MCQ
4361. 'যা লাফিয়ে চলে'- এক কথায় বলে-
উল্লম্ফ
লাফবাজ
দড়াবাজ
প্লবগ
4362. The expression 'penny wise pound foolish' indicates a situation where someone is—
very meticulous in discharging his duties.
thrifty with small amounts but profligate with large amounts.
financially insolvent.
very prudent in spending.
4363. The word 'blasphemy' is related to-
appreciation of God and religion
Islam
lack of respect to God and religion
Buddhism
4364. এক কথায় প্রকাশ করুন: পাঁচ সেরের সমাহার'-
পরিমেয়
পশুরী
চতুরঙ্গ
পৌরুষ
4365. 'যা ভাষায় প্রকাশ করা যায় না' তাকে এক কথায় বলে-
অনির্বাণ
অনির্দেশ্য
অনির্বচনীয়
অনির্ণেয়
4366. The concluding part of a literary work is called-
Epigraph
Epitaph
Conclusion
Epilogue
ব্যাখ্যা: Hints: সাহিত্যকর্মের সমাপ্তি অংশ বা নাটকের শেষে দর্শকের উদ্দেশ্যে অভিনেডার সংলাপ হলো epilogue। অন্যদিকে epigraph অর্থ সূত্রলিপি, epitaph অর্থ সমাধিলিপি আর conchsion অর্থ সমাপ্তি
4367. যার জিহ্বা লকলক করে- এক কথায় কী বলে?
লেহ্য
লিপ্সা
লেলিহান
যুযুৎসু
4368. A person in charge of a museum is a--
Librarian
Janitor
Palmist
Curator
ব্যাখ্যা: Hints: প্রদত্ত চারটি শব্দের মধ্যে (ক) Librarian অর্থ গ্রন্থাগারিক, যার কাজ গ্রন্থাগার রক্ষণাবেক্ষণ করা; (খ) Janitor অর্থ দারোয়ান, যার কাজ কোনো ভবন বা কার্যালয়ের নিরাপত্তা বিধান করা; (গ) Palmist অর্থ হস্তরেখাবিদ, যার কাজ মানুষের হাত দেখে ভবিষ্যৎ বলে দেয়া এবং (ঘ) Curator অর্থ জাদুঘর রক্ষক। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
4369. People who believe anything told to them are called-
Faithful
All-believing
Credulous
Credible
ব্যাখ্যা: Hints: যারা অন্যদের বলা কথা সহজেই বিশ্বাস করে তাদের বলা হয় Credulous (সরণ বিশ্বাস/বিশ্বাস প্রবণ)। অন্যদিকে Faithful অর্থ বিশ্বস্ত, Credible অর্থ বিশ্বাসযোগ্য আর All- believing অর্থ সব বিশ্বাসী।
4370. Lachrymose nature' means--
Lethargic
Prone to anger
Prone to tear
Energetic
4371. The man who follows his nose actually follows his-
passion
rationality
instinct
memory
4372. 'এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে জীবনযাপন করে যে'- কথাটিকে এক কথায় প্রকাশ কর।
যাযাবর
পর্যটক
পথিক
অভিযাত্রী
4373. 'যে পুরুষ বিয়ে করেছে'- এর এক কথায় প্রকাশ কি?
অকৃতদার
অনূঢ়া
কৃতদার
কুম্ভীলক
4374. 'যার শুভক্ষণে জন্ম'- এক কথায় প্রকাশ হবে-
শুভজন্মা
ক্ষণজন্মা
শুভার্থী
জন্মশুভ
4375. The word 'paranoia' is connected with-
philosophy
anthropology
theology
psychology
ব্যাখ্যা: Hints: Paranoia একটি মস্তিষ্ক রোগবিশেষ যা psychology বা মনস্তত্ব বিষয়ের সাথে জড়িত।
4376. A lame duck organization is one which needs-
staff
authority
support
power
ব্যাখ্যা: Hints: A lame duck organization অর্থ হলো এমন একটি ব্যবসা বা বাণিজ্যিক প্রতিষ্ঠান যেটি অর্থনৈতিক অসুবিধায় পড়েছে এবং যার support (সহায়তা) প্রয়োজন।
4377. The word 'trade-off implies --
deception
fraudulence
duplicity
mutuality
ব্যাখ্যা: Hints: Trade-off শব্দটি দ্বারা বোকায় এমন একটি অবস্থা যেখানে কোনো ব্যক্তিকে দুটি বিষয়ের মধ্যে পছন্দ করতে হয় বা দুটি বিষয়ের মধ্যে balance করতে হয়, যাnnitsality W প্রকাশ পায়। অন্যদিকে deception, fraudulence এবং duplicity শব্দগুলোর অর্থ কপটতা।
4378. Choose the word closest to the meaning of the underlined word: The Patient needed an anodine for his strained nerves--
Alcohol
Opium
Medicine
Pain-killing balm
4379. 'যা জল দেয়'- এর এক কথায় প্রকাশ কি?
পাটোয়ারী
জলদ
জলাধার
জলধি
4380. Panacea means--
fresh
cure-all
disease
problem
ব্যাখ্যা: Hints: Panacan অর্থ সব ধরনের নিরাময়কারী ওষুধ, সব ধরনের সংকট মোচনের উপায়