MCQ
13461. 'বর্ণচোরা' কোন ধরনের সমাস?
অলুক তৎপুরুষ
নঞ তৎপুরুষ
ষষ্ঠী তৎপুরুষ
উপপদ তৎপুরুষ
13462. কাজী নজরুল ইসলামের 'আলেয়া' কোন ধরনের রচনা?
কবিতা
গল্প
উপন্যাস
গীতিনাট্য
13463. কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতার মূল সুর হচ্ছে-
বিদ্রোহ ও বিপ্লবের আবেগ
স্বরাজ প্রতিষ্ঠা
প্রেম
প্রকৃতি বন্দনা
13464. 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের শেষ কবিতার নাম কী?
আনোয়ার পাশা
কোরবানী
শাত-ইল-আরব
মোহররম
13465. কবি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল?
অগ্নিবীণা
মৃত্যুক্ষুধা
বিষের বাঁশী
পূবের হাওয়া
13466. "ভোর হলো দোর খোল/খুকুমনি ওঠো রে"- কবিতার কবি কে?
মোহিতলাল মজুমদার
সত্যেন্দ্রনাথ দত্ত
কুসুম কুমারী দাশ
কাজী নজরুল ইসলাম
13467. একই সনে জন্মগ্রহণ করেছেন যে দুই কবি-
মাইকেল মধুসূদন দত্ত ও ঈশ্বরচন্দ্র গুপ্ত
রবীন্দ্রনাথ ঠাকুর ও দ্বিজেন্দ্রলাল রায়
সত্যেন্দ্রনাথ দত্ত ও জসীমউদ্দীন
কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশ
13468. 'বহুব্রীহি' শব্দের অর্থ কী?
বহু ধান
বহু গম
বহু পাট
বহু চাল
13469. নিচের কোনটি কবি নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা?
ধূমকেতু
মোসলেম ভারত
সমকাল
সবুজ পত্র
13470. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
ছায়ানট
ব্যথার দান
মধুমালা
জিঞ্জির
13471. বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোন সালের কত তারিখে পরলোকগমন করেন?
১৯৭২ সালের ১৪ আগস্ট
১৯৭৪ সালের ০২ জানুয়ারি
১৯৭৬ সালের ২৯ আগস্ট
১৯৭৭ সালের ২১ ফেব্রুয়ারি
13472. বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
অর্থকে অতিক্রম না করিয়া = যথার্থ
যাহা কাঁচা তাহাই মিঠা = কাঁচামিঠা
সত্য কথা বলে যে = সত্যবাদী
স্ত্রীর সহিত বর্তমান = সস্ত্রীক
13473. 'বহু যুবককে দেখিয়াছি বার্ধক্যের কংকাল মূর্তি'- যাহাদের যৌবনের উর্দির নিচে উক্তিটি কোন রচনার অংশ?
দুরন্ত পথিক
যৌবনের গান
রাজবন্দীর জবানবন্দী
জীবন বন্দনা
13474. 'আজি সৃষ্টি সুখের উল্লাসে' কবিতাটি কোন কাব্যের?
বিষের বাঁশী
অগ্নিবীণা
দোলন-চাঁপা
ফণি-মনসা
13475. 'চিত্তনামা' কাব্যগ্রন্থের রচয়িতা-
অমিয় চক্রবর্তী।
বিহারীলাল চক্রবর্তী
কাজী নজরুল ইসলাম
চিত্তরঞ্জন দাস
13476. কোন সালে কাজী নজরুল ইসলাম ব্যাধিতে আক্রান্ত হয়ে বাশক্তিরহিত হন?
১৯২৯
১৯৪১
১৯৩০
১৯২৮
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১০ অক্টোবর, ১৯৪২ সালে মাত্র তেতাল্লিশ বছর বয়সে দূরারোগ্য (পিক্স ডিজিজ) ব্যাধিতে আক্রান্ত হওয়ায় এই ঋদ্ধ ও সম্ভাবনাময় জীবন আমৃত্যু নির্বাক হয়ে যায়।
13477. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
সুবর্ণ (সু বর্ণ যার)
বৃষ্টি ধৌত (বৃষ্টিতে ধৌত)
ক্রোধানল (ক্রোধ রূপ অনল)
হররোজ (রোজ রোজ)
13478. 'বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আকড়াইয়া পড়িয়া থাকে'- উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশবিশেষ?
দুরন্ত পথিক
চলে মুসাফির
আঠারো বছর বয়স
যৌবনের গান
13479. 'ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে'- কে এই দামাল ছেলে?
কাজী নজরুল ইসলাম
কামাল পাশা
চিত্তরঞ্জন দাস
সুভাষ বসু
13480. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
তেমাথা
মনগড়া
চা-বিস্কুট
মহাত্মা