MCQ
1561. . কোনটি শুদ্ধ বানান?
প্রজ্বল
প্রোজ্জল
প্রোজ্জ্বল
প্রোজ্জ্বল
1562. 'নন্দিত' এর বিপরীতার্থক শব্দ কোনটি? (ঔষধ প্রশাসন অধিদপ্তরের অফিস সহায়ক: ২২/ কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রধান সহকারী: ২১/
বিষণ্ণ
বিষাদ
প্রচ্ছন্ন
নিন্দিত
1563. 'জঙ্গম' এর বিপরীতার্থক শব্দ কোনটি? ২৪তম বিসিএস)
অরণ্য
সমুদ্র
পর্বত
স্থাবর
1564. 'Attested'-এর বাংলা পরিভাষা কোনটি?
সত্যায়িত
প্রত্যয়িত
সত্যায়ন
সংলগ্ন/সংলাগ
1565. . 'চপল' এর বিপরীত শব্দ-বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের অফিসার:১৭/
স্তব্ধ
ঠাণ্ডা
গম্ভীর
রাশভারী
1566. 'তাপ' শব্দের বিপরীতার্থক শব্দ- (১৫তম বিসিএস)
শৈত্য
শীতল
উত্তাপ
হিম
1567. . 'জিজীবিষা' শব্দটি দিয়ে বোঝায়-
জয়ের ইচ্ছা
হত্যার ইচ্ছা
বেঁচে থাকার ইচ্ছা
শোনার ইচ্ছা
1568. 'নির্মল' এর বিপরীতার্থক শব্দ কোনটি? এনএসআই এর ডেসপাচ রাইডার। ২১/ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী পরিচালক: ২০০
প্রফুল্ল
বিশুদ্ধ
পঙ্কিল
কোনোটিই নয়
1569. শিব রাত্রির সলতে-বাগধারাটির অর্থ কী?
শিবরাত্রির আলো
একমাত্র সঞ্চয়
একমাত্র সন্তান
শিবরাত্রির গুরুত্ব
1570. 'দেউড়ি' শব্দের বিপরীত শব্দ- রূপালী ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১৩/
বাতায়ন
গবাক্ষ
অলিন্দ
খিড়কি
1571. . 'দুষ্কৃতি' এর বিপরীতার্থক শব্দ কী? (প্রাথমিক প্রধান শিক্ষক। ০৯/
সৎ
ধার্মিক
সদয়
সুকৃতি
1572. 'নিমগ্ন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? [জনতা ব্যাংক লি. সিনিয়র অফিসার (আইটি): ১৬/ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৩)
উদাসীন
জাগরিত
অপকর্ষ
নিস্তেজ
1573. 'তুরা' এর বিপরীত শব্দ- (জীবন বীমা কর্পোরেশনের অফিস সহকারী: ২১/ পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার: ১৬/
বিলম্ব
তাৎক্ষণিক
তাড়াতাড়ি
অপেক্ষা
1574. 'চিরন্তন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? জনতা ব্যাংক লি. অফিসার (আইটি): ১৬/ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (সুরমা): ১৩]
পুরাতন
তিরোভাব
ক্ষণকালীন
পরলোক
1575. 'দ্যুলোক' শব্দের বিপরীত শব্দ কোনটি? তিতাস গ্যাস কো. লি. ডেপুটি ইঞ্জিনিয়ার। ১১/
ভূলোক
লোক
কালো
দিবালোক
1576. 'তিমির' এর বিপরীতার্থক শব্দ- (প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিস সহায়ক: ২৩/ জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার: ১২]
আলো
অন্ধকার
কালো
তিরস্কার
1577. . 'প্রোষিতভর্তৃকা' শব্দটির অর্থ কী?
ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী
যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
ভূমিতে প্রোথিত তরুমূল
যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে
1578. বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
কারক
লিখিত
বেদনা
খেলনা
1579. 'জোছনা' কোন শ্রেণির শব্দ?
যৌগিক
তৎসম
দেশি
অর্ধ-তৎসম
1580. 'তেজী' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? (১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন: ১৬/১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন: ১৫)
অন্তেজ
শক্তি
নিস্তেজ
তেজ