Image
MCQ
4501. Galvanaizing এ কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়?
নিকেল
অ্যালুমিনিয়াম
জিঙ্ক
আয়রন
4502. একটি ক্যানটিলিভার বীমের উপর সমভাবে বিস্তৃত লোড প্রতি একক দৈর্ঘ্যের হলে, বীমটির সর্বোচ্চ ভ্রামক হবে -
WL²/4
WL²/2
WL²/8
WL³/12
4503. আয়তাকার কলমের টাই রডের মন্ত্রবর্তী দূরত্বের সর্বোচ্চ সীমা-
খাড়া রডের ব্যাসের ১৬ গুন
টাই রডের ব্যাসের ৪৮ গুন
কলামের পার্শ্ব ম্যাপের ন্যূনতমটি
উপরের তিনটির মধ্যে ন্যূনতমটি
4504. মাটির ভার বহন ক্ষমতা নির্ভর করে কিসের উপর?
ফাউন্ডেশন- এর ধরন
ফাউন্ডেশন- এর গভীরতা
ফাউন্ডেশন- এর আকার ও আকৃতি
উপরের সবগুলো
4505. ৬০ গ্রেড ইস্পাত এর মূল বৈশিষ্ট্য কী?
আলটিমেট স্ট্রেস্থ ৬০,০০০ পিএসআই
ইন্ড স্ট্রেন্থ ৬০,০০০ পিএসআই
ইলোনগেশন ৬০%
কনভার্ট এলিভেশন
4506. একটি পাচ টন ক্ষমতার ট্রাকে অনুমোদিতভাবে কত ব্যাগ সিমেন্ট বহন করা যাবে?
২০০ ব্যাগ
১০০ ব্যাগ
১৫০ ব্যাগ
৭৫ ব্যাগ
4507. ড্রাই ভলিউম ওয়েট ভলিউমের কত গুন?
১ গুন
২ গুন
১.৫ গুন
৩ গুন
4508. ব্রডগেজের দুই রেলের মধ্যে দূরত্ব হলো
০.৫০ মিটার
১ মিটার
১.৬৭৬ মিটার
১.৫০ মিটার
4509. ব্যবহারের পূর্বে pre-stress concrete girder- pre - stressing tendon দিয়ে-
Tension Zone এ Tension প্রয়োগ করা হয়।
Tension Zone এ compression প্রয়োগ করা হয়
compression Zone এ Tension প্রয়োগ করা হয়
compression Zone এ compression প্রয়োগ করা ঘয়।
4510. জলছাদ তৈরিতে চুন, সুরকি ও খোয়ার অনুপাত হচ্ছে-
১:২:৪
১:৩:৬
২:২:৭
২:২:৫
4511. ভূমিকম্পের ঝুঁকি কোন জেলায় সবচেয়ে বেশি?
খুলনা
ঢাকা
চট্টগ্রাম
সিলেট
4512. ১২.৫ সেমি পুরু ১০০ বর্গমিটার ব্রিক ওয়াল তৈরিতে কতটি ইটের প্রয়োজন?
৪২৫০
৫১২৫
৪৩৩৪
৫৩৪৩
4513. একটি সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য ১০ ইঞ্চি এবং এই বাহুর সমান্তরিকের ক্ষেত্রফল -
80
40
20
60
4514. অ্যাবাটমেন্ট কী?
ব্রিজের পাইল ক্যাপ
ব্রিজের প্রান্তীয় সাপোর্ট
ব্রিজের নদী মধ্যবর্তী সাপোর্ট
ব্রিজের সুপার স্ট্রাকচার
4515. একটি পুকুরের আয়তন বের করার ক্ষেত্রে নিম্নের কোন তথ্যটি অপরিহার্য?
ক্ষেত্রফল ও গভীরতা
কংন্টর ম্যাপ
দৈর্ঘ্য ও প্রস্থ
মাঝ বরাবর ব্যবচ্ছেদ চিত্র
4516. জরিপ কাজে কন্টুর ম্যাপ তৈরিতে কোন যত্রটি অপরিহার্য?
ইঞ্জিনিয়ার্স চেইন
লেভেল
থিওডোলাইট
প্লেইন টেবিল
4517. একটি Septic Tank - Liquid retention time হওয়া উচিত কমপক্ষে-
১ দিন
৩ দিন
১০ দিন
৭ দিন
4518. একটি আরসিসি বিমের ন্যূনতম মূল ইস্পাতের পরিমান হবে-
১%
0.00001 fy
200/fy
কোনটি নয়
4519. রিজিড পেভমেন্ট বলতে কী বুঝায়?
রাস্তায় উপরের শক্ত আচ্ছাদিত রাস্তা
কংক্রিটের তৈরি রাস্তা
বিটুমিন দ্বারা আচ্ছাদিত রাস্তা
সোলিং করা রাস্তা
4520. লং কলামের ক্ষেত্রে লোড বহনের ক্ষমতা নিম্নের কোনটির উপর নির্ভও করে?
কলামের আয়তন
কলামের দৈর্ঘ্য
দুই প্রান্তের সাপেটি এর ধরন
কলাম উপকরনের ইল্ড স্ট্রেই