MCQ
661. কোনটি 'জিজ্ঞাসা'র সমার্থক শব্দ নয়?
জেরা
পুছা
জবাব
শুধানো
662. চোখের প্রতিশব্দ নয় কোনটি?
অক্ষি
লোচন
সলিল
নয়ন
663. 'নেত্র' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক্ষেত্র
চন্দ্র
সূর্য
চোখ
664. . 'নীর' শব্দের সমার্থক শব্দ-
পর্বত
চন্দ্র
বারি
অগ্নি
665. 'মৃগাঙ্ক' শব্দটির অর্থ হলো-
হরিণ শিকার
চন্দ্র
চিত্রা হরিণ
হরিণ শিশু
666. 'জল' শব্দের সমার্থক নয় কোনটি?
নীর
উদক
জলধি
সলিল
667. 'ঢেউ' শব্দের প্রতিশব্দ কোনটি?
বারিধি
অম্বু
বীচি
বারি
668. কোনটি চাঁদের সমার্থক শব্দ নয়----
সবিতা
ইন্দু
শীতকর
রজনীকান্ত
669. 'জল' এর সমার্থক শব্দ নির্ণয় কর।
সলিল
বারিধি
পঙ্কিল
কোনোটিই নয়
670. . কোনটি সমার্থক শব্দগুচ্ছ নয়?
অশ্ব, হয়, মাতঙ্গ, তুরঙ্গ
শার্দুল, শের, বাঘ,ব্যাঘ্র
পরিধি, পরিমাণ আয়তন, পরিসর
রূপ, আকার, আদল, আকৃতি ,
671. 'পানি'র সমার্থক শব্দ-
উষার
উপল
উদক
উদর
672. . 'জল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
নিম্ব
সরিৎ
তড়িত
অম্বু
673. 'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ঋজু
সোজা
অসংহত
ঢেউ
674. 'শশাঙ্ক' শব্দের সঠিক অর্থ কোনটি?
চাঁদ
সমুদ্র
সূর্য
খরগোশ
675. 'চাঁদ' এর সমার্থক শব্দ-
উর্মি
বিধু
তটিনী
যামিনী
676. 'সুধাকর' শব্দের অর্থ কী?
মিষ্টি
সূর্য
মধু
চন্দ্র
677. 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
নিশাপতি
কৌমুদী
চাঁদনী
চন্দ্রিকা
678. 'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ঋজু
সোজা
অসংহত
ঢেউ
679. 'নীর' শব্দের অর্থ কী?
লজ্জা
বাসা
পানি
চোখ
680. 'সিডর' শব্দের অর্থ-
সূর্য
বন্যা
ঝড়
চোখ