MCQ
681. 'কলহ' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
কোন্দল
বিবাদ
কাটরা
ঝগড়া
682. 'কুটুম্ব' শব্দের অর্থ কী?
কলরব
আত্মীয়
প্রতিবিম্ব
কালো
683. 'ঘোটক' শব্দের অর্থ কী?
গতি
ঘোড়া
উপদেশ
ঘটক
684. পরভূৎ' শব্দের-
আম
কোকিল
বক
কাক
685. 'কপোত' শব্দটির সঠিক অর্থ কোনটি?
ময়ূর
কবুতর
হারগিলা
বক
686. 'ফরমান' শব্দের অর্থ কী?
গহ্বর
খবর
বর্বর
বিবর
687. কোন শব্দটি ঘোড়ার সমার্থক?
বিহঙ্গ
ভূজঙ্গ
কুরঙ্গ
তুরঙ্গ
688. নিচের কোন শব্দটি 'কপাল' এর সমার্থক?
কাপালিক
ললাট
মস্তক
কপোল
689. কোনটি 'ঘর' শব্দের সমার্থক শব্দ নয়?
নিকেতন
বিপণী
আবাস
আলয়
690. 'কেশ' এর সমার্থক শব্দ নয়-
অলক
চুল
ললাট
কুন্তলা
691. . নিচের কোন জোড় সমার্থক শব্দের দৃষ্টান্ত?
লোচন, চিকুর
সওদা, জবান
রওশন, আসমান
হয়, বাজী
692. 'অশ্ব' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
বিভা
ঘোটক
তুরঙ্গ
ঘোড়া
693. 'কোরক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
কুহক
কুঁড়ি
কড়ি
কৃতকর্ম
694. কোনটি 'কুল' শব্দের প্রতিশব্দ নয়?
গোত্র
প্রবর
অবধি
জাতি
695. কোনটি 'কূল' শব্দের প্রতিশব্দ নয়?
অবধি
তট
কুন্তল
তীর
696. 'কপোল' শব্দের অর্থ কী?
কপাল
ললাট
চিবুক
গণ্ডদেশ
697. কোনটি 'নিকেতন' শব্দের প্রতিশব্দ নয়?।
বাটি
আগার
নিবিড়
গৃহ
698. . 'গৃহ' এর সমার্থক শব্দ নয়-
ঘর
ঘরোয়া
ভবন
নিবাস
699. 'কুড়ি' শব্দটির ব্যুৎপত্তিগত শব্দ কোনটি?
বিশ
বৃত্ত
কুরি
কোরক
700. কোনটি প্রতিশব্দ নয়: 'গৃহ'-
বাটী
আগার
নিবিড়
নিকেতন