EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
681. যখন উভয় স্টেশন পরিদৃশ্য হয়, তখন শিকল রেখা পঙক্তিকরণে ব্যভহৃত হয়-
প্রত্যক্ষ পদ্ধতি
পরোক্ষ পদ্ধতি
ধাপ পদ্ধতি
কোনটি নয়
682. জরিপ কাজে কন্টুর ম্যাপ তৈরিতে কোন যন্ত্রটি অপরিহার্য্য ?
বিওডোলাইট
ইঞ্জিনিয়ার্স চেইন
প্লেইন টেবিল
লেভেল
683. জরিপের প্রারম্ভেই করতে হয়-
স্টেশন বিন্দু নির্বাচন
স্টেশন চিহ্নিতকরণ
পর্যবেক্ষণ জরিপ
পরিমাপ গ্রহণ
684. End Bearing pile এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
skin friction > End Bearing
skin friction-End Bearing
End Bearing > skin Friction
কোনটিই নয়
ব্যাখ্যা: Explained: End Bearing pile- মূলত নির্দিষ্ট গভীরতার হার্ড স্ট্রাটা বা শক্ত স্তর পর্যন্ত বর্ধিত হয়ে থাকে। এই ধরনের পাইল ঘর্ষণ এবং End Bearing skin Friction হতে সর্বদা বেশী হয়।
685. স্টেশন বিন্দু নির্বাচন করতে হবে-
চৌহদ্দির ভিতরে
চৌহদ্দির বাইরে
চৌহদ্দির ভিতরে অথবা বাইরে
জরিপ এলাকার কেন্দ্রে
687. শিকল জরিপের পরিমাপ কালে কোন ভুল-ভ্রান্তি হিসেব করে সংশোধন করা যায়?
ক্ষতিপূরক ভ্রান্তি
পঞ্জিভূত ভ্রান্তি
ভুল
কোনটাই নয়
688. 15 m এর কম দৈর্ঘ্যের অফসেটকে বলে-
শর্ট অফসেট
লং অফসেট
অতি শর্ট অফসেট
কোনটি নয়
689. স্টেশন বিন্দু নির্বাচনে প্রাধান্য দিতে হয়-
সীমানা
গ্রন্থিরেখা
পরিদৃশ্যতা
আবহাওয়া
690. Rise and fall method কোন কাজের জন্য ব্যবহার করা হয়?
Field survey
Reconnaissance
Total station survey
Calculation of RL
ব্যাখ্যা: Explained: সমতলকরণ হল অন্য স্করের তুলনায় একটি জ্বরের উচ্চতা নির্ধারনের একটি প্রক্রিয়া। এটি একটি ডেটামের সাপেক্ষে একটি বিন্দুর উচ্চতা (RL) স্থাপন করতে জরিপে ব্যবহৃত হয়। পদ্ধতি দুইটি হলো- ১. Height of instrument 2. Rise and fall method.
693. এক রেখা জরিপ লিপি ব্যবহৃত হয় কোন ধরনের নকশার জন্য?
ছোট স্কেল
বড় স্কেল
মাঝারি স্কেল
কোনটি নয়
694. কোন অফসেটে দুটি চেইনের উল্লেখ করতে হয়?
তির্যক অফসেট
লম্বিক অফসেট
সাধারণত অফসেট
কোনটি নয়
695. শিকলের রিং চ্যাপ্টা হয়ে গেলে কি ধরনের ভ্রান্তি দেখা দেয়?
ধনাত্মক ভ্রান্তি
ঋনাত্মক ভ্রান্তি
পুঞ্জিভূত ভ্রান্তি
ক্ষতিপূরক ভ্রান্তি
696. অপটিকাল স্কয়ারের সাহায্যে নেয়া হয়-
তীর্যক অফসেট
সাধারণত অফসেট
লম্বিক অফসেট
কোনটি নয়
697. শিকল জরিপে ভুল ভ্রান্তি যদি ধনাত্মক হয়, তবে সংশোধনী হবে-
ধনাত্মক
সব সময়ই ধনাত্মক
ঋনাত্মক
কোনটি নয়
698. ঢালু ভূমিতে শিকল রেখা পঙক্তিকরণে ব্যবহৃত হয়-
প্রত্যক্ষ পদ্ধতি
ধাপ পদ্ধতি
পরোক্ষ পদ্ধতি
কোনটি নয়
699. ক্ষতিপূরক ভ্রান্তির দরুন পরিমাপকৃত ক্ষেত্রফল প্রকৃত ক্ষেত্রফলের-
কম হয়
বেশি হয়
সমান হয়
কোনটি নয়
700. পরিমাপকালে শিকল যদি বাড়তেই থাকে, এর ফলে সৃষ্ট ভ্রান্তি—
ক্ষতিপূরক ভ্রান্তি
ধান্তমক পুঞ্জিভূত ভ্রান্তি
ঋনাত্মক পুঞ্জিভূত ভ্রান্তি
তাপমাত্রাজনিত ভ্রান্তি