s_1 ) h_1+w_(2s_2 ) h_2
=1x9.81 x1+ 9.81 x0.8x0.5=14 kN/m^2
3405. ঘরের ছাদে পানিরোধক হিসাবে ব্যবহৃত হয়-
PIASTER
DPP
DPC
RCC
ব্যাখ্যা: ব্যাখ্যা: DPC-এর পূর্ণরূপ হলো-Damp Proof Course/আর্দ্রভারোধী স্তর/পানি নিরোধক স্তর। প্লিস্থ জালানার সিল, ছাদ, মেঝে ইত্যাদিকে পানি নিরোধক করার জন্য DPC ব্যবহৃত হয়।
3406. পানি turbidity কীসের পরিমাপক?
ভাসমান বস্তুর
দ্রবীভূত বস্তুর
পানির অম্লতা
পানির ক্ষারতা
ব্যাখ্যা: Turbidity মূলত পানির আবিলতা/অস্বচ্ছতা পরিমাপ করাকে বুঝায়।
3407. প্লাস্টারের কাজে কত বর্গমিটার পর্যন্ত ফাঁকা জায়গা বাদ দেওয়া হয় না?
০.৫ বর্গমিটার
১.০০ বর্গমিটার
০.৮ বর্গমিটার
০.৬ বর্গমিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা:
আন্তর/প্লাস্টার কাজের জন্য-
(i) 0.5m² পর্যন্ত ফাঁকা অংশ বাদ দেওয়া যাবে না।
(ii) 0.5m² হতে 3m² পর্যন্ত ফাঁকা অংশের উভয় পাশে আস্তর করা হলে এক পাশের মাপ বাদ দেওয়া হয়। এবং Jamb Sill-এর জন্য অপর পাশ ধরা হয়।
(iii) 3m²-এর অধিক ফাঁকা হলে আস্তরের জন্য সম্পূর্ণটাই বাদ দেওয়া হয় কিন্তু Jamb এবং Sill আলাদাভাবে যোগ করতে হয়।
3408. গণপূর্ত কাজের যাবতীয় লেনদেন কোষাগার, অর্থ ও হিসাবপ্রণালি সম্পর্কিত বিধি ও নির্দেশসমূহ যে বইয়ে লেখা থাকে, তাকে বলা হয়-
গণপূর্ত হিসাব বই
হিসাব সংহিতা
উপরে উল্লিখিত দুটি
কোনোটিই নয়
3409. ACI Code অনুসারে Column-এর Minimum Longitudinal reinforcement কত?
০.৫%
৩%
২%
১%
ব্যাখ্যা: ব্যাখ্যা: ACI কোড অনুযায়ী Column-এর Minimum longitudinal reinforcement 1% এবং সর্বোচ্চ ৪৭%।
3410. জল সরবরাহ ও অন্যান্য কাজে নিয়োজিত-
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর
ইমারত দপ্তর
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের আওতাধীন একটি দপ্তর, যা বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা তদারকি করে।
3411. সড়ক, সেতু, কালভার্ট ও সংশ্লিষ্ট কাজের দায়িত্বে নিয়োজিত-
ইমারত দপ্তর
জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তর
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
সড়ক ও জনপদ দপ্তর
3412. Pycnometer দিয়ে কী নির্ণয় করা হয়?
Sp. gravity
Voids volume
Shear strength
Compressive strength
ব্যাখ্যা: যে-কোনো তরল পদার্থের Sp. gravity নির্ণয় করার জন্য Pycnometer ব্যবহার করা হয়।
3413. দুটি নলকূপের Individual discharge যথাক্রমে Q1 এবং Q2. নলকূপ দুটির একত্রিত discharge কত হবে?
Q1+Q2
>(Q+Q2)
<(Qi + Q2)
কোনোটিই নয়
ব্যাখ্যা: প্রথম নলকূপের discharge 'Q।' এবং দ্বিতীয় নলকূপের discharge 'Q' হলে, দুই নলকূপের একত্রে discharge, Q=Q+Q₂ হবে।
3414. SI পদ্ধতিতে চাপের মৌলিক এক N/mm² এটি কী নামে পরিচিত?
MPa হিসাবে
poise হিসাবে
Stoke হিসাবে
কোনোটিই নয়
ব্যাখ্যা: SI পদ্ধতির চাপের মৌলিক একক N/m² = Pa
এবং N/mm² = MPa
3415. প্লাস্টারিং একক হিসাব করা হয়-
ঘনমিটারে
রানিং মিটার
বর্গমিটারে
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্লাস্টারিং / আন্তরের কাজের পরিমাণ এবং দরের একক বর্গমিটারে করা হয়।
3416. Departmental charge দালান খরচের-
৫%-১০%
১৫%-২০%
২০%-২৫%
১০%-১৫%
3417. দালানে চুনকামের কাজ আস্তরের কাজের-
বেশি
কম
সমান
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: চুনকামের সকল মাপ বর্গমিটারে হয় এবং এর দরের একক ও বর্গমিটার। চুনকামের কাজের পরিমাণ প্লাস্টারের কাজের সমান হবে।
3418. Kinematic viscosity-এর একক কী?
m²/sec
sec/m²
sec/m³
kg. sec/m²
ব্যাখ্যা: SI এককে Kinematic viscosity-এর একক m²/s।
3419. সাধারণভাবে গণপূর্ত দপ্তর বলতে বুঝায়-
ইমারত দপ্তর
সড়ক দপ্তর
উভয়টি
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা : গণপূর্ত অধিদপ্তর একটি সরকারি বিভাগ, যা সরকারি সংস্থা ও সংস্থার ভবন কাঠামো নির্মাণের জন্য দায়বদ্ধ। এটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কাজ করে থাকে।
3420. পিটট টিউব দ্বারা তরল পদার্থের কী মাপা হয়?
ভেলোসিটি
প্রবাহ
চাপ
আয়তন
ব্যাখ্যা: Pitot tube দ্বারা তরলের গতিবেগ নির্ণয় করা হয়।