Image
MCQ
4161. সিমেন্টের কোন পরীক্ষার vicat Apparatus ব্যবহার করা হয়?
Initial setting time
Final setting time
Normal consistency
ওপরের সব গুলো
4162. অ্যাবাটমেন্ট কী?
ব্রিজের পাইল ক্যাপ
ব্রিজের প্রান্তীয় সাপোর্ট
ব্রিজের নদী মধ্যবর্তী সাপোর্ট
ব্রিজের সুপার স্ট্রাকচার
4163. Galvanaizing এ কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়?
নিকেল
অ্যালুমিনিয়াম
জিঙ্ক
আয়রন
4164. ব্রডগেজের দুই রেলের মধ্যে দূরত্ব হলো
০.৫০ মিটার
১ মিটার
১.৬৭৬ মিটার
১.৫০ মিটার
4165. ইট মৃত্তিকার প্রধান উপাদান হচ্ছে-
ক্যালসিয়াম
এলুমিনা
সিলিকা
ম্যাগনেসিয়াম
4166. একটি Septic Tank - Liquid retention time হওয়া উচিত কমপক্ষে-
১ দিন
৩ দিন
১০ দিন
৭ দিন
4167. Concrete mix-এর ক্ষেত্রে slump value বৃদ্ধি পেলে concrete এর workability-
বৃদ্ধি পাবে
কমে যাবে
অপরিবর্তীত থাকে
ওপরের কোনটি নয়
4168. Ordinary Portland cement এর Initial setting time কত?
৩০ মিনিট
৫ ঘন্টা
১ ঘন্টা
১০ ঘন্টা
4169. রিজিড পেভমেন্ট বলতে কী বুঝায়?
রাস্তায় উপরের শক্ত আচ্ছাদিত রাস্তা
কংক্রিটের তৈরি রাস্তা
বিটুমিন দ্বারা আচ্ছাদিত রাস্তা
সোলিং করা রাস্তা
4170. টেরাকোটা তৈরির মূল উপাদান হচ্ছে-
সিমেন্ট
মাটি
মাটি ও সিমেন্ট
আয়রন
4171. ব্যবহারের পূর্বে pre-stress concrete girder- pre - stressing tendon দিয়ে-
Tension Zone এ Tension প্রয়োগ করা হয়।
Tension Zone এ compression প্রয়োগ করা হয়
compression Zone এ Tension প্রয়োগ করা হয়
compression Zone এ compression প্রয়োগ করা ঘয়।
4172. বাংলাদেশের বাৎসরিক গড় বৃষ্টিপাতের পরিমাণ-
৫০০০ মিমি
১,০০০ মিমি
২,০০০মিমি
৫০০ মিমি
4173. ভূমিকম্পের ঝুঁকি কোন জেলায় সবচেয়ে বেশি?
খুলনা
ঢাকা
চট্টগ্রাম
সিলেট
4174. সাধারন পোর্টল্যান্ড সিমেন্ট তৈরিতে ক্লিনকার এর সাথে জিপসাম সংমিশ্রণের কারণ -
setting time বৃদ্ধি করা
setting time হ্রাস করা
Fineness বৃদ্ধি করা
সিমেন্টের মূল্য হ্রাস করা
4175. ২৮ দিনে curing এর পর concrete কী পরিমাণ strength অর্জন করে?
প্রায় ৪০%
প্রায় ৬৭%
প্রায় ১০০%
প্রায় ১২৫%
4176. তরলে ডুবন্ত কোনো তলের ওপর resultant pressure যে point এ কাজ করে তাকে বলা হয়-
Center of gravity
Center of pressure
Center of immersed surface
None of them
4177. সাধারন পোর্টল্যান্ড সিমেন্টের Unite weight হচ্ছে-
৭০ পাউন্ড/ঘনফুট
৯০ পাউন্ড/ঘনফুট
৮০ পাউন্ড/ঘনফুট
১০০ পাউন্ড/ঘনফুট
4178. জরিপ কাজে কন্টুর ম্যাপ তৈরিতে কোন যত্রটি অপরিহার্য?
ইঞ্জিনিয়ার্স চেইন
লেভেল
থিওডোলাইট
প্লেইন টেবিল
4179. মাটির ভার বহন ক্ষমতা নির্ভর করে কিসের উপর?
ফাউন্ডেশন- এর ধরন
ফাউন্ডেশন- এর গভীরতা
ফাউন্ডেশন- এর আকার ও আকৃতি
উপরের সবগুলো
4180. জলছাদ তৈরিতে চুন, সুরকি ও খোয়ার অনুপাত হচ্ছে-
১:২:৪
১:৩:৬
২:২:৭
২:২:৫