MCQ
1401. কোন পুকুরের দৈর্ঘ্য ২০০ মিটার, প্রন্থ ১০০ মিটার হলে এর ক্ষেত্রফল-
২০ হেক্টর
৪ হেক্টর
৫ হেক্টর
২ হেক্টর
1402. ১ ব্যাগ সিমেন্টের ওজন কত পাউন্ড?
১১২ পাউন্ড
১২০ পাউন্ড
১১৫ পাউন্ড
১২৫ পাউন্ড
1403. এক বায়ুমন্ডলীয় চাপ সমান—
১৪.৭ কেজি/সেমি^2
১ কেজি/সেমি^2
১.০৩৩ কেজি/সেমি^2
১.০৩৩ কেজি/সেমি^2
1404. গভীর নলকূপ স্থাপনে নিচে কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
আবর্তন খনন পদ্ধতি
ঢেঁকি পদ্ধতি
পানিজেট পদ্ধতি
ক ও খ উভয় পদ্ধতি
1405. ১৪২৪৪ অনুপাত ১০০ ঘনফুট কংক্রিটের সিমেন্টের প্রয়োজন-
১০ ব্যাগ
১৮ ব্যাগ
১৫ ব্যাগ
২২ ব্যাগ
1406. ভিত্তিতে সি.সি.র অনুপাত হয়-
১:২:৪
১:৬:৮
১:৩:৫
১:২:৬
1407. একটি ৪০ মিমি ব্যাসের পাইপের মধ্য দিয়ে ৩.৪ কিলো প্যাসকেল চাবে ১.৫ মি/সে. বেগে পানি প্রবাহিত হয়। যদি পাইপের ডেটাম হেট ৭.০ মিটার হয়, তবে প্রবহের মোট শক্তি বা হেড কত মিটার?
6.56 m
5.23 m
7.47m
8.33m
1408. Piezometer দিয়ে তরল পদার্থের যে Pressure মাপা হয়, তা হলো-
Atmospheric pressure
Gauge pressure
Absolute pressure
Vacuum pressure
1409. পুকুরের দীর্ঘচ্ছেদ ও প্রস্থচ্ছেদ কেমন হয়?
আয়তক্ষেত্র
ট্রাপিজিয়াম
ত্রিভুজ
সামান্তরিক
1410. ০.০১ হেক্টর একটি পুকুরে ১ মিটার গভীরতায় পানির পরিমাণ কত?
১০০ লিটার
১০০০ লিটার
১,০০,০০০ লিটার
৫০০০ লিটার
1411. কোনো বস্তুর অবস্থানের কারণে যে Energy উৎপন্ন হয়, তার নাম-
Kinetic energy
Potentiel energy
Electrical energy
Chemical energy
1412. কোন ধরনের মাটি পুকুরে পানি ধরনের জন্য সবচেয়ে উপযোগী?
Clay
Sandy
Silt
Sandy Loom
1413. ১ ঘন মিটার পানির ওজন কত?
১০০০ লিটার
৫০০০ লিটার
১০.০০০ লিটার
৫০০ লিটার
1414. পানির গভীরতা বাড়ার সাথে সাথে চাপ –
কমে
স্থির থাকে
বাড়ে
উপরের কোনোটিই নয়
1415. R.C.C এর সাধারণ অনুপাত-
১ : ৬ : ৭
১ :১ ১/২ : ২
১ : ৬ : ৮
১ : ২ : ৪
1416. স্থির তরলে খাড়াভাবে ডুবন্ত একটি তলের উপর Centre of pressure- এর অবস্থান-
ডুবন্ত তলের Centroid-এ
সর্বদাই তলের Centroid-এর উপরে
সর্বদাই তলের Centroid-এর নিচে
উপরের কোনোটিই নয়
1417. Pitot tube দিয়ে কী মালা হয়?
Stagnation point-এর বেগ
Stagnation pressure
Static pressure
Dynamic pressure
1418. IC ইঞ্জিনের জ্বালানি দহন ঘটে—
সিলিন্ডারের বাহিরে
সিলিন্ডারের অভ্যন্তরে
কোথাও দহন ঘটে না
কোনোটিই নয়
1419. অগভীর নলকূপের গভীরতা কত মিটার পর্যন্ত হয়?
৬০ মিটার
১২০ মিটার
৭০ মিটার
৮০ মিটার
1420. একটি d diameter-এর Circular pipe- Hydraulic mean Depth হলে-
d/6
d/4
d/2
d