MCQ
4541. ইট প্রস্তুত করার মাটিতে যার পরিমান সর্বাধিক থাকা আবশ্যক-
Iron oxide
silika
Alumina
Lime
4542. সিমেন্টর final setting time কত?
১ ঘন্টা
৪ ঘন্টা
৮ ঘন্টা
১০ ঘন্টা
4543. Timber seasoning করা হয় কেন?
Timber এর ওজন বৃদ্ধি করার জন্য
Timber এর Strength বৃদ্ধির জন্য
ওপরের সবগুলো
উপরের কোনটি নয়
4544. Ordinary Portland cement - এর initial setting time কত?
৩০ মিনিট
১ঘন্টা
৪ ঘণ্টা
১০ ঘণ্টা
4545. fineness modulus নির্ণয়ে সবচেয়ে সূক্ষ যে চালুনী ব্যবহৃত হয় তা হলো-
No 50
No 100
No 150
No 200
4546. কনক্রিট ধারণ করতে পারে-
Tension
Shear
Compression
Torque
4547. প্লেন টেবিল সার্ভের জন্য কমপক্ষে কতগুলো স্টেশন আবশ্যক-
1
2
3
4
4548. Paint এর Thinner হিসাবে সাধারণত ব্যবহার করা হয়-
অ্যালকোহল
পেট্রোল
তারপিন
পানি
4549. দুটি সম স্প্যান বিশিষ্ট continuous slab এর প্রত্যেক span-এ center এর নিকট সর্বোচ্চ bending moment হবে-
WL²/8
WL²/10
WL²/2
WL²/12
4550. Portiand Cement এর প্রধান দুটি উপাদান হচ্ছে-
আয়রন অক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইড
অ্যালুমিনা ও ম্যাগনেসিয়াম অক্সাইড
ক্যালসিয়াম অক্সাইড ও সিলিকা
উপরের কোনটি নয়
4551. জলছাদে চুন সুরকী খোয়ার অনুপাত-
1:2:4
1:3:6
2:2:6
2:2:7
4552. ইটের প্রধান দুটি উপাদান হচ্ছে-
সিলিকা ও অ্যালুমিনা
সোডিয়াম ও আয়রন
আয়রন ও সিলিকা
ম্যাগনেসিয়াম ও সোডিয়াম
4553. The brick laid with its length parallel to the face of the wall is called a (দেয়ালের সমান্তরালে ইটের স্থাপনাকে বলে-)
stretcher
course
closer
header
4554. যে আকারের এগ্রিগেট সবচেয়ে বেশি ভয়েড সৃষ্টি করে-
Angular
Unuqalsized.
Round
None of this
4555. সাধারণভাবে স্থাপিত সমভাবে বিস্তৃত লোডের বীমের সর্বোচ্চ বেডিং মোমেন্ট হয়-
সার্পোট
মাঝখানে
প্রা ন্ত হতে ১/৪ দূরে
প্রান্ত হতে১/৩দূরে
4556. ১০০ ঘণফুট গাথুনিতে প্রয়োজনীয় ইটের সংখ্যা
500
1000
1200
1500
4557. চারটি Matarial A, B, C. এবং D এর CBR যথাক্রমে ৩০% ১৫%, ৪০%, ২৫% হলে সবচেয়ে শক্ত (Hardest materials) হবে-
A
B
C
D
4558. লাইম কনক্রিট ও সিমেন্ট কনক্রিট এর কিউরিং সময় যথাক্রমে-
১ সপ্তাহ / ২ সপ্তাহ
২ সপ্তাহ / ৪ সপ্তাহ
৩ সপ্তাহ / ৩ সপ্তাহ
৪ সপ্তাহ / ৪ সপ্তাহ
4559. গান্টার্স চেইন যথোপযুক্ত ব্যবহার করা যায় এই সার্ভেতে
Topographical survey
Revitional survey (আর এস)
Cadastral Survey (সি.এস)
Boundary survey
4560. হাতে তৈরি প্রথম শ্রেণির মসলা বিহীন ইটের আকার কত?
10" x 5" x 3"
9.5"x 4.5"x 2.75"
9 "x 4"x 2.5"
12"x 2"x 2.5"