MCQ
13481. "কাঁটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা, দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা।" উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
শেখ ফজলল করিম
মোহিতলাল মজুমদার
13482. “হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান। তুমি মোরে দানিয়াছ, খ্রীস্টের সম্মান কণ্টক-মুকুট শোভা।" কবিতাংশটুকু কোন কবির কবিতার অংশ?
কায়কোবাদ
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
ফররুখ আহমদ
13483. 'অর্ধমৃত' সমাসের সঠিক ব্যাসবাক্য কোনটি?
মৃত প্রায় যে
অর্ধ সময় ব্যাপিয়া মৃত
অর্ধ রূপে মৃত
অর্ধ মৃত যে
13484. 'রাজমিস্ত্রী' শব্দের ব্যাসবাক্য-
রাজার মিস্ত্রী
রাজ যে মিস্ত্রী
মিস্ত্রীর রাজা
মিস্ত্রী যার রাজা
13485. ত্রিশালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির নাম কী?
কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
কবি নজরুল বিশ্ববিদ্যালয়
13486. "ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান” পঙ্ক্তিটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
ফররুখ আহমদ
কাজী নজরুল ইসলাম
গোলাম মোস্তফা
13487. 'আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি।' চরণটি কোন কবিতার?
ধূমকেতু
শিখা
বারাঙ্গনা
বিদ্রোহী
13488. "চাষী ওরা, নয়কো চাষা, নয়কো ছোট লোক" বলেছেন-
কবি ইকবাল
গোলাম মোস্তফা
কাজী নজরুল ইসলাম
জসীমউদ্দীন
13489. "বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।" কবিতাংশটি কোন কবির লেখা?
রবীন্দ্রনাথ ঠাকুর
গোলাম মোস্তফা
কাজী নজরুল ইসলাম
সুফিয়া কামাল
13490. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস?
গ্রামছাড়া
গাছপাকা
ধানক্ষেত
গরুরগাড়ি
13491. 'পুঁথিগত' কোন ধরনের সমাসবদ্ধ পদ-
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
অব্যয়ীভাব
13492. কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয়?
যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র
কানাডা
ভারত
13493. "নাচে পাপ-সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ। মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ। নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে।" পঙ্ক্তিটি কোন কবির রচনা?
রবীন্দ্রনাথ ঠাকুর
শামসুর রাহমান
কাজী নজরুল ইসলাম
সুফিয়া কামাল
13494. "আমি... আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাত্রীর।”
ঝঞ্ঝা
চিরদুর্দম
হাম্বীর
ধূর্জটি
13495. 'আমি হব সকাল বেলার পাখি'- কবিতাটি কে লিখেছেন?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
শামসুর রাহমান
জসীমউদ্দীন
13496. বিভক্তি লোপ পায় কোন সমাসে?
অলুক সমাসে
বহুব্রীহি সমাসে
কর্মধারয় সমাসে
তৎপুরুষ সমাসে
13497. নিচের কোনটি 'নঞ' তৎপুরুষ সমাসের উদাহরণ?
নৃতত্ত্ব
আলুনি
নাকে খত
দায়ে ঠেকা
13498. "দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিল নীচে ফেলে।" পঙ্ক্তিটির রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
আহসান হাবীব
সত্যেন্দ্রনাথ দত্ত
সুফিয়া কামাল
13499. "আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস।” পঙ্ক্তিটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ?
বিদ্রোহী
কাণ্ডারী হুশিয়ার
সৃষ্টি সুখের উল্লাসে
সাম্যবাদী
13500. "বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানিনী, সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী।” এই কবিতাংশটুকুর কবি কে?
বেনজীর আহমেদ
জীবনানন্দ দাশ
কাজী নজরুল ইসলাম
শামসুর রাহমান