MCQ
3401. জল সরবরাহ ও অন্যান্য কাজে নিয়োজিত-
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর
ইমারত দপ্তর
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের আওতাধীন একটি দপ্তর, যা বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা তদারকি করে।
3402. প্লাস্টারিং একক হিসাব করা হয়-
ঘনমিটারে
রানিং মিটার
বর্গমিটারে
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্লাস্টারিং / আন্তরের কাজের পরিমাণ এবং দরের একক বর্গমিটারে করা হয়।
3403. প্রভারিত সংস্থার ব্যয় দালান খরচের-
১.৫%
৪.৫%
২.৫%
৩.৫%
3404. SI পদ্ধতিতে চাপের মৌলিক এক N/mm² এটি কী নামে পরিচিত?
MPa হিসাবে
poise হিসাবে
Stoke হিসাবে
কোনোটিই নয়
ব্যাখ্যা: SI পদ্ধতির চাপের মৌলিক একক N/m² = Pa
এবং N/mm² = MPa
3405. প্লাস্টারের কাজে কত বর্গমিটার পর্যন্ত ফাঁকা জায়গা বাদ দেওয়া হয় না?
০.৫ বর্গমিটার
১.০০ বর্গমিটার
০.৮ বর্গমিটার
০.৬ বর্গমিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা:
আন্তর/প্লাস্টার কাজের জন্য-
(i) 0.5m² পর্যন্ত ফাঁকা অংশ বাদ দেওয়া যাবে না।
(ii) 0.5m² হতে 3m² পর্যন্ত ফাঁকা অংশের উভয় পাশে আস্তর করা হলে এক পাশের মাপ বাদ দেওয়া হয়। এবং Jamb Sill-এর জন্য অপর পাশ ধরা হয়।
(iii) 3m²-এর অধিক ফাঁকা হলে আস্তরের জন্য সম্পূর্ণটাই বাদ দেওয়া হয় কিন্তু Jamb এবং Sill আলাদাভাবে যোগ করতে হয়।
3406. Kinematic viscosity-এর একক কী?
m²/sec
sec/m²
sec/m³
kg. sec/m²
ব্যাখ্যা: SI এককে Kinematic viscosity-এর একক m²/s।
3407. দালানে চুনকামের কাজ আস্তরের কাজের-
বেশি
কম
সমান
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: চুনকামের সকল মাপ বর্গমিটারে হয় এবং এর দরের একক ও বর্গমিটার। চুনকামের কাজের পরিমাণ প্লাস্টারের কাজের সমান হবে।
3408. ACI Code অনুসারে Column-এর Minimum Longitudinal reinforcement কত?
০.৫%
৩%
২%
১%
ব্যাখ্যা: ব্যাখ্যা: ACI কোড অনুযায়ী Column-এর Minimum longitudinal reinforcement 1% এবং সর্বোচ্চ ৪৭%।
3409. সাধারণভাবে গণপূর্ত দপ্তর বলতে বুঝায়-
ইমারত দপ্তর
সড়ক দপ্তর
উভয়টি
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা : গণপূর্ত অধিদপ্তর একটি সরকারি বিভাগ, যা সরকারি সংস্থা ও সংস্থার ভবন কাঠামো নির্মাণের জন্য দায়বদ্ধ। এটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কাজ করে থাকে।
3410. পানি turbidity কীসের পরিমাপক?
ভাসমান বস্তুর
দ্রবীভূত বস্তুর
পানির অম্লতা
পানির ক্ষারতা
ব্যাখ্যা: Turbidity মূলত পানির আবিলতা/অস্বচ্ছতা পরিমাপ করাকে বুঝায়।
3411. গণপূর্ত কাজের যাবতীয় লেনদেন কোষাগার, অর্থ ও হিসাবপ্রণালি সম্পর্কিত বিধি ও নির্দেশসমূহ যে বইয়ে লেখা থাকে, তাকে বলা হয়-
গণপূর্ত হিসাব বই
হিসাব সংহিতা
উপরে উল্লিখিত দুটি
কোনোটিই নয়
3412. Departmental charge দালান খরচের-
৫%-১০%
১৫%-২০%
২০%-২৫%
১০%-১৫%
3413. ঘরের ছাদে পানিরোধক হিসাবে ব্যবহৃত হয়-
PIASTER
DPP
DPC
RCC
ব্যাখ্যা: ব্যাখ্যা: DPC-এর পূর্ণরূপ হলো-Damp Proof Course/আর্দ্রভারোধী স্তর/পানি নিরোধক স্তর। প্লিস্থ জালানার সিল, ছাদ, মেঝে ইত্যাদিকে পানি নিরোধক করার জন্য DPC ব্যবহৃত হয়।
3414. রংকরণে সম্পূর্ণ কাঠের পাল্লায় উভয় পৃষ্ঠের জন্য এক পৃষ্ঠের ক্ষেত্রফলের -
১ গুণ
১ ১/২ গুণ
২ গুণ
২ ১/২ গুণ
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাল্লার উভয়পৃষ্ঠের রডের জন্য এক পৃষ্ঠের ক্ষেত্রফলের গুণ।
(i) সম্পূর্ণ কাচের শুণ
(ii) আংশিক প্যানেল/আংশিক কাচ ২ গুণ
(iii) সম্পূর্ণ কাঠের = 2 গুণ
(iv) ফ্লাশ দরজা= 2 গুণ
(৩) প্যানেল দরজা = 2.25 গুণ
(vi) ভেনিশিয়ান / লুভার্ড দরজা = 3 গুণ
3415. সড়ক, সেতু, কালভার্ট ও সংশ্লিষ্ট কাজের দায়িত্বে নিয়োজিত-
ইমারত দপ্তর
জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তর
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
সড়ক ও জনপদ দপ্তর
3416. Pycnometer দিয়ে কী নির্ণয় করা হয়?
Sp. gravity
Voids volume
Shear strength
Compressive strength
ব্যাখ্যা: যে-কোনো তরল পদার্থের Sp. gravity নির্ণয় করার জন্য Pycnometer ব্যবহার করা হয়।
3417. ইটের গাঁথুনির কাজে কত বর্গমিটার ফাঁকা স্থান বাদ দেওয়া হয় না?
০.৫ বর্গমিটার
০.৩ বর্গমিটার
০.১ বর্গমিটার
০.৪ বর্গমিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইটের গাঁথুনির কাজে-
i 0.1m² পরিমাণ ফাঁকার জন্য কোনো বিয়োগ হয়
ii) 0.05m² প্রস্থচ্ছেদবিশিষ্ট বিম, লিন্টেল ইত্যাদি বিয়োগ হয় না।
3418. একটি পাত্রে 1m পানির উপর 50cm তেলের (sp. gravity 0.8) স্তর আছে। পাত্রের তলদেশে চাপ কত?
4kN/m^2
10 kN/m^2
12 kN/m^2 4kN/m^2
14 kN/m^2 4kN/m^2
ব্যাখ্যা: P=w_(1s_1 ) h_1+w_(2s_2 ) h_2
=1x9.81 x1+ 9.81 x0.8x0.5=14 kN/m^2
3419. দুটি নলকূপের Individual discharge যথাক্রমে Q1 এবং Q2. নলকূপ দুটির একত্রিত discharge কত হবে?
Q1+Q2
>(Q+Q2)
<(Qi + Q2)
কোনোটিই নয়
ব্যাখ্যা: প্রথম নলকূপের discharge 'Q।' এবং দ্বিতীয় নলকূপের discharge 'Q' হলে, দুই নলকূপের একত্রে discharge, Q=Q+Q₂ হবে।
3420. পিটট টিউব দ্বারা তরল পদার্থের কী মাপা হয়?
ভেলোসিটি
প্রবাহ
চাপ
আয়তন
ব্যাখ্যা: Pitot tube দ্বারা তরলের গতিবেগ নির্ণয় করা হয়।