Image
MCQ
1881. 15m-এর কম দৈর্ঘ্যের অফসেটকে বলে-
শর্ট অফসেট
লং অফসেট
প্লাস অফসেট
আয়তাকার অফসেট
1882. বিয়ারিং কী ধরনের কোণ?
উন্নতি কোণা
অবনতি কোণ
উল্লম্ব কোণ
অনুভূমিক কোণ
1883. কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না? জীবন বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী: ২১/ বাংলাদেশ ব্যাংক অফিসার: ০১/
বচনভেদে
বর্ণনাভেদে
প্রয়োগভেদে
অর্থভেদে
1884. কম্পাস জরিপ করা যায় না-
লোহার খনি এলাকায়
জলাভূমি এলাকায়
স্বর্ণখনি এলাকায়
পাহাড়িয়া এলাকায়
1885. স্টেশন বিন্দু নির্বাচন করতে হবে-
চৌহদ্দির ভিতরে
চৌহদ্দির বাইরে
চৌহদ্দির ভিতরে অথবা বাইরে
জরিপ এলাকার কেন্দ্রে
1886. শিকল জরিপের পরিমাপকালে কোন ভুলভ্রান্তি হিসেব করে সংশোধন করা যায়?
ক্ষতিপূরক ভ্রান্তি
পুঞ্জীভূত ভ্রান্তি
ভুল
কোনোটিই নয়
1887. কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ? সরকারি মাধ্যমিক শিক্ষক। ০৬
আমি চোখে দেখি না
আমি রাতে ভাত খাব না
ছেলেটা কথা শোনে
আকাশে চাঁদ দেখি না
1888. জরিপ এলাকার সমতল ভূমির ওপর নির্বাচিত দীর্ঘ রেখার নাম-
ভিত্তিরেখা
শিকল রেখা
গ্রন্থিরেখা
যাচাই রেখা।
1889. কোন অফসেটে দুটি চেইনেজ উল্লেখ করতে হয়?
তির্যক অফসেট
লম্বিক অফসেট
প্লাস অফসেট
মাইনাস অফসেট
1890. কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে? (১৫তম বিসিএস)
সে বই পড়ছে
সে ঘুমিয়ে আছে
সে গভীর চিন্তায় মগ্ন।
সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না
1891. ক্ষতিপূরক ভ্রান্তির দরুন পরিমাপকৃত ক্ষেত্রফল প্রকৃত ক্ষেত্রফলের-
কম হয়
বেশি হয়
সমান হয়
কোনোটিই নয়
1892. জরিপের প্রারম্ভেই করতে হয়-
স্টেশন বিন্দু নির্বাচন
স্টেশন চিহ্নিতকরণ
পর্যবেক্ষণ জরিপ
পরিমাপ গ্রহণ
1893. স্টেশন বিন্দু নির্বাচনে প্রাধান্য দিতে হয়-
সীমানা
গ্রন্থিরেখা
পরিদৃশ্যতা
আবহাওয়া
1894. জরিপলিপির আকার-
180 x 200 mm²
120 x 200 mm²
300 x 200 mm²
180 x 300 mm²
1895. পরিমাপকালে শিকল মোচড় খেলে সৃষ্ট ভ্রান্তি-
ধনাত্মক
ঋণাত্মক
পুঞ্জীভূত
ক্ষতিপূরক
1896. পরিমাপকালে শিকল যদি বাড়তেই থাকে, এর ১৪০ ক ফলে সৃষ্ট ভ্রান্তিকে বলে-
ক্ষতিপূরক ভ্রান্তি
ধনাত্মক পুঞ্জীভূত ভ্রান্তি
ঋণাত্মক পুঞ্জীভূত ভ্রান্তিলানী
তাপমাত্রাজনিত ভ্রান্তিন
1897. 'শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে' বাক্যটিতে কোন অর্থ প্রকাশ পেয়েছে? সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৯
নিরন্তরতা অর্থ
অনুমোদন
কার্য সমাপ্তি অর্থ
অভ্যস্ততা অর্থ
1898. অপটিক্যাল স্কয়ারের সাহায্যে নেয়া হয়-
তীর্যক অফসেট
লম্বিক অফসেট
ডান অফসেট
প্লাস অফসেট
1899. একই রেখায় সম্মুখ বিয়ারিং ও পশ্চাৎ বিয়ারিং-এর পার্থক্য-
90°
180°
360°
1900. শিকলের রিং চ্যাপ্টা হয়ে গেলে কী ধরনের ভ্রান্তি দেখা দেয়?
ধনাত্মক ভ্রান্তি
ঋণাত্মক ভ্রান্তি
পুঞ্জীভূত ভ্রান্তির
ক্ষতিপূরক ভ্রান্তি