MCQ
14141. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
অন্যায়
অনাসক্ত
আমরণ
অহিনকুল
14142. রবীন্দ্রনাথ ঠাকুরের 'আমার সোনার বাংলা' গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয়েছে?
২রা মার্চ, ১৯৭১
৩রা মার্চ, ১৯৭১
২৬শে মার্চ, ১৯৭১
১৭ই এপ্রিল, ১৯৭১
14143. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
দম্পতি
মহাবীর
নিটোল
প্রতিদিন
14144. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
সিংহাসন
ভাই-বোন
কানাকানি
গাছপাকা
14145. কোনটি কাব্যগ্রন্থ?
কড়ি ও কোমল
কবি-কাহিনী
শেষ লেখা
শেষের পরিচয়
14146. 'ছেলে-মেয়ে' কোন প্রকার দ্বন্দ্ব সমাস?
সাধারণ দ্বন্দ্ব
অলুক দ্বন্দ্ব
একশেষ দ্বন্দ্ব
সমার্থক দ্বন্দ্ব
14147. 'আলোছায়া' পদটি কোন সমাস?
দ্বন্দ্ব সমাস
অব্যয়ীভাব সমাস
তৎপুরুষ সমাস
কর্মধারয় সমাস
14148. 'জায়া ও পতি' সমাস করলে কি হয়?
স্বামী-স্ত্রী
পতি-পত্নী
দম্পতি
জায়া-পতি
14149. কোন কবি এককভাবে তিনটি দেশের জাতীয় সংগীত রচনা করেছেন?
রবীন্দ্রনাথ ঠাকুর
জন মিল্টন
কাজী নজরুল ইসলাম
বার্সিল ফার্নান্দো
14150. রবীন্দ্রনাথ ঠাকুর তার 'পূরবী' কাব্য কাকে উৎসর্গ করেছিলেন?
মৈত্রেয়ী দেবী
ভিক্টোরিয়া ওকাম্পো
হেমন্তবালা দেবী
কাদম্বরী দেবী
14151. 'জমা-খরচ' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
জমা ও খরচ
জমাকে খরচ
জমা থেকে খরচ
জমার খরচ
14152. রবীন্দ্রনাথের 'পুনশ্চ' কোন ধরনের গ্রন্থ?
কাব্যগ্রন্থ
উপন্যাস
নাটক
প্রহসন
14153. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'আমার সোনার বাংলা' কবিতার প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সংগীতরূপে নেওয়া হয়েছে?
১০ লাইন
২৫ লাইন
১৫ লাইন
৮ লাইন
14154. 'পথে ও প্রান্তরে = পথে-প্রান্তরে' এটি কোন সমাস?
দ্বিগু
দ্বন্দ্ব
তৎপুরুষ
কর্মধারয়
14155. রবীন্দ্রনাথ ঠাকুরের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-
ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে
প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী
ভাঙ্গার পরেই গড়ার কাজ শুরু হয়
14156. 'খেয়া' রবীন্দ্রনাথের একটি-
নাটক
গল্পগ্রন্থ
কাব্যগ্রন্থ
প্রবন্ধ
14157. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কি?
বনফুল
শেষ প্রশ্ন
কবি-কাহিনী
বলাকা
14158. স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ্য করে রবীন্দ্রনাথ রচনা করেন-
স্মরণ
নৈবেদ্য
উৎসর্গ
খেয়া
14159. অহি-নকুল (অহি ও নকুল) কোন সমাস?
কর্মধারয়
বহুব্রীহি
দ্বিগু
দ্বন্দ্ব
14160. কোন কবিতা হতে রবীন্দ্রনাথ গদ্যরীতিতে কবিতা লেখা শুরু করেন?
বলাকা
খাপছাড়া
পুনশ্চ
সেঁজুতি