EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
4721. জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে?
১৯৪২ সালে
১৯৩৯ সালে
১৯৪৩ সালে
১৯৪৫ সালে
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫১টি রাষ্ট্র নিয়ে জাতিসংঘ গঠিত হয়। জাতিসংঘের সদরদপ্তর নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। বর্তমানে সদস্য-১৯৩টি।
4723. সিনেমা স্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
উত্তল
অবতল
জুম
সিলিন্ড্রিক্যাল
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে লেন্সের প্রান্তভাগ ক্রমশ মোটা এবং মধ্যভাগ সরু, তাকে অবতল লেন্স বলে। অবতল লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক হয়।
4724. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবহনের জন্য কোন ধাতু ব্যবহৃত হয়?
সোডিয়াম
ম্যাগনেশিয়াম
পটাশিয়াম
জিংক
ব্যাখ্যা: ব্যাখ্যা: পারমাণবিক চুল্লিতে তাপ পরিবহনের জন্য ক্ষার ধাতু হিসেবে। সোডিয়াম ব্যবহৃত হয়। কারণ ক্ষার ধাতুসমূহের তাপ পরিবাহকতার ক্ষমতা বেশি।
4726. কোনটি দিয়ে প্রবাহ বেগ পরিমাপ করা হয়?
anemometer
Venturi meter
current meter
pitot tube
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রবাহ বেণ পরিমাণ করা হয়- কারেন্ট মিটার দিয়ে।
4728. ক্যান্সার রোগের কারণ কী?
কোষের অস্বাভাবিক মৃত্যু
কোষের অস্বাভাবিক বৃদ্ধি
কোষের অস্বাভাবিক জমাট বাঁধা
উল্লিখিত সবগুলোই
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিভিন্ন প্রকার প্যাপিলোমা ভাইরাস ক্যান্সার সৃষ্টিতে সহায়তা করে। ভাইরাসের দুটি জীন ই, ও ই, পোষকদেহে জীনের সাথে একীভূত হয়। ফলে কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুসমূহের কাজ বন্ধ করে দেয়। ফলে কোষের অস্বাভাবিক বৃদ্ধি হয়।
4729. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা কী দিয়ে তৈরি হয়?
এলইডি
আইসি
এলসিডি
সিলিকন চিপ
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিলিকন চিপ হচ্ছে অর্ধপরিবাহী সিলিকনের জন্য তৈরি এক ধরনের চিপ, যা সংখ্যামান প্রদর্শনের জন্য ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে ডিসপ্লে করার জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে, LED ও LCD উন্নতমানের দুটি মনিটর।
4731. BOD কোন তাপমাত্রায় পরিমাপ করা হয়?
0°C
15°C
20°C
25°C
4734. কোনটি দিয়ে pH পরিমাপ করা হয়?
Turbidimeter
Imhoff cone
Spectrophotometer
কোনোটিই নয়
4736. সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
শনি
বৃহস্পতি
বুধ
মঙ্গল
ব্যাখ্যা: ব্যাখ্যা: সৌরজগতের ৮টি গ্রহের মধ্যে বৃহস্পতি সবচেয়ে বড়। সূর্য থেকে দূরত্বের দিক থেকে এর অবস্থান পঞ্চম।
4738. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
কম হয়
বেশি হয়
একই হয়
খুব কম হয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: রেগুলেটরের মাধ্যমে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা যায়। ফলে বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয় কারণ এ অবস্থায় বিদ্যুৎপ্রবাহ একই হয়।
4739. প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে?
১৯১২ সালে
১৯১৬ সালে
১৯১৪ সালে
১৯২০ সালে
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ সালের ২৮ জুলাই শুরু হয়। এ যুদ্ধ ১১ নভেম্বর ১৯১৮ সাল পর্যন্ত স্থায়ী ছিল। এতে মিত্রপক্ষ ও অক্ষশক্তি নামে দুটি পক্ষ ছিল। এতে ৭০ মিলিয়ন মানুষ অংশগ্রহণ করে।