Image
MCQ
1841. 'এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না'- এটি কোন শ্রেণির বাক্য? (পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট। ২৩)
সরল
জটিল
মিশ্র
যৌগিক
1842. 'ব্যাকরণ' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? (বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ১৯/ বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার। ১৬/)
বাংলা
বিদেশি
সংস্কৃত
তদ্ভব
1843. 'তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি' এটি কোন ধরনের বাক্য? পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস: ২৩)
যৌগিক
জটিল
মিশ্র
সরল
1844. 'খিস্তিখেউড়' কোন ভাষার শব্দ- (বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার: ২২/ পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার: ০০)
সংস্কৃত
আরবি
বাংলা
ফারসি
1845. 'চন্দ্র' কোন শব্দের উদাহরণ? (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক:১৩)
তৎসম
বিদেশি
তদ্ভব
দেশি
1846. জটিল বাক্যের অন্য নাম কী? পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস: ২৩/
মিশ্র বাক্য
প্রধান খণ্ড বাক্য
যৌগিক বাক্য
সরল বাক্য
1847. মনের কোন ভাব পূর্ণরূপে প্রকাশ পায় কিসে? (পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস। ২৩/
বাক্যে
ধ্বনিতে
শব্দে
পদে
1848. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?
চৌবেরিয়া গ্রাম, নদীয়া
কীঠালপাড়া রাম, চব্বিশ পরগনা
বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
দেবানন্দপুন গ্রাম, হুগলি
1849. কোনটি তৎসম শব্দ? (রূপালি ব্যাংকের সিনিয়র অফিসার: ১৯)
কলম
বাড়ি
ফুল
চন্দন
1850. 'সকল প্রার্থীগণ সভায় উপস্থিত ছিলেন' বাক্যটি কোন দোষে দুষ্ট? (পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৩/
বাহুল্য দোষ
উপমার ভুল প্রয়োগ
গুরুচণ্ডালী দোষ
কোনোটিই নয়
1851. কোনটি তৎসম শব্দের উদাহরণ? (হাইকোর্টের রেজিস্ট্রার: ৯৪)
মোক্তার
ক্ষেত্র
চাহিদা
জ্যোৎস্না
1852. 'ছেলেটি গরীব কিন্তু মেধাবী'- এটি কোন শ্রেণির বাক্য? (সওজের উপ-সহকারী প্রকৌশলী: ২২।
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
ব্যাসবাক্য
1853. ছেমড়া' শব্দটি উৎস- (বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক। ১৪/)
আরবি
সংস্কৃত
ফারসি
তুর্কি
1854. মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?
‘মনসামঙ্গল’
মনসাবিজয়
‘পদ্মপুরাণ’
পদ্মাবতী’
1855. যে বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে? (পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা: ২৩।
সরল
অধীন
জটিল
যৌগিক
1856. 'ভাত' কোন ধরনের শব্দ? (সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার: ১৬/)
তদ্ভব
বিদেশি
তৎসম
খাঁটি বাংলা
1857. 'পাঠক' শব্দটি কোন শ্রেণির ধাতু হতে গঠিত? [উপজেলা শিক্ষা অফিসার: ০৪]
সংস্কৃত
দেশি
খাঁটি বাংলা
বিদেশি
1858. এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কি বলে? পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা: ২৩।
বাক্য
উদ্দেশ্য
বাক্যাংশ
বিধেয়
1859. 'কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি।' বাক্যটি কোন প্রকারে? বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার: ২২)
সরল
মিশ্র
জটিল
যৌগিক
1860. চর্যাপদে’র প্রাপ্তিস্থান কোথায়?
বাংলাদেশ
নেপাল
উড়িষ্যা
ভুটান