MCQ
14161. দ্বিগু সমাসে কোন পদের প্রাধান্য থাকে?
পূর্বপদ
পরপদ
উভয় পদ
অন্যপদ
14162. সমাস কত প্রকার?
৪ প্রকার
৮ প্রকার
৬ প্রকার
১০ প্রকার
14163. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান / কর্মধারয় সমাসে কোন পদের অর্থের প্রাধান্য থাকে?
পূর্বপদ
পরপদ
উভয় পদ
অন্য পদ
14164. একাধিক পদের এক পদীকরণের নাম-
সন্ধি
সমাস
কারক
বাগধারা
14165. দ্বন্দ্ব সমাস এর সঠিক বিপরীত সমাস কোনটি?
অব্যয়ীভাব
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
14166. পূর্বপদ ও পরপদ উভয়েরই অর্থপ্রাধান্যের ভিক্তিতে নিষ্পন্ন হয় কোন সমাস?
দ্বন্দ্ব
কর্মধারয়
দ্বিগু
তৎপুরুষ
14167. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
পূর্বপদ
পরপদ
অন্যপদ
উভয় পদ
14168. সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কি বলা হয়?
পূর্বপদ
উত্তরপদ
পরপদ
দক্ষিণ পদ
14169. 'ভানুসিংহ ঠাকুর' কার ছদ্মনাম?
প্রমথ চৌধুরী
রবীন্দ্রনাথ ঠাকুর
সত্যেন্দ্রনাথ দত্ত
টেকচাঁদ ঠাকুর
14170. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী?
পরশুরাম
ভানুসিংহ
নীললোহিত
গাজী মিয়াঁ
14171. 'দম্পতি' শব্দটি কোন সমাস?
দ্বন্দ্ব সমাস
তৎপুরুষ সমাস
দ্বিগু সমাস
কর্মধারয় সমাস
14172. দ্বন্দ্ব বলতে কি বোঝায়?
জোড়া
দুই
আগুনে পোড়া
সংগ্রাম
14173. অব্যয়ীভাব সমাসে 'অব্যয়' পদের অর্থ-
পরিবর্তিত হয়
প্রধান থাকে
সংকুচিত হয়
বৃদ্ধি ঘটে
14174. সমাস সাধিত পদ কোনটি?
চাষী
মানব
দম্পতি
বোনাই
14175. পূর্বপদে বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে কী বলে?
র্মধারয় সমাস
তৎপুরুষ সমাস
বহুব্রীহি সমাস
দ্বিগু সমাস
14176. রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে?
বাউল
ভাটিয়ালি
মুর্শিদি
ভাওয়াইয়া
14177. সাধারণত সমাসে কোন পদে কারক-বিভক্তি থাকে?
প্রথম পদে
শেষ পদে
সর্বনাম পদে
বিশেষ্য পদে
14178. যে সমাসে পরপদের অর্থই প্রধানরূপে বোঝায়, তাকে কোন সমাস বলে?
কর্মধারয়
তৎপুরুষ
দ্বিগু
বহুব্রীহি
14179. বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?
বাংলার প্রকৃতির কথা
বাংলার মানুষের কথা
বাংলার সংস্কৃতির কথা
বাংলার ইতিহাসের কথা
14180. কোন সমাসে উভয়পদই বিশেষ্য?
দ্বন্দ্ব
কর্মধারয়
তৎপুরুষ
প্রাদি সমাস