EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2521. ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের এর নাম কী?
চন্দ্রযান-৩
চন্দ্রযান-২
অশোক
বিক্রম
ব্যাখ্যা: ব্যাখ্যা: চন্দ্রযান-৩ চাঁদে অভিযাং প্রেরিত চন্দ্রযানের নাম চন্দ্রযান-৩। - এর আগে আর কোনো দেশের নতে ল্যান্ডার 'বিক্রম' ও বোভার 'প্রক্ত চন্দ্রপৃষ্ঠে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করে করবে ভারতীয় মহাকাশ গবেষণা ও ১২০২৩ সালে ইতিহাস গড়েছে ভারত। ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে ময় চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে অবতরণ করে ভারতীয় চন্দ্রযান-৩।- চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেনি। চন্দ্রযান-৩-এর দুটি অংশ। চাঁদের দক্ষিণ মেরুতে প্রায় ১০ দিন অবস্থান করে বিক্রম ও প্রজ্ঞান।
2522. একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুম্ময়ের দৈর্ঘ্য ১০ সেমি. ও ৮ সেমি. উহার ক্ষেত্রফল ৬৩ বর্গসেমি, হলে সমান্তরাল বাহুস্ময়ের মধ্যবর্তী দূরত্ব কত সেমি.?
7
14
21
63
2524. একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4/2 একক হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত একক?
4
8
16
32
2525. একটি বৃত্তে একটি চাপের উপর অবস্থিত কেন্দ্রেস্থ কোণ 140° হলে, উক্ত চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণের মান-
10°
60°
70°
280°
2527. পুলিশী সাহায্য পাওয়ার শর্ট কোড কোনটি?
১০৬
৩৩৩
৯৯৯
১২১
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশ সরকার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের মাধ্যমে চালু করা হয়েছে জরুরি সেবা ৯৯৯। যে কোনো মোবাইল নম্বর থেকে সম্পূর্ণ টোল ফ্রি কল করে বাংলাদেশের নাগরিকরা জরুরি মুহূর্তে পুলিশ, ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স সেবা পেয়ে থাকেন।
2529. জাতীয় পতাকা ১৯৭১ সালের কোন তারিখে প্রথম উত্তোলিত হয়?
২৬ মার্চ
৭ মার্চ
২৫ মার্চ
২ মার্চ
ব্যাখ্যা: ব্যাখ্যা: তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ভবনের সামনে এক ছাত্র সমাবেশে এই পতাকা উত্তোলন করেন। ২ মার্চ পতাকা উত্তোলন দিবস পালন করা হয়। [তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া]
2532. সরল সুদ কোনো আসল ১২ বছরে সুদে-আসলে চারগুণ হলে সুদের হার কত?
৫%
১০%
১২%
২৫%
2533. দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার?
২.৪৫
৩.৩২
৩.৪০
৩.৪৩
ব্যাখ্যা: ব্যাখ্যা: কর্ণফুলীর ২ তীরকে সংযুক্ত করে চীনের সাংহাই শহরের আদলে 'ওয়ান সিটি টু টাউন' গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্পটি হাতে নেয় সরকার। মূল টানেলের দৈর্ঘ্য ৩ দশমিক ৩২ কিলোমিটার। এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গপথ। চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন এ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) এই সুড়ঙ্গ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে। টানেল টিউবের দৈর্ঘ্য ২ দশমিক ৪৫ কিলোমিটার এবং ভেতরের ব্যাস ১০ দশমিক ৮০ মিটার। [তথ্যসূত্রঃ ডেইলি স্টার পত্রিকা]
2534. কোনো একটি শ্রেণিতে ১১ জন শিক্ষার্থীর বয়সের গড় ১৩ বছর। ৩ শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায় বয়সের গড় হলো ১২ বছর। নতুন ৩ জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি কত বছর?
২৫
৩৫
৪৫
৫২
2536. দুইটি সংখ্যার অনুপাত ৪৫ এবং তাদের ল.সা.গু ১৬০ হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত?
৩২
80
৪২
৪৫
2537. বাংলাদেশের সর্ববৃহৎ গণ হত্যাটি কোথায় হয়?
আসাম দিয়া
চুকনগর
মোহাম্মদপুর বিধবা পল্লী
রায়েরবাজার
ব্যাখ্যা: ব্যাখ্যা: চুকনগর গণহত্যা একটি সামরিক গণহত্যা যা পাকিস্তান সেনাবাহিনী ১৯৭১ মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত করে। গণহত্যাটি ১৯৭১ সালের ২০ মে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে ঘটে যা বিশ্বের কোনো মুক্তিযুদ্ধের ইতিহাসে সর্ববৃহৎ একক গণহত্যা।
2538. বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
কক্সবাজার
নোয়াখালী
বরগুনা
ভোলা
ব্যাখ্যা: ব্যাখ্যা: কক্সবাজারে ৬০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত। এটি বাংলাদেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র। ২০২৩ সালের ২৪ মে হতে এই প্রকল্প থেকে উৎপাদিত ৩০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইন সংযুক্তের কাজ শুরু হয়েছে। এতে ২২টি টারবাইন রয়েছে যার প্রতিটির ক্ষমতা ৩ মেগাওয়াট। [তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া]
2540. বাংলাদেশের 'জাতীয় সংবিধান দিবস' কোন তারিখে পালিত হয়?
৩ ডিসেম্বর
৩ নভেম্বর
৪ ডিসেম্বর
৪ নভেম্বর
ব্যাখ্যা: ব্যাখ্যা: ৪ নভেম্বর গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। সে বছরই ১৬ ডিসেম্বর সংবিধান কার্যকর হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন হিসেবে এই সংবিধানকে বিবেচনা করা হয়। গনপরিষোদে ১৯৭২.১২ অক্টোবর সংবিধান উত্থাপিত হয়। ৩ নভেম্বর- জেলহত্যা দিবস।