MCQ
4201. হিউম্যান ট্রাফিকিং বলতে কী বুঝায়?
মানব পাচার
দাবি আদায়ে দলবেঁধে রাস্তা আটকানো
মানব সম্পদ উন্নয়ন
ট্রাফিক কাজে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত থাকা
4202. বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?
সংস্কৃত
প্রাকৃত
পালি
তেওরীয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: সুনীতিকুমারের মতে বাংলা ভাষা এসেছে মাগধী প্রাকৃত থেকে দশম শতাব্দীতে। গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষা এসেছে সপ্তম শতাব্দীতে এটি বলেছেন ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
4203. রাস্তা নির্মাণে Sub-base course নিচের কোনটির উপরেই বসানো হয়?
Sub-grade
Base
Wearing surface
None of these
4204. জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বিধান বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বিধৃত করা হয়েছে?
অনুচ্ছেদ-৭
অনুচ্ছেদ-৪
অনুচ্ছেদ-৪ক
অনুচ্ছেদ-৭
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধান ৪ক অনুচ্ছেদ অনুযায়ী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতির কার্যালয়, সরকারি ও আধা- সরকারি প্রতিষ্ঠান, বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে।
4205. 'রূপসী বাংলার কবি' কাকে বলা হয়?
কালিদাস রায়
জীবনানন্দ দাশ
সত্যেন্দ্রনাথ দত্ত
জসীম উদ্দীন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: বাংলার প্রকৃতি নিয়ে কবিতা রচনার কারণে জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি বলা হয়। এ ছাড়াও বাংলা সাহিত্যে নির্জনতার, তিমির হননের ও ধূসরতার কবি হিসেবে তিনি পরিচিতি।
4206. বাংলাদেশের সংবিধান সমবেতভাবে গৃহীত হওয়ার তারিখ-
৪.১১.১৯৭২
১৬.১২.১৯৭১
২৬.৩.১৯৭২
১০.১.১৯৭২
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি ৪ নভেম্বর ১৯৭২ সালে বাংলাদেশের জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। একই বছরের ১৬ ডিসেম্বর থেকে এটি কার্যকরী হয়।
4207. ব্রডগেজ রেললাইনের দুই রেলের অভ্যন্তরীণ Face-এর দূরত্ব কত?
১০০০ মিমি
১৪৫০ মিমি
১৬৭৬ মিমি
১৭৫০ মিমি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: যে-সব রেলপথে প্রচুর ট্রেন চলাচল করে, মালামাল পরিবহন করতে হয় বেশি এবং রেলপথের দৈর্ঘ্য বেশি সেসব জায়গায় ব্রডগেজ রেললাইন ব্যবহৃত হয়। ব্রডগেজ রেললাইনের প্রন্থ ১৬৭৬ মিলিমিটার।
4208. NATO-এর পূর্ণরূপ কী?
North Atlantic Treaty Organisation
North Alliance Treaty Organisation
North American Trust Organisation
North African Treaty Organisation
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: ন্যাটোর পূর্ণরূপ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট)। ন্যাটো একটি যৌথ নিরাপত্তা চুক্তি, যে চুক্তির আওতায় জোটভুক্ত দেশগুলো পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারাবদ্ধ।
4209. ভারতবর্ষে কোন সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়?
১৭৮৩ সালে
১৭৮৮ সালে
১৭৯৩ সালে
১৭৯৮ সালে
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: চিরস্থায়ী বন্দোবস্ত হলো এক ধরনের ভূমি রাজস্ব বা কর ব্যবস্থা। লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে এ প্রথা প্রবর্তন করেন। এই চুক্তির মাধ্যমে রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের জমির ওপর স্থায়ী মালিকানা দেওয়া হয়।
4210. নিচের কোন ধরনের Soil-এর Plasticity-এর মান শূন্য?
Silt
Sand
Clay
Clayey Sand
4211. 'বীরবল' কার ছদ্মনাম?
প্রমথনাথ বিশী
প্রেমেন্দ্র মিত্র
প্রমথ চৌধুরী
প্রমথনাথ বসু
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮-২ সেপ্টেম্বর ১৯৪৬) বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, যিনি বিংশ শতাব্দীর প্রথম ভাগে সক্রিয় ছিলেন। তিনি ছিলেন একাধারে প্রাবন্ধিক, কবি ও ছোটো গল্পকার। ৩২ বীরবল ছদ্মনামও তিনি ব্যবহার করেছেন।
4212. 'বিদ্যালয়' শব্দটির সন্ধি বিচ্ছেদ কী?
বিদ্যা + আলয়
বিদ্যা + লয়
বিদ + আলয়
কোনোটিই নয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: স্বরধ্বনির সাথে স্বরধানির মিলনকে স্বরসন্ধি বলে। যেমন- বিদ্যা + আলয় = বিদ্যালয়, হিম আলয় হিমালয়।
4213. 'ডাকাবুকো' শব্দটির অর্থ কী?
ভীরু
সাহসী
স্বাস্থ্যবান
রুগ্ন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: 'ডাকাবুকো' প্রবাদটির অর্থ নির্ভীক, সাহসী। এমন ডাকাবুকো ছেলে না হলে এ কাজ সমাধা হতো না।
4214. Rise and Fall method কোন কাজের জন্য ব্যবহার করা হয়?
Field survey
Reconnaissance
Total station survey
Calculation of RL
4215. The masculine form of 'Spouse' is-.
wife
children
husband
spouse
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: spouse শব্দের অর্থ বিবাহিত নারী/পুরুত্ব। এটি একটি common gender। এটির সেই অর্থে কোনো masculine অথবা feminine form নেই। তবে spouse-এর masculine/feminine form সবই spouse হবে। Option (ঘ)-কে সঠিক বলা যেতে পারে।
4216. "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী"- গানটির রচয়িতা কে?
শামসুর রাহমান
হাসান হাফিজুর রহমান
আলতাফ মাহমুদ
আবদুল গাফফার
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: আবদুল গাফফার চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা 'সাপ্তাহিক জয় বাংলা'র প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন।
4217. জাতিসংঘে মূল সনদ স্বাক্ষরকারী দেশ কতটি?
১৫টি
২৩টি
৩২টি
৫১টি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে। প্রতিষ্ঠাকালীন সময়ে এর মূল সনদে স্বাক্ষরকারী দেশ ৫১টি। এর বর্তমান সদস্য ১৯৩টি দেশ। সংস্থাটির সদর দপ্তর নিউইয়র্কে।
4218. Sand pile কেন করা হয়?
Soil থেকে পানি নিষ্কাশনের জন্য
Vertical load নেয়ার জন্য
Soil compaction-এর জন্য
Horizontal load নেয়ার জন্য
4219. I remember what you said yesterday. The underlined is -.
an adjective clause
a noun clause
an adverbial clause
a dependent clause
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: Underlined অংশটিতে একটি Subject ও একটি verb আছে, যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং এটি একটি independent clause-এর বৈশিষ্ট্য। "I remember" সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাই একে main clause-ও বলা যায়। তবে 'What you said yesterday', আরা কিছু জানাতে চায়, তাই এটি একটি dependent অথবা sub-ordinate clause.
4220. Fill in the blank. I-a good film last week.
have seen
have watched
see
saw