Image
MCQ
1541. বাক্যে সমাপিকা ক্রিয়াপদ কোথায় বসে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক। ১০
শেষে
অব্যয় পদের পরে
কর্মের আগে
প্রথমে
1542. 'মা শিশুটিকে খাওয়াচ্ছেন' বাক্যটিতে 'খাওয়াচ্ছেন' কোন ক্রিয়াপদের উদাহরণ? (পিএরি'র সহকারী পরিচালক: ১৬
ণিজন্ত
যৌগিক
দ্বিকর্মক
ধ্বন্যাত্মক
1543. কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত? (শ্রম ও কর্মসংস্থাপন মন্ত্রণালয়ে উপ-সহকারী পরিচালক (শ্রম): ০১
মাথা ঝিম ঝিম করছে
তোমার পরিশ্রমের ফল ফলেছে
সাইরেন বেজে উঠলো
মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছে
1544. কোন বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ নেই? সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ০৭/
এখন যেতে পার
মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছে
শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে
মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
1545. কোন অফসেটে দুটি চেইনেজ উল্লেখ করতে হয়?
তির্যক অফসেট
লম্বিক অফসেট
প্লাস অফসেট
মাইনাস অফসেট
1546. কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ? সরকারি মাধ্যমিক শিক্ষক। ০৬
আমি চোখে দেখি না
আমি রাতে ভাত খাব না
ছেলেটা কথা শোনে
আকাশে চাঁদ দেখি না
1547. অসমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত বাক্যে কয় প্রকার কর্তা দেখা যায়? মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে গবেষণা কর্মকর্তা। ৯৮
এক প্রকার
চার প্রকার
দুপ্রকার
তিন প্রকার
1548. জরিপের প্রারম্ভেই করতে হয়-
স্টেশন বিন্দু নির্বাচন
স্টেশন চিহ্নিতকরণ
পর্যবেক্ষণ জরিপ
পরিমাপ গ্রহণ
1549. জরিপ এলাকার সমতল ভূমির ওপর নির্বাচিত দীর্ঘ রেখার নাম-
ভিত্তিরেখা
শিকল রেখা
গ্রন্থিরেখা
যাচাই রেখা।
1550. কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে? (১৫তম বিসিএস)
সে বই পড়ছে
সে ঘুমিয়ে আছে
সে গভীর চিন্তায় মগ্ন।
সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না
1551. 15m-এর কম দৈর্ঘ্যের অফসেটকে বলে-
শর্ট অফসেট
লং অফসেট
প্লাস অফসেট
আয়তাকার অফসেট
1552. স্টেশন বিন্দু নির্বাচনে প্রাধান্য দিতে হয়-
সীমানা
গ্রন্থিরেখা
পরিদৃশ্যতা
আবহাওয়া
1553. 'ছেলেটি গোল্লায় গেছে' এই বাক্যে ক্রিয়াপদটি কোন ধরনের? সমন্বিত ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার। ২৩/ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক। ৯৯
যৌগিক ক্রিয়া
মিশ্র ক্রিয়া
দ্বিকর্মক ক্রিয়া
প্রযোজক ক্রিয়া
1554. স্টেশন বিন্দু নির্বাচন করতে হবে-
চৌহদ্দির ভিতরে
চৌহদ্দির বাইরে
চৌহদ্দির ভিতরে অথবা বাইরে
জরিপ এলাকার কেন্দ্রে
1555. কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না? জীবন বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী: ২১/ বাংলাদেশ ব্যাংক অফিসার: ০১/
বচনভেদে
বর্ণনাভেদে
প্রয়োগভেদে
অর্থভেদে
1556. 'যত্ন করলে রত্ন মিলে' এখানে 'করলে' কোন ক্রিয়ার উদাহরণ? (প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (দানিয়ুব)। ১৩
অনুক্ত
অসমাপিকা
দ্বিকর্মক
সমাপিকা
1557. 'শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে' বাক্যটিতে কোন অর্থ প্রকাশ পেয়েছে? সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৯
নিরন্তরতা অর্থ
অনুমোদন
কার্য সমাপ্তি অর্থ
অভ্যস্ততা অর্থ
1558. কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? ১৩তম বিসিএস
আমি ভাত খাচ্ছি
আমি ভাত খেয়ে স্কুলে যাব
আমি দুপুরে ভাত খাই
তাড়াতাড়ি ভাত খেয়ে উঠ
1559. 'মা শিশুকে খাওয়াচ্ছেন।' এখানে 'শিশু' কে? সহকারি উপজেলা / থানা শিক্ষা অফিসার। ১২)
মুখ্য কর্ম
প্রযোজ্য কর্তা
প্রযোজক ক্রিয়া
প্রযোজক কর্তা
1560. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার নেই? (সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক: ০৭
তাকে বলতে দাও
তুমি বল, আমি শুনি
আমরা বাঁচতে চাই
সে দেখতে লাগলো