Image
MCQ
4101. If a footing supports several columns it is called-
Spread footing
Continuous footing
Combined footing
Isolated footing
4102. স্থানীয় আকর্ষন না থাকেেল সম্মুখ ও পশ্চাৎ বিয়ারিং এর পার্থক্য হওয়া উচিত-
৯০°
১৮০°
০°
৫০°
4103. ভাইকাটস্ এপারেটাস সিমেন্ট টেস্টের জন্য ব্যবহৃত প্লাজারের ব্যাস-
১০ মি.মি.
২০ মি.মি.
১৫ মি.মি.
২৫ মি.মি.
4105. ট্রাই-এক্সিয়াল টেস্টে মাটিকে কী টেস্ট করা হয়?
কমপেকশন টেস্ট
কনসোলিডেশন টেস্ট
শিয়ার স্ট্রেস্থ টেস্ট
টেনসাইল স্ট্রেস্থ টেস্ট
4106. শিয়ার ফোর্স ডায়াগ্রামে চিহ্ন পরিবর্তন বিন্দুকে বলে-
ইরপ্লেকশন বিন্দু
নিরপেক্ষ বিন্দু
বিপদজনক বিন্দু
নিষ্ক্রিয় বিন্দু
4107. গান্টার শিকলের কত শিকলে এক মাইল?
৫০
৬০
৭০
৮০
4108. সিমেন্টের প্রান্তিক সেটিং টাইম পরীক্ষায় ব্যবহৃত সুই-এর প্রস্থচ্ছেদী ক্ষেত্রফল হবে-
১ বর্গ, মি.মি.
৩ বর্গ, মি.মি.
২ বর্গ, মি.মি.
৪ বর্গ. মি.মি.
4109. স্পাইরাল কলামে খাড়া রডের নূন্যতম সংখ্যা-
৪টি
৫টি
৬টি
৮টি
4110. সিমেন্টের ফাইনাল সেটিং টাইম কত সময়ের বেশি হওয়া উচিত নয়?
৫ ঘন্টা
১০ ঘন্টা
৭ ঘন্টা
১২ ঘন্টা
4111. একটি প্রথম শ্রেণীর ইটে সিলিকার (SiO₂) পরিমান কত?
৫০%
৬০%
৫৫%
৬৫%
4112. সিমেন্ট চুনের শতকরা পরিমাণ-
৪০-৫০%
৬০-৬৭%
৫০-৬০%
৭০-৭৫%
4113. কোন পদ্ধতির জরিপ কার্যকে গ্রাফিক্যাল জরিপ পদ্ধতি বলা হয়?
শিকল জরিপ
প্লেন জরিপ
কম্পাস জরিপ
থিওডোলাইড জরিপ
4114. ২৮ দিন কিউরিং এর ফলে সাধারন পোর্টল্যান্ড সিমেন্ট কংক্রিট কত % শক্তি অর্জন করে?
50%
60%
70%
80%
4115. 10 সাধারনভাবে স্থাপিত L' মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি বীমে সমভাবে বিস্তৃত প্রতি মিটার w kg লোডের জন্য সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট-
WL²/4
WL²/8
WL²/22
. WL2/12
4116. ভাল ইটের চাপ শক্তির পরিমান সাধারনত কত?
১০০-১১০ কেজি/বর্গ,সে.মি.
১২০-১৩০ কেজি/বর্গ.সে.মি.
১৪০-১৫০ কেজি/বর্গ,সে.মি.
১৫০-১৬০ কেজি/বর্গ.সে.মি.
4117. আদর্শ প্রক্টর পরীক্ষায় মাটিকে দৃঢ়করণের জন্য ব্যবহৃত হাতুড়ির ওজন-
৫.৫ কেজি
৩.৫ কেজি
৪.৫ কেজি
২.৫ কেজি
4118. কংক্রিটের compression test-এ ব্যবহৃত সিলিন্ডারের ব্যাস ও উচ্চতা যথাক্রমে-
১৫ সে.মি. ৩০ সে.মি.
৩০ সে.মি. ৩০ সে.মি.
১৫ সে.মি. ১৫ সে.মি,
৩০ সে.মি. ১৫ সে.মি.
4119. সেটিং টাইম নিয়ন্ত্রণের জন্য সাধারন পোর্টল্যান্ড সিমেন্ট কত ভাগ জিপসাম মিশানো হয়?
১%- ২%
২.৫% -৩%
১.৫%-২%
৩% -৪%
4120. সেটিং টাইম টেস্ট সুই (নিডল) সিমেন্ট পেস্টের মধ্যে সম্পূর্ণ না ডুবে কত মি.মি. পর্যন্ত ডুবলে বুঝতে হবে যে প্রান্তিক সেটিং শুরু হয়েছে?
৩৫ মি.মি.
৪০ মি.মি.
২৫ মি.মি.
৩০ মি.মি.