MCQ
3461. ১২"x১২" × ১২" সাইজ এর একটি বিম এর ঢালাই এর জন্য সিমেন্ট এর পরিমাণ কত? [MOCA-19]
2
3
1
none of them
3462. এক মিমি পুরো ১০০ বর্গমিটার এমএস প্লেইন শিটের ওজন কত? [BSCIC-19, BBA-19]
৬৮৫ কেজি
৭০০ কেজি
৭৮৫ কেজি
৮৮৫ কেজি
কোনোটিই নয়
3463. RCC ঢালাই করা কার্নিশ দেয়ালের গাত্র থেকে কত সেমি বাইরে থাকে? [SB-16]
৪০ থেকে ৮০cm
৫০ থেকে ৯০cm
৩০ থেকে ৬০cm
৬০ থেকে ৯০cm
3464. এক ঘনমিটার Brick Masonry কতটি ইটের প্রয়োজন? [DM-19]
৫০০টি
৪০০টি
৪৫০টি
৩৫০টি
3465. ইটের কাজে সাধারণত লাইম এবং বালির অনুপাতে কত ধরা হয়। [HED-19]
1:2
1:4
1:6
1:8
3466. ১৪৬ অনুপাতে ১৫' × ৯' × ১০" দেওয়ালটি তৈরি করতে সিমেন্ট লাগবে-[MOCA-19]
০.৫ ব্যাগ
৪.৫০ ব্যাগ
৬.০ ব্যাগ
৪.০ ব্যাগ
3467. ১: ৫:৩ অনুপাতের ২.৮ ঘনমিটার কংক্রিটে বালুর পরিমাণ- [MOCA-19]
৫৫ ঘনফুট
৪৫ ঘনফুট
৩০ ঘনফুট
৩৫ ঘনফুট
3468. রিটার্ন টাইপ Wing wall অ্যাবাটমেন্টের সাথে কত ডিগ্রি কোণে থাকে?
120°
100°
90°
45°
3469. গান্টার্স শিকলের দৈর্ঘ্য-[BB-21]
33ft
44ft
55ft
66ft
3470. Wing wall দৈর্ঘ্য অ্যাবাটমেন্টের উচ্চতার কত গুণ হয়?
১ থেকে ২ গুণ
২ থেকে ৩ গুণ
১.৫ থেকে ২ গুণ
৩ থেকে ৫ গুণ
3471. ৫০ মিমি × ৮ মিমি এক কুইন্টাল এমএস ফ্লাটবারের।দৈর্ঘ্য কত? [BBA-19; BSCIC-19)
৩০.৮৫ মি.
৩২.৮৫ মি.
৩১.৮৫ মি.
৩৩.৮৫ মি.
কোনোটিই নয়
3472. সড়ক বাঁধের Side Slope সাধারণত দেওয়া হয়- [SB-16]
২:১
১:১
৩:১
৪:১
3473. ১৪২৪৪ অনুপাত ১০০ ঘনফুট কংক্রিটের সিমেন্টের প্রয়োজন- (R&H-01, LGED-19. DM-19, MODMR-04, BBA-19, BSCIC-49)
১০ ব্যাগ
১৫ ব্যাগ
১৮ ব্যাগ
২২ ব্যাগ
3474. বিম, কলাম ইত্যাদি মেম্বারের উপর প্লাস্টারের অনুপাত কত? [SB-16]
১:৩
১:৪
১:৬
১:৭
3475. সেপটিক ট্যাঙ্কের দুই কক্ষের মাঝের ওয়ালকে বলা হয়- [SB-16]
Whope wall
বাফেল ওয়াল
Wing wall
Pier
3476. কোনো বাঁধের উপরিভাগ ৬ মি., উচ্চতা ২ মি. এবং ঢাল১৪২ হলে বাঁধের বিস্তার কত? [DM-19]
১৬ মিটার
১২ মিটার
১০ মিটার
১৪ মিটার
3477. Wing wall-এর পুরুত্ব কত হয়?
২৫ সেমি থেকে ৩০ সেমি
২০ সেমি থেকে ৩৫ সেমি
৩০ সেমি থেকে ৪০ সেমি
৪০ সেমি থেকে ৫০ সেমি
3478. এক বর্গমিটার জায়গা হেরিংবোন বন্ড করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা কত? [DM-19]
৩১টি
৫২টি
৪২টি
৬২টি
3479. ১০০ ঘনফুট ইটের খোয়া প্রস্তুতিতে ইটের প্রয়োজন- [MOCA-19]
৮৫০টি
৮০০টি
৭০০টি
৭৫০টি
3480. ১:৬ অনুপাতে ১৫'-০" লম্বা, ৯'-০" চওড়া ও ১০" পুরু একটি ইটের গাঁথুনি করতে প্রতি ঘনমিটার ৩০০০.০০ টাকা হিসাবে খরচ পড়বে- [MOCA-19]
৩,০০০.০০ টাকা
১০,৫০০.০০ টাকা
৯,৪১২.০০ টাকা
৯,০০০.০০ টাকা