MCQ
21921. একটি shaft যখন twisting moment-এ থাকে তখন shaft-টির প্রতিটি Cross section-এ থাকে-
tensile stress
shear stress
bending stress
compressive stress
21922. একটি balanced reinforced concrete beam-এর moment resistance নির্ভর করে-
লোহার পীড়নের (stress) উপর
concrete-এর পীড়নের উপর
লোহা এবং concrete উভয়ের উপর
aggregate-এর শক্তির উপর
21923. ভঙ্গুর পদার্থের Compressive strength, tensile strength হতে-
বেশি
কম
সমান
দ্বিগুণ
21924. Tensile test-এ একটি লোহার রড ভাঙার পর তার ব্যাসার্ধ (diameter)-
বেড়ে যায়
কমে যায়
কোনো পরিবর্তন হয় না
loading rate-এর উপর নির্ভর করে
21925. কাজের ব্যবহারিক একক-
আর্গ
নিউটন
জুল
কিলোগ্রাম-মিটার
21926. পদার্থের আকৃতির কোনো পরিবর্তন ছাড়া পীড়ন (stress) বৃদ্ধি করাকে বলা হয়-
স্থিতিস্থাপক সীমা
ইন্ড (yield) স্ট্রেস
অন্তিম (ultimate) সীমা
ভাঙানো পীড়ন (breaking stress)
21927. যদি ∑V এর মান বিয়োগবোধক এবং ∑H-এর মান যোগবোধক হয়, তবে লব্ধির বলের প্রকৃত কোণ হবে-
α= θ
α = 180° + θ
α = 180° - θ
α = 360° - θ
21928. Number of independent equation of a static equilibrium plane structure is --- [BPSC-22]
2
3
4
5
ব্যাখ্যা: ব্যাখ্যা: The number of independent equations to be satisfied for static equilibrium of plane is three. For example of ∑▒Fx= 0. ∑▒Fy = 0 and ∑▒FM = 0
21929. ঘর্ষণ সহগ (μ) মিউ হবে-
R/F
F/R
wcosθ/wsinθ
wsinθ/wcosθ
21930. কাজ একটি-
দিক রাশি
অদিক রাশি
কওখ
কোনোটিই নয়
21931. যদি ∑V এবং ∑H উভয়ের মান বিয়োগবোধক হয়, তবে লব্ধিবলের প্রকৃত কোণ হবে-
α = 180° - θ
α = 360°- θ
α = 180°+ θ
α = 360° + θ
21932. কোনটির দ্বারা বল পরিমাপ করা হয়?
বস্তুর ভর *ত্বরণ
বস্তুর ভর* দ্রুতি
বস্তুর ভর *বেগ
বস্তুর ভর* সরণ
ব্যাখ্যা: ব্যাখ্যা: আমরা জানি, বল, F = ma
21933. 1 meter = ft ? [MOD-20]
3.2808
3.3505
3.3802
3.500
21934. লিভারের যান্ত্রিক সুবিধা কোনটি?
w/a
p/b
b/a
w/p
21935. কোনো বস্তুর ওপর 6kg-wt ও 8kg -wt বল সমকোণে কাজ করলে তাদের লব্ধি হবে-
10kg -wt
5kg -wt
7kg-wt
12kg-wt
ব্যাখ্যা: লব্ধি বল = √(6²+8²+2x6x8xcos 90) = 10 kg-wt (Ans.)
21936. গড়িয়ে চলন্ত বস্তুর ঘর্ষণ বাধাকে বলে-
আবর্ত ঘর্ষণ
স্থির ঘর্ষণ
চল ঘর্ষণ
প্রবাহী ঘর্ষণ
ব্যাখ্যা: ব্যাখ্যা: ঘর্ষণ বলকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। (১) স্থিতি ঘর্ষণ, (ii) গতি ঘর্ষণ, (iii) আর্বত ঘর্ষণ ও (iv) প্রবাহী ঘর্ষণ। আর্বত ঘর্ষণ: একটি তলের উপর যখন অন্য একটি বস্তু গড়িয়ে বা ঘুরতে ঘুরতে চলে, তখন সেটিকে বলে আর্বত ঘর্ষণ।
21937. The polar moment of inertia of a solid circular shaft of diameter (D) is- [MOD-20]
πd³/16
πd³ /32
πd4/64
πd4/32
21938. Moment of inertia of rectangular section of base 1'-6" and height 2'-0" is- [BPSC-22]
1.00 ft ^4
1.50 ft ^4
2.00 ft^4
3.00 ft^4
21939. একটি আয়তাকার (rectangular) beam-এ বিকশিত সবচেয়ে বেশি shear stress averages shear stress এর-
১.৫ গুণ
সমান
দ্বিগুণ
৪/৩ গুণ
21940. কোনো ক্ষেত্রের ওপর লম্ব অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্টকে কী বলে?
মোমেন্ট অব ইনার্শিয়া
পোলার মোমেন্ট অব ইনার্শিয়া
ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট
রেডিয়াস অব জাইরেশন