MCQ
5001. পানির pH = 6.5 হলে তা-
Industrial water
Alkaline water
Acidic water
Neutral water
5002. একটি মানচিত্রে RF (Representative Fraction) এর মান 1: 10,000। একটি জরিপ রেখার প্রকৃত দৈর্ঘ্য 500 মিটার হলে, মানচিত্রে তার দৈর্ঘ্য কত হবে?
৫ সেন্টিমিটার
৫ মিলিমিটার
৫ ইঞ্চি
৫ মিটার
5003. দুই বিন্দুর পিজোমেট্রিক লেভেলের পার্থক্যকে কী বলে?
পজিশন হেড
হাইড্রোলিক হেড
ক ও খ উভয়ই
কোনোটিই নয়
5004. কোনটি Steel Truss-এর member নহে?
Purline
Kingpost
Lintel
Rafter
5005. Beam ও Slab একত্রে ঢালাই করলে তাকে কী বলা হয়?
T-Beam
Continuous beam
Rectangular বিম
কোনোটিই নয়
5006. 60 grade steel বলতে কী বুঝায়?
L = 60 inch
কোনোটিই নয়
f, = 60 ksi
f₁ = 60 ksi
5007. ১ মিটার কত ফুটের সমান?
৩.৩৫০৫
৩.৩৮০২
৩.৫০০
৩.২৮০৮
5008. রেলওয়েতে সাধারণত কোনটিকে আদর্শ Sleeper ধরা হয়?
Wooden Sleeper
Cast iron Sleeper
Concrete Sleeper
Steel Sleeper
5009. Cement-এর Specific Gravity কত?
২.৬৭
২.১৫
৩.১৫
৩.৫০
5010. কোন পদার্থটি কোয়াগুলেন্ট (Coagulant) হিসেবে ব্যবহৃত হয় না?
ফেরিক সালফেট
সোডিয়াম অ্যালুমিনেট
ব্লিচিং পাউডার
ফিটকিরি
5011. শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ কত?
০
৪৩২ m/s
৩৩২ m/s
২৮০ m/s
5012. যদি A এবং B স্থানের staff reading যথাক্রমে 5.70 ft এবং 6.85 ft হয় এবং A স্থানের R.L = 1001 হয়, তাহলে B স্থানের R.L. কত হবে?
98.85ft
102.5ft
105.6ft
101.15ft
5013. বৃষ্টিপাত সাধারণত কোন এককে পরিমাপ করা হয়?
ঘনমিটার
মিলিমিটার
বর্গমিটার
কোনোটিই নয়
5014. পানযোগ্য পানির সর্বাধিক As কত হতে পারে?
50 ppb
40 ppb
30 ppb
10 ppb
5015. বালির ২টি নমুনার FM (সূক্ষ্মতা গুণাঙ্ক) যথাক্রমে ২.৫০০ ও ২.২৫। সমান অনুপাতে এই দুই ধরনের বালির মিশ্রণের Combined FM কত?
২.৩৭
৪.৭৫
৪.৫০
২.৬৫
5016. Mild steel-এর Poisson's ratio-এর range কত?
০.২৭-০.৩০
০.১০-০.২০
০.৩০-০.৩১
০.২৯-০.২৬
5017. একটি মাটির Porosity ০.৪৫ হলে Void Ratio কত?
০.৩১
১.২২
০.৮২
০.৪১
5018. Gunter's chain-এ কত শিকলে ১ মাইল হয়?
৭০ শিকল
১০০ শিকল
৮০ শিকল
৫০ শিকল
5019. বন্যা নিয়ন্ত্রণের সর্বোত্তম পন্থা কোনটি?
নদী খনন
ড্যাম নির্মাণ
দুই পাড়ে বাঁধ নির্মাণ
নদীশাসন
5020. Beam-এর Inflection point-এ বেন্ডিং মোমেন্ট কত?
সর্বনিম্ন
শূন্য
কোনোটিই নয়
সর্বোচ্চ