MCQ
22321. ভবনের ছাদে পানি চুয়ানো বন্ধের জন্য ও তাপ প্রতিরোধ করার জন্য নিম্নের কোনটি ব্যবহৃত হয়?/DM-19, BB-211
সিমেন্ট কংক্রিট
বিটুমিনাস কংক্রিট
লাইম কংক্রিট
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: জলছাদ করতে লাইম কংক্রিট ব্যবহৃত হয়। এ ছাড়া বুনিয়াদ গাঁথুনির নিচে যেখানে কাঠামোর লোড সেখানে ব্যবহৃত হয়। সিমেন্ট কংক্রিট বিম স্ল্যাব-এর ঢালাইয়ের কাজে এবং শব্দ,
তাপ এবং অগ্নিপ্রতিরোধে ব্যবহৃত হয়।
22322. কোন ধাতুর Ductility সর্বোচ্চ? [TTC-21]
Mild steel
Zinc
Copper
Aluminium
ব্যাখ্যা: ব্যাখ্যা: নমনীয়তা (Ductility) : কোনো ধাতুর উপর টানা লোড প্রয়োগ করলে না ছিঁড়ে লম্বা হওয়ার গুণকে নী ধাতুর নমনীয়তা (Ductility) বলে। ধাতুর এই গুণ দৈর্ঘ্যের শতক বৃদ্ধি (Percentage of elongation of length) এবং ক্ষেত্রফলের শতক হ্রাস (Percentage of reduction of area) দ্বারা পরিমাপ করা হয়। মাইন্ড স্টিল, পেটা লোহা, অ্যালুমিনিয়াম, সিসা, তামা প্রভৃতি ধাতুতে এই গুণ বিদ্যমান।
22323. The specific surface (in cm²/gm) of good Portland cement should not be less than-
500
1100
2250
3200
22324. রডে কার্বনের পরিমাণ বেশি হলে-(MOCA-19, BBA-20, BB-21]
রড hard হবে
Ductility কমে যাবে
সহজে ভেঙে যাবে
উপরের সবগুলো
ব্যাখ্যা: ব্যাখ্যা: রডে কার্বনের পরিমাণ 3-4% বা সঠিক পরিমাণ হলে টানের ফলে রডের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কিন্তু কার্বনের পরিমাণ বেশি হলে
নির্দিষ্ট দৈর্ঘ্য বৃদ্ধির পূর্বেই রডটি ভেঙে যাবে।
22325. পাথরের পানি শোষণক্ষমতা শতাংশের বেশি হলে তা নির্মাণকাজে পরিত্যাজ্য। [PPA-20]
৫%
১৫%
১০%
২০%
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ পাথরের পানি শোষণক্ষমতা ১০% এর চেয়ে বেশি হলে পাথর দুর্বল হয়ে যায়। এর বেশি হলে নির্মাণকাজে ব্যবহার করা যাবে না।
22326. বাণিজ্যিকভাবে স্টিল উৎপাদনের জন্য কোন তিনটি কাঁচামাল ব্যবহৃত হয়? [BGFCL-21]
আয়রন ওর, কয়লা ও সালফার
আয়রন ওর, কার্বন ও সালফার
আয়রন ওর, কয়লা ও লাইম স্টোন
আয়রন ওর, কার্বন ও লাইম স্টোন
কোনোটিই নয়
22327. মিহি বালিতে ১০% পানি দিলে কত (%) আয়তন স্ফীতি হয়?[BB-211]
৩০%
৩৫%
80%
২৫%
ব্যাখ্যা: ব্যাখ্যা: বালিতে পানির পরিমাণ হ্রাস-বৃদ্ধিতে এর আয়তনের ক্ষেত্রে বিশেষভাবে প্রতিফলিত হয়। এমনকি বালিতে বালির ওজনের 4% হতে 5% পানি থাকলে এর আয়তন 20% হতে 25% পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে। শুষ্ক বালিতে পানি দিলে এর আয়তন স্ফীত হয়। অনুরূপভাবে 10% পানি দিলে 40% থেকে 50% ৩৫।
আয়তন স্ফীতি হওয়ার সম্ভাবনা থাকে।
22328. The expansion of Portland cement is caused by-
free lime
silica
magnesia
both (b) and (c)
22329. The density of concrete---- with increase in the size of aggregate.
not change
increases
decreases
infinity
22330. The type of lime used in lime concrete is-
fat lime
poor lime
slaked lime
hydraulic lime
22331. The maximum water cement ratio for durable concrete is
0.2
0.4
0.6
0.8
22332. টুল ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয়- [TTC-21]
টুল স্টিল
সিরামিক টুল
কার্বন স্টিল
ডায়মন্ড টুল
ব্যাখ্যা: ব্যাখ্যা: টুল ম্যাটেরিয়ালস হিসাবে নিম্নোক্ত ম্যাটেরিয়ালস ব্যবহৃত হয়-
(i) কার্বন স্টিল
(ii) হাইস্পিড স্টিল
iii) সিমেন্টেড কার্বাইড
iv)ডায়মন্ড টুল
v) টুল স্টিল
22333. রেলপথের ব্যালাস্ট হিসাবে কোন পাথর ব্যবহার করা হয়? [BB-21]
ল্যাটারাইট
গ্র্যাভেল
গ্রানাইট
ব্যাসাল্ট
22334. The lime morter is made from-
quick lime
fat lime
lean lime
hydraulic lime
22335. মার্বেলের রাসায়নিক নাম কী? [PPA-20]
মেটাফরমিক রক
আগিলেক্যুয়াস রক
ক্যালকেরাস রক
সিলিকাস রক
ব্যাখ্যা: ব্যাখ্যা: মার্বেল হলো একটি মেটামরফিক রক, যা কার্বনেট খনিজের সাধারণত (ক্যালসাইট অথবা ডলোমাইট) পুনঃস্কটিকীকরণের মাধ্যমে গঠিত হয়।
22336. The central part of a tree is called---
heart wood
pith
sap wood
cambium layer
22337. The shrinkage of concrete----its bond strength.
not change
increases
decreases
infinity
22338. কংক্রিটের ইনিশিয়াল সেট দ্রুতকরণের জন্য নিচের কোন অ্যাড মিক্সচারটি ব্যবহার করা হয়? [BGFCL-21]
জিপসাম
ক্যালসিয়াম ক্লোরাইড
ক্যালসিয়াম কার্বনেট
ম্যাগনেশিয়াম ক্লোরাইড
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্যালসিয়াম সালফেট (CaSO, 2H₂) এটি Setting Action মন্থর
করে সেটিং টাইম বৃদ্ধি করে। পক্ষান্তরে, ক্যালসিয়াম ক্লোরাইড এবং আলুমিনা পানির সাথে বিক্রিয়া করে জমাটবদ্ধতা ত্বরান্বিত করে।
22339. The material used as an ingredient of concrete is usually-
cement
water
aggregate
all of these
22340. পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান উপাদানগুলো হচ্ছে। [BGFCL-21]
লাইম ও সিলিকা
অ্যালুমিনা ও সিলিকা
লাইম ও অ্যালুমিনা
লাইম ও আয়রন
ব্যাখ্যা: ক্যালসিয়াম অক্সাইড (CaO)- 63%
সিলিকা (SiO₂) -22%
অ্যালুমিনা (Al₂O) -7%
৪ । আয়রন অক্সাইড (Fe2O3) -3%
ম্যাগনেশিয়াম অক্সাইড (MgO) - 2%
সালফার ট্রাই-অক্সাইড (SO₂) - 2%
ক্ষারকীয় পদার্থ - 1%
মোট 100%