Image
MCQ
4181. বিভক্তিহীন নাম-শব্দকে কী বলে? নাম-
পদ
মৌলিক শব্দ
কৃদন্ত শব্দ
প্রাতিপদিক
4183. জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেন কে?
বিষ্ণু দে
রবীন্দ্রনাথ ঠাকুর
সৈয়দ শামসুল হক
বুদ্ধদেব বসু
4184. মীর মশারফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে:
আলালের ঘরের দুলাল
হুতোম প্যাচার নক্সা
কলিকাতা কমলালয়
গাজী মিয়ার বস্তানী
4185. ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কী বলে?
কারক
বিভক্তি
সন্ধি
সমাস
4186. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
অজানা
দোতলা
আশীবিষ
কানাকানি
4187. কোনটি অপাদান কারক?
গৃহহীনে গৃহ দাও
জিজ্ঞাসিব জনে জনে
বনে বাঘ আছে
ট্রেন স্টেশন ছেড়েছে
4188. নিচের কোনটি যৌগিক উদাহরণ নয়?
করেছি
করছি
করব
কর
4189. কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে?
আষাঢ়
আঘাটা
আয়না
আনন
4193. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়?
বিশেষ্য ও ক্রিয়া
বিশেষণ ও ক্রিয়া
বিশেষ্য ও বিশেষণ পদে
ক্রিয়া ও সর্বনাম
4194. 'আগুন'- এর সমার্থক শব্দ কোনটি?
ভাতি
অংশু
জ্যোতি
অনল
4195. কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত?
উপনেতা
উপগ্রহ
উপসাগর
উপভোগ
4196. তাম্বুলিক' শব্দের সমার্থক নয় কোনটি?
বারুই
পানব্যবসায়ী
পর্ণকার
তামসিক
4197. দুরবস্থা' শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়?
দূর + বস্থা
দুর + বস্থা
দুর + অবস্থা
দুঃ+অবস্থা
4198. রাস্তার Design load নির্ণয়ে কোন Factor(s) বিবেচনা করা হয়?
Vehicle speed
Load repetition
Trafic distribution
সব কয়টি
4199. গঠন অনুসারে বাংলা বাক্য কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
4200. তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!' বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
অনুকার অব্যয়
পদান্বয়ী অব্যয়
অনুসর্গ অব্যয়
অনন্বয়ী অব্যয়