MCQ
1401. একটি ৪০ মিমি ব্যাসের পাইপের মধ্য দিয়ে ৩.৪ কিলো প্যাসকেল চাবে ১.৫ মি/সে. বেগে পানি প্রবাহিত হয়। যদি পাইপের ডেটাম হেট ৭.০ মিটার হয়, তবে প্রবহের মোট শক্তি বা হেড কত মিটার?
6.56 m
5.23 m
7.47m
8.33m
1402. এক বায়ুমন্ডলীয় চাপ সমান—
১৪.৭ কেজি/সেমি^2
১ কেজি/সেমি^2
১.০৩৩ কেজি/সেমি^2
১.০৩৩ কেজি/সেমি^2
1403. Piezometer দিয়ে তরল পদার্থের যে Pressure মাপা হয়, তা হলো-
Atmospheric pressure
Gauge pressure
Absolute pressure
Vacuum pressure
1404. কোন পুকুরের দৈর্ঘ্য ২০০ মিটার, প্রন্থ ১০০ মিটার হলে এর ক্ষেত্রফল-
২০ হেক্টর
৪ হেক্টর
৫ হেক্টর
২ হেক্টর
1405. কোন ধরনের মাটি পুকুরে পানি ধরনের জন্য সবচেয়ে উপযোগী?
Clay
Sandy
Silt
Sandy Loom
1406. R.C.C এর সাধারণ অনুপাত-
১ : ৬ : ৭
১ :১ ১/২ : ২
১ : ৬ : ৮
১ : ২ : ৪
1407. ১ ব্যাগ সিমেন্টের ওজন কত পাউন্ড?
১১২ পাউন্ড
১২০ পাউন্ড
১১৫ পাউন্ড
১২৫ পাউন্ড
1408. পানির গভীরতা বাড়ার সাথে সাথে চাপ –
কমে
স্থির থাকে
বাড়ে
উপরের কোনোটিই নয়
1409. স্থির তরলে খাড়াভাবে ডুবন্ত একটি তলের উপর Centre of pressure- এর অবস্থান-
ডুবন্ত তলের Centroid-এ
সর্বদাই তলের Centroid-এর উপরে
সর্বদাই তলের Centroid-এর নিচে
উপরের কোনোটিই নয়
1410. গভীর নলকূপ স্থাপনে নিচে কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
আবর্তন খনন পদ্ধতি
ঢেঁকি পদ্ধতি
পানিজেট পদ্ধতি
ক ও খ উভয় পদ্ধতি
1411. Pitot tube দিয়ে কী মালা হয়?
Stagnation point-এর বেগ
Stagnation pressure
Static pressure
Dynamic pressure
1412. অগভীর নলকূপের গভীরতা কত মিটার পর্যন্ত হয়?
৬০ মিটার
১২০ মিটার
৭০ মিটার
৮০ মিটার
1413. পুকুরের দীর্ঘচ্ছেদ ও প্রস্থচ্ছেদ কেমন হয়?
আয়তক্ষেত্র
ট্রাপিজিয়াম
ত্রিভুজ
সামান্তরিক
1414. ভিত্তিতে সি.সি.র অনুপাত হয়-
১:২:৪
১:৬:৮
১:৩:৫
১:২:৬
1415. ১ ঘন মিটার পানির ওজন কত?
১০০০ লিটার
৫০০০ লিটার
১০.০০০ লিটার
৫০০ লিটার
1416. একটি d diameter-এর Circular pipe- Hydraulic mean Depth হলে-
d/6
d/4
d/2
d
1417. ১৪২৪৪ অনুপাত ১০০ ঘনফুট কংক্রিটের সিমেন্টের প্রয়োজন-
১০ ব্যাগ
১৮ ব্যাগ
১৫ ব্যাগ
২২ ব্যাগ
1418. ০.০১ হেক্টর একটি পুকুরে ১ মিটার গভীরতায় পানির পরিমাণ কত?
১০০ লিটার
১০০০ লিটার
১,০০,০০০ লিটার
৫০০০ লিটার
1419. কোনো বস্তুর অবস্থানের কারণে যে Energy উৎপন্ন হয়, তার নাম-
Kinetic energy
Potentiel energy
Electrical energy
Chemical energy
1420. IC ইঞ্জিনের জ্বালানি দহন ঘটে—
সিলিন্ডারের বাহিরে
সিলিন্ডারের অভ্যন্তরে
কোথাও দহন ঘটে না
কোনোটিই নয়