MCQ
5261. বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী কবে পালিত হবে?
২০২১
২০২০
২০২৪
২০২৫
ব্যাখ্যা: ব্যাখ্যা: ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত 'মুজিববর্ষ' ঘোষণা করা হয়েছে। ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এটি ১৯৫টি দেশ পালন করে।
5262. এখানে কোন দেশটি জাতিসংঘের সদস্য নয়?
ইসরাইল
পাকিস্তান
তাইওয়ান
ইরাক
ব্যাখ্যা: ব্যাখ্যা: তাইওয়ান জাতিসংঘের সদস্য নয়। অন্যদিকে
বর্তমানে জাতিসংঘের মোট সদস্য-১৯৩টি।
5263. আফ্রিকা মহাদেশে উপনিবেশবাদী দেশ হিসেবে সর্ব শীর্ষে রয়েছে?
ফ্রান্স
ইউকে
বেলজিয়াম
স্পেন
ব্যাখ্যা: ব্যাখ্যা: আফ্রিকা মহাদেশের শীর্ষ উপনিবেশবাদ যুক্তরাজ্য। যেমন- লিবিয়া, ঘানা, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা, মরিশাস প্রভৃতি দেশ ব্রিটেনের উপনিবেশ ছিল।
5264. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সংবিধানের কোন তফসিলে লিপিবদ্ধ আছে?
ষষ্ঠ তফশিলে
পঞ্চম তফশিলে
দ্বিতীয় তফশিলে
সপ্তম তফশিল
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯৭১ সালে ২৬ মার্চ তথা স্বাধীনতার ঘোষণা সংবিধানের ষষ্ঠ তফশিলে লিপিবদ্ধ আছে। ঘোষণাটি ওয়্যারল্যাসের মাধ্যমে প্রদান করা হয়। উল্লেখ্য, সংবিধানে মোট ৭টি তফশিল রয়েছে।
5265. 'The Tree without roots' উপন্যাসটি কোন বিষয়ের উপর লেখা হয়েছে?
সাম্রাজ্যবাদ
স্লেভারি বা ক্রীতদাস প্রথা
ধর্মীয় বিষয়ে
সমঅধিকার বিষয়ে
5266. ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কে গড়ে তোলেন?
সাইরাস
নেবুচাদনেজার
রামেসিস
দারিয়ুস
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইউফ্রেটিস নদীর তীরে খ্রিষ্টপূর্ব ৬০০ অব্দে ব্যাবিলনের সভ্যতায় সম্রাট নেবুচাদনেজার সম্রাজ্ঞীর মাটি থেকে ৮০ ফুট উচ্চতায় নির্মাণ করেছিলেন ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, যা ইরাকে অবস্থিত।
5267. সুধারাম বাংলাদেশের কোন জেলার পূর্বনাম?
যশোর
বরিশাল
নোয়াখালী
দিনাজপুর
ব্যাখ্যা: ব্যাখ্যা: সুধারাম নোয়াখালীর পূর্বনাম। বরিশালের পূর্বনাম চন্দ্রদ্বীপ,
যশোরের পূর্বনাম খিলাফাতাবাদ এবং দিনাজপুরের পূর্বনাম গন্ডোয়ানাল্যান্ড।
5268. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কী পরিমাণ বিদ্যুৎ উপন্ন হবে?
১২০০ মেগাওয়াট
২৪০০ মেগাওয়াট
১০০০ মেগাওয়াট
২২০০ মেগাওয়াট
ব্যাখ্যা: ব্যাখ্যা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনা জেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে স্থাপন করা হয়। এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪০০ MW.
5269. ইরান-ইরাক যুদ্ধ শুরু হয়েছিল কত সালে?
১৯৭৯
১৯৮২
১৯৮১
১৯৮০
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯৮০ সালে শাত-ইল-আবর নিয়ে ইরাক ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়। অবশেষে ১৯৮৮ সালে এ যুদ্ধের অবসান ঘটে।
5270. বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে?
নবাব সিরাজউদ্দৌলা
নবান আলীবর্দী খাঁ
ফখরুদ্দিন মোবারক শাহ
ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন 'ফখরুদ্দিন মোবারক শাহ'। তিনি ১৩৩৮ সালে বাংলায় সুলতানি শাসন সূচনা করেন। তিনি ফখরা নামে পরিচিত ছিলেন।
5271. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত "ছয় দফা" কোথায় ঘোষণা করা হয়েছিল?
ঢাকা
চট্টগ্রাম
লাহোর
কলকতা
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলীয় সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণা করেন। ছয় দফা দাবি বাঙালির মুক্তির সনদ।
5272. আমেরিকাকে এশিয়া হতে পৃথক করেছে কোন প্রণালি?
ফ্লোরিডা
বসফরাস
পক
বেরিং
ব্যাখ্যা: ব্যাখ্যা: বেরিং প্রণালি আমেরিকা ও এশিয়াকে বিভক্ত করে। এশিয়া ও ইউরোপকে বিভক্ত করে বসফরাস প্রণালি, ভারত ও শ্রীলঙ্কাকে বিভক্ত করে পক প্রণালি।
5273. থুরাল কোন দেশের পার্লামেন্টের নাম?
নরওয়ে
মঙ্গোলিয়া
নেদারল্যান্ড
সার্বিয়া
5274. বরেন্দ্র এলাকা বলতে বর্তমানে কোন অঞ্চলকে বুঝায়?
কুমিল্লা
পাবনা
রাজশাহী
খুলনা
5275. কংক্রিট কোন ধরনের লোড নেয়ার ক্ষেত্রে দুর্বল?
Comperssion
Tension
Bending
কোনোটি নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: কংক্রিট শুধু চাপা বল (Comperssion) নিতে পারে।
5276. ব্রিটেনের রানী যুক্তরাজ্য বা তার নিজ দেশ ব্যতীত অন্য কোন দেশের রানী হিসেবে বিবেচিত হন?
ডেনমার্ক
ফ্রান্স
কানাডা
স্পেন
ব্যাখ্যা: ব্যাখ্যা: ব্রিটেনের রানি যুক্তরাজ্য বা তাঁর নিজ দেশ ব্যতীত কানাডা, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশের রানি হিসেবে বিবেচিত হন।
5277. পূর্বের USSR-এর পক্ষে কোন রাষ্ট্র 'ভেটো' ক্ষমতার অধিকারী?
ইউক্রেইন
তাজাকিস্তান
আজারবাইজান
রাশিয়া
ব্যাখ্যা: ব্যাখ্যা: পূর্বের সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়ার ভেটো দেয়ার ক্ষমতা রয়েছে। কারণ রাশিয়া জাতিসংঘের স্থায়ী সদস্য। স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে।
5278. কোন Survey method এ Field observation এবং Plotting একই সাথে করা হয়?
Plane Table Survey
Chain Survey
Tacheometry Survey
Compass Survey
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্লেন টেবিল জরিপ একটি লৈখিক জরিপ। প্লেন টেবিল জরিপে মাঠ পরীক্ষা এবং নকশায়ন একই সাথে করা হয়। জরিপকর মাঠে সরাসরি নকশায় অঙ্কিত তথ্যাদি যাচাই করে নিতে পারে।
5279. বাংলাদেশের প্রথম আদমশুমারি কত সালে হয়?
১৯৭৫
১৯৭৪
১৯৭৬
১৯৭৭
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে। এ পর্যন্ত ৬টি আদমশুমারি অনুষ্ঠিত হয়। সর্বশেষ আদমশুমারি ২০২২ সালে।
5280. 'অস্ট্রেলিয়া' শব্দের অর্থ কী?
এশিয়ার উত্তরাঞ্চল
ইউরোপের পশ্চিমাঞ্চল
ইউরোপের পূর্বাঞ্চল
এশিয়ার দক্ষিণাঞ্চল
ব্যাখ্যা: ব্যাখ্যা: অস্ট্রেলিয়া অর্থ এশিয়ার দক্ষিণাঞ্চল। অস্ট্রেলিয়া প্রশান্তমহাসাগরে অবস্থিত। অস্ট্রেলিয়া, ওশেনিয়া মহাদেশে অবস্থিত।