MCQ
20021. 'ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ'। বাক্যের 'কী' এর অর্থ-২২তম বিসিএস
ভয়
বিপদ
রাগ
বিরক্তি
20022. 'তাকেও আসতে বলেছি।' এই বাক্যের 'ও' অব্যয় পদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী ড্রিসিং প্রকৌশলী ১৮)
নির্দেশ অর্থে
অনুরোধে
স্বীকৃতি জ্ঞাপনে
বিকল্প প্রকাশে
20023. 'শুধু শুধু তিনি রেগে ওঠেন।' বাক্যটিতে কোন ভাব প্রকাশ করা হয়েছে? বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার। ১১।
ক্রমশ
ব্যাপ্তি
অভ্যাস
আকস্মিকতা
20024. 'হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখতো সে।' বাক্যটিতে 'দিয়ে' হলো: জনতা ব্যাংক লি. এক্সিকিউটিভ অফিসার। ১৫
অব্যয়
উপসর্গ
অনুসর্গ
প্রত্যয়
20025. 'হু হু করে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে।' বাক্যটিতে 'হহু' কোন অর্থে প্রযুক্ত? প্রবাসী কল্যাণ ব্যাংক লি. সিনিয়র অফিসার। ১৪
দ্বিরুক্তি
রূপকার্থক
বিশিষ্টার্থক
ধন্যাতক
20026. 'তুমি না সেদিন আবৃত্তি করেছিলে?' এখানে 'না' কোন অর্থে ব্যবহৃত? (পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক। ১৩
সন্দেহ
নিশ্চয়তা
বিস্ময়
অনুমান
20027. 'কে জানে দেশে সুদিন আবার আসবে কিনা।' এ বাক্যটি কী প্রকাশ করে? বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক: ০৬
হতাশা
অনিশ্চয়তা
সন্দেহ
সম্ভাবনা
20028. 'কী আপদ লোকটা যে পিছু ছাড়ে না।' বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে? বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক। ১اد
বিরক্তি
কষ্ট
ঘৃণা
যন্ত্রণা
20029. 'সে নাকি আসবে না।' এখানে 'না' অব্যয় কি অর্থে প্রযুক্ত হয়েছে? পরিবেশ অধিদপ্তরের সহ-পরিচালক। ০৭/উপজেলা শিক্ষা অফিসার। ১৯
অনুমান অর্থে
বিরক্তি অর্থে
সম্ভাবনা অর্থে
বিস্ময় অর্থে
20030. 'যত গর্জে তত বর্ষে না'- বাক্যটিতে 'যত তত' অব্যয়ের ব্যবহার কোন অর্থে? (জনতা ব্যাংক লি. সিনিয়র (আইটি)। ১৬
পরিণাম
নিশ্চিত
বৈপরীত্য
তুলনা
20031. 'তুমি কি আমায় চেন?' বাক্যটিতে 'কি' এর পরিচয়-বিদুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে সহকারী বিস্ফোরক পরিদর্শক: ০০
বিশেষণ
প্রশ্নবোধক শব্দ
অব্যয়
কারক নির্দেশক
20032. 'না' কোন জাতীয় শব্দ? (পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট। ১৯।
অব্যয়
মহাকাব্য
সর্বনাম
ক্রিয়া
20033. 'আ মরি বাংলা ভাষা' এ চরণে 'আ' দ্বারা কী প্রকাশ পেয়েছে? (বিআরডিবি'র উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা। ২২
আশাবাদ
আনুগত্য
আবেগ
আনন্দ
20034. 'আকাশ শুধু নীল আর নীল' এই বাক্যে 'আর' হচ্ছে- প্রবাসী কল্যাণ ব্যাংক লি. সিনিয়র অফিসার। ১৪)
ঘন
ক্রিয়া
অব্যয়
অনেক
20035. 'কড়কড়' কোন অব্যয়? (খানা শিক্ষা অফিসার: ৯৬/
অনুকার
অনন্বয়ী
সমুচ্চয়ী
অনুসর্গ
20036. 'তুমি না বলেছিলে আগামীকাল আসবে?' এখানে 'না' এর ব্যবহার কি অর্থে? ২৪তম বিসিএস)
না-বাচক
বিস্ময়সূচক
হ্যাঁ-বাচক
প্রশ্নবোধক
20037. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' এখানে 'টাপুর টুপুর' কোন পদ? পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা। ২২/ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল এ্যাডজুটেন্ট। ১৫
বিশেষ্য
সর্বনাম
অব্যয়
ক্রিয়া
20038. বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে কোনপদ ছাড়া বাক্য গঠন করা যায় না/ বাক্যের অপরিহার্য পদ কোনটি? উপজেলা পরী উন্নয়ন কর্মকার্তী। ১৩/সহকারী উপজেলাখানা শিক্ষা অফিসার ০৯/
নামপদ
ক্রিয়াপদ
কর্মপদ
কর্তৃপদ
20039. 'তুই কি কাজ করবি, না মার খাবি? এই বাক্যে 'কি' অব্যয়ের ব্যবহার হয়েছে- পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্টনে প্রশাসনিক কর্মকর্তা ০১
প্রশ্ন জিজ্ঞাসা
ক্রোধ প্রকাশে
শাসন করায়
বিরক্তি প্রকাশে
20040. ক্রিয়াপদ----২১তম বিসিএস
সবসময়ে বাক্যে থাকবে
শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়
আসলে বিশেষণ থেকে অভিন্ন
কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে