MCQ
22701. পানির গভীরতা যদি ক্রিটিক্যাল ডেপথ এর বেশি হয় তখন তাকে বলে -
ক্রিটিক্যাল ফ্লো
ভিসকাস ফ্লো
স্টিমিং ফ্লো
সুটিং ফ্লো
22702. নিচার কোনটি ফ্লুইড নয়-
পানি
তেল
আগুন
গ্যাস
22703. পানির গভীরতা যদি ক্রিটিক্যাল ডেপথ এর কম হয় তখন তাকে বলে -
ক্রিটিক্যাল ফ্লো
ভিসকাস ফ্লো
স্টিমিং ফ্লো
সুটিং ফ্লো
22704. কো-ইফিসিয়েন্ট অব ডিসচার্জ এর মান সাধারণত কতো হয়ে থাকে?
০.৬১ ও ০.৬৪ এর মধ্যে
০.৬৪ ও ০.৬৮ এর মধ্যে
০.৭৯
০.৯৭
22705. রিনোল্ড নাম্বার RN-2000-2400 হলে তা-
ক্রিটিক্যাল
ল্যামিনার
অবাধ্য
সুটিং ফ্লো
22706. ইনার্শিয়া ফোর্স ও ভিসকাস ফোর্সের অনুপাতকে বলে-
বেজিন ধ্রুবক
ফ্রাউড নাম্বার
রিনোন্ড নাম্বার
কোনটিই নয়
22707. পিটট টিউবের কাচ নলের নিম্ন অংশ কত ডিগ্রি বাকানো থাকে?
৪৫°
৬০°
৯০°
১৩৫°
22708. What Will Be Value Of Reynolds Number For An Ideal Fluid?
2000
4000
greater than 4000
Infinity
22709. পরীক্ষামূলকভাবে পরিমান করে নিচের কোন সম্পর্ক বের করা হয়?
Cc = Cd/Cv
Cc = Cv/Cd
Cc = Cc/Cv
কোনটিই নয়
22710. ল্যামিনার বা স্বাভাবিক প্রবাহ অবাধ্য প্রবাহে পরিবর্তিত হলে তাকে কি বলে?
সংকট বেগ
ভিসকাস বেগ
স্টিমিং বেগ
সুটিং বেগ
22711. একটি তরলের পাইপে তরলের বেগ ৯.৮মি/সেকেন্ড হলে উচ্চতা কত?
১.২৭মি
২.২৭মি
৩.৪৮মি
৪.৯মি
22712. পানি সরবরাহের জন্য ১.৫ ফিট ব্যাসের একটি স্টিল পাইপ ব্যবহার করা হয়েছে। যদি পানি প্রবাহের গতি ৫.৩৩ft/sec হয় তাহলে প্রবাহের পরিমাণ কিউবিক মিটার/ সেকেন্ড কত-
২৬৭m^3/sec
০.২৬৭m^3/ sec
২.৬৭m^3/sec
২৬.৭m^3/sec
22713. কারেন্ট মিটার কি নির্ণয়ে ব্যাবহার করা হয়?
প্রবাহের গতিবেগ
বেগ জনিত উচ্চতা
প্রবাহের পরিমান
চাপের পরিমান
22714. কিউমেক (Cumec) দ্বারা কি বুঝায় ?
m^3/ sec
ft^3/ sec
m^2/ sec
ft^2/ sce
22715. ফ্লোট কি কাজে ব্যাবহৃত হয়?
প্রবাহের গভীরতা
পানিতে গতি মাপতে
চাপ পরিমাপে
নির্গমনের পরিমাপ
22716. বস্তুর ওজন অপেক্ষা প্লবতা বেশি হলে বস্তুুটি---
ভাসবে
ডুববে
স্থির থাকবে
কোনটি নয়
22717. 1 কিউমেক ( Cumec) কত litre/sec?
28.30
1000
62.3
981
22718. ক্রিটিক্যাল ফ্লোর জন্য ফ্রাউড নাম্বার কতো?
Fr > 1
Fr = 1
Fr < 1
কোনটিই নয়।
22719. নিচের কোন সম্পর্কটি সঠিক?
Cd = Cc×Cv
Cv = Cc×Cd
Cc = Cd×Cv
কোনটিই নয়
22720. পানির গভীরতা যদি ক্রিটিক্যাল ডেপথ এর সমান হয় তখন তাকে বলে -
ক্রিটিক্যাল ফ্লো
ভিসকাস ফ্লো
স্টিমিং ফ্লো
সুটিং ফ্লো